নয়াদিল্লি, 27 ডিসেম্বর: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার মস্কোতে রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করলেন । একই সঙ্গে, আন্তর্জাতিক কৌশলগত পরিস্থিতি, দ্বন্দ্ব এবং উত্তেজনা নিয়ে দু'জনের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। বৈঠকের সময় জয়শঙ্কর ল্যাভরভকে জানান, ভারত-রাশিয়া সম্পর্ক "খুব শক্তিশালী এবং খুব স্থিতিশীল"। জয়শঙ্করের কথায়, "আমি মনে করি আমরা একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখেছি। এ বছর আমাদের মোট 6 বার দেখা হয়েছে । এটি আমাদের সপ্তম বৈঠক। আমাদের প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি পুতিনও নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন ।" জয়শঙ্কর উল্লেখ করেছেন, ভারত জানুয়ারিতে 'ভাইব্রেন্ট গুজরাত' বৈঠকে রাশিয়ার অংশগ্রহণ আশা করে। বৈঠকে দুই মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিষয়ও একমত হয়েছেন বলে জানা গিয়েছে ।
-
Opening remarks at the meeting with FM Sergey Lavrov of Russia. https://t.co/o7vfav0kCd
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Opening remarks at the meeting with FM Sergey Lavrov of Russia. https://t.co/o7vfav0kCd
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 27, 2023Opening remarks at the meeting with FM Sergey Lavrov of Russia. https://t.co/o7vfav0kCd
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 27, 2023
এর আগে রাশিয়ার বিদেশমন্ত্রক এক্স-হ্যান্ডেলে পোস্ট করে জানায়, রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভ মস্কোয় রাশিয়ান বিদেশমন্ত্রকের রিসেপশন হাউসে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে অভ্যর্থনা জানিয়েছেন। এরপরই তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। তারও আগে মঙ্গলবার ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়ে মন্তব্য করেন জয়শঙ্কর। তিনি জানান, বিশ্ব রাজনীতির পরিবর্তীত পরিস্থিতিতে সমস্ত দেশের মধ্যে সম্পর্কের উত্থান-পতন ঘটেছে। তারই মধ্যে একমাত্র ধ্রুবক ভারত এবং রাশিয়ার সম্পর্ক। ওই দিন মস্কোয় এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করেন জয়শঙ্কর । সেদিন প্রতিরক্ষা থেকে শুরু করে মহাকাশ এবং পারমাণবিক শক্তির ব্যবহার নিয়েও মন্তব্য করেন মোদি মন্ত্রিসভার সদস্য।
বৈঠকের আগে, রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মস্কো এবং নয়াদিল্লি গত কয়েক দশক ধরে বিশ্ব ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখার জন্য একটি অপরিহার্য কারণ হিসেবে বহুমুখীতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। জয়শঙ্কর বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে রাশিয়ায় পাঁচ দিনের সফরে রয়েছেন। তিনি সোমবার মস্কোতে পৌঁছেছেন । রাশিয়ার বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। পাশাপাশি, সংযোগ থেকে শুরু করে বহুপাক্ষিকতা, বড় শক্তি প্রতিযোগিতা এবং আঞ্চলিক দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুন
বাংলাদেশে ভোটে জিতলে ভারতের সঙ্গে বন্ধুত্বে আরও জোর দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার
সন্ধ্যায় ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ ! তল্লাশিতে যদিও মিলল না কিছুই
মুম্বইয়ে ফিরলেও 'মানসিক সুস্থতা'র কারণেই ফ্রান্সের মাটিতে থাকতে ইচ্ছুক 2 নাবালক-সহ 25 ভারতীয়!