ওয়াশিংটন, 11 মে: জুন মাসে মার্কিন সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই সফরকে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তারাঞ্জিত সিং সান্ধু ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর মার্কিন সফর সকলকে দেখিয়ে দেবে যে এই দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জনকেন্দ্রিক, জনগণের দ্বারা পরিচালিত এবং সমগ্র বিশ্বের জন্য ভালো । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে এ দেশে নরেন্দ্র মোদির আসন্ন সফর সবদিক থেকে ঐতিহাসিক । ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট একযোগে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করার কাজ করেছেন ৷" তিনি আরও জানান, এই সফরে মধ্য দিয়ে তাঁরা একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন ৷ দু'দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে । তার ফলে নতুন কিছু চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে।
-
The upcoming visit will affirm the deep and close partnership between the United States and India and the warm bonds of family and friendship that link Americans and Indians together. The visit will strengthen our two countries’ shared commitment to a free, open, prosperous, and… pic.twitter.com/O1P8Ij0o5a
— ANI (@ANI) May 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The upcoming visit will affirm the deep and close partnership between the United States and India and the warm bonds of family and friendship that link Americans and Indians together. The visit will strengthen our two countries’ shared commitment to a free, open, prosperous, and… pic.twitter.com/O1P8Ij0o5a
— ANI (@ANI) May 10, 2023The upcoming visit will affirm the deep and close partnership between the United States and India and the warm bonds of family and friendship that link Americans and Indians together. The visit will strengthen our two countries’ shared commitment to a free, open, prosperous, and… pic.twitter.com/O1P8Ij0o5a
— ANI (@ANI) May 10, 2023
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিনপিয়ের জানিয়েছেন, মোদির সফরে 22 জুন একটি রাষ্ট্রীয় নৈশভোজ হবে । তিনি বলেন, "এই সফর কৌশলগত এবং প্রযুক্তিগত দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নত করার জন্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সংকল্পকে আরও শক্তিশালী করবে ৷ এই দুই দেশের শীর্ষ নেতারা আমাদের শিক্ষাগত আদান-প্রদান এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও প্রসারিত করার উপায় নিয়ে আলোচনা করবেন ৷ সেইসঙ্গে জলবায়ু পরিবর্তন থেকে কর্মীদের উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষা পর্যন্ত সাধারণ চ্যালেঞ্জগুলির মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করার বিষয়টি উঠে আসবে আলোচনায় ৷"
হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে । মার্কিন কংগ্রেসের সদস্য রো খান্না সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "আমি আনন্দিত যে হোয়াইট হাউস প্রধানমন্ত্রীকে একটি রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ৷ এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় ও শক্তিশালী করতে সাহায্য করবে ।" ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট মুকেশ আঘি বলেছেন, "জুন মাসে মোদির সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী স্তরে গিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে ।"
আরও পড়ুন: জুনে মার্কিন সফরে প্রধানমন্ত্রী, হোয়াইট হাউজে মোদিকে স্বাগত জানাবেন ফার্স্ট লেডি