রাষ্ট্রসংঘ, 29 জুন: শিশুদের উপর সশস্ত্র সংঘাতের প্রভাব সংক্রান্ত তাঁর বার্ষিক রিপোর্ট থেকে ভারতকে সরিয়ে দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷ সেই রিপোর্টে শিশুদের আরও ভালোভাবে রক্ষা করার জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থার কথা উল্লেখ করেছেন তিনি ।
গুতেরেস গত বছর তাঁর রিপোর্টে বলেছিলেন, তিনি তাঁর বিশেষ প্রতিনিধির সঙ্গে ভারত সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সেই কারণেই তাঁর রিপোর্ট থেকে ভারতকে সরিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি ৷ শিশু ও সশস্ত্র সংঘাতের উপর তাঁর 2023 সালের রিপোর্টে রাষ্ট্রসংঘের প্রধান বলেন, "শিশুদের আরও ভালোভাবে সুরক্ষার জন্য সরকারের গৃহীত ব্যবস্থার পরিপ্রেক্ষিতে 2023 সালের রিপোর্ট থেকে ভারতকে সরিয়ে দেওয়া হয়েছে ।"
2022 সালের জুলাই মাসে শিশু সুরক্ষার জন্য সহযোগিতার ক্ষেত্রগুলি চিহ্নিত করতে তাঁর বিশেষ প্রতিনিধির অফিসের প্রযুক্তিগত মিশনের কথা উল্লেখ করেন গুতেরেস ৷ রাষ্ট্রসংঘের অংশগ্রহণে গত নভেম্বরে সরকার কর্তৃক জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত শিশু সুরক্ষা জোরদার করার কর্মশালার কথাও তুলে ধরেন তিনি । তাঁর সর্বশেষ রিপোর্টে, তিনি তাঁর বিশেষ প্রতিনিধি এবং রাষ্ট্রসংঘের সঙ্গে পরামর্শ করে চিহ্নিত পদক্ষেপগুলি বাস্তবায়নের জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছেন । গুতেরেস জানান, এর মধ্যে রয়েছে শিশু সুরক্ষার বিষয়ে সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ, শিশুদের উপর প্রাণঘাতী ও অ-প্রাণঘাতী শক্তির ব্যবহার নিষিদ্ধ করা, পেলেট বন্দুকের ব্যবহার বন্ধ করা, একমাত্র শেষ উপায় হিসেবে শিশুদের আটক করা এবং তাও স্বল্পতম সময়ের জন্য ৷
আরও পড়ুন: শান্তি ফিরুক, সুদান নিয়ে বৈঠকে জয়শঙ্কর-গুতেরেস
আটক অবস্থায় সব ধরনের খারাপ আচরণ রোধে গৃহীত ব্যবস্থা বাস্তবায়নের উপর এবং জুভেনাইল জাস্টিস (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইন ও যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের পূর্ণ বাস্তবায়নের উপর জোর দেন গুতেরেস । মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফিংয়ে শিশু ও সশস্ত্র সংঘর্ষ নিয়ে মহাসচিবের বিশেষ প্রতিনিধি ভার্জিনিয়া গাম্বা বলেন যে, গত দুই বছর ধরে, "আমরা ভারতের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি ৷" তিনি বলেন, "ভারত একটি প্রতিরোধমূলক ব্যস্ততা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ৷"
গত বছরের রিপোর্টে গুতেরেস বলেছিলেন যে, তিনি জম্মু ও কাশ্মীরে শিশুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমান সংখ্যার কারণে উদ্বিগ্ন এবং ভারত সরকারকে শিশু সুরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছিলেন তিনি । রাষ্ট্রসংঘের প্রধান ছত্তীশগড়, অসম, ঝাড়খণ্ড, ওড়িশা এবং জম্মু ও কাশ্মীরে শিশুদের সুরক্ষার জন্য আইনি ও প্রশাসনিক কাঠামো এবং শিশু সুরক্ষা পরিষেবাগুলিতে উন্নত অ্যাক্সেস এবং শিশু সুরক্ষার জন্য জম্মু ও কাশ্মীর কমিশন গঠনকে স্বাগত জানিয়েছেন ।