ওয়াশিংটন, 23 নভেম্বর: ফের বিদেশের মাটিতে ভারতীয় ছাত্রের মৃ্ত্যু ৷ এবার ঘটনাস্থল আমেরিকার ওহিও রাজ্য ৷ গাড়ির ভিতর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল 26 বছর বয়সি ভারতের এক মেডিক্যাল পড়ুয়ার ৷ পড়ুয়ারত ছাত্রের মৃত্যুকে বিশ্ববিদ্যালয়ের তরফে মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা বলে ব্যাখা করা হয়েছে ৷
জানা গিয়েছে, মেডিক্যালের মোলেকিউলার অ্যান্ড ডেভেলপমেন্ট বায়োলডি প্রোগ্রামের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন আদিত্য আদলেখা ৷ তিনি সিনসিনাটি মেডিক্যাল স্কুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন ৷ হ্যামিল্টন কাউন্টি কোরোনার অফিস অনুসারে, আদলাখা এই মাসের শুরুতে ইউসি মেডিকেল সেন্টারে মারা যান। সিনসিনাটি পুলিশ লেফটেন্যান্ট জোনাথন কানিংহাম জানান, 9 নভেম্বর ওয়েস্টার্ন হিলস ভায়াডাক্টের কাছে টহলদারির সময় অফিসাররা একটি গাড়ির ভিতরে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দেখতে পান ৷
গাড়িটির অবস্থা দেখে মনে করা হয় যে বেশ সজোরে পাঁচিলে ধাক্কা মেরেছে ৷ পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা জেনেছেন, তাঁরা গুলি চালানোর শব্দ শুনতে পান সকাল 6টা 20 মিনিট নাগাদ ৷ সেখান থেকে এক গাড়ির ড্রাইভার এইভাবে বিধ্বস্ত গাড়ি দেখে পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে তড়িঘড়ি গুরুতর আহত আদিত্যকে উদ্ধার করে ইউসি মেডিক্যাল সেন্টারে নিয়ে যায় ৷ সেখানে দু'দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মারা যায় ওই ভারতীয় পড়ুয়া ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷
সিনসিনাটি মেডিক্যাল স্কুল বিশ্ববিদ্যালয়ের ডিন অ্যান্ড্রু ফিলাক বলেন, "আদিত্যর আকস্মিক, মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিহ্বল সকলেই ৷ যাঁরা তাঁকে চিনতেন, তাঁর বন্ধুরা এই খবরে গভীরভাবে শোকাহত ৷ খুব ভালো ছাত্র ছিল আদিত্য ৷ সকলের প্রিয় ছিল ৷ প্রচণ্ড বুদ্ধিমান ছিল ৷ নিউরোইমিউন নিয়ে তাঁর গবেষণা অবদান রাখতে পারে ৷"
প্রসঙ্গত, চিকিৎসা নিয়ে পড়াশোনা করতে উত্তর ভারত থেকে সিনসিনাটি আসেন আদলাখা। তিনি 2018 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজাস কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক হন তিনি। এরপর 2020 সালে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে ফিজিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আদিত্যর গাড়িটি কোনও কিছুর সঙ্গে বহুবার ধাক্কা খেয়েছে ও চালকের পাশের জানালায় অন্তত তিনটি বুলেটের ছিদ্র দৃশ্যমান ছিল।
আরও পড়ুন:
1. 350 টাকার জন্য কিশোরকে 50 বার ছুরির আঘাত, গলা কেটে নৃশংসভাবে খুন নাবালকের
2. 'সমলিঙ্গ বিবাহের রায়গুলি স্ববিরোধী', 28 নভেম্বর পর্যালোচনা করবে সুপ্রিম কোর্ট
3. ডিপফেক রুখতে কড়া কেন্দ্র; শিগগিরই আসছে নতুন নিয়ম, জানালেন অশ্বিনী বৈষ্ণব