লন্ডন, 20 মার্চ: রবিবার লন্ডনে ভারতীয় হাই কমিশনের দফতরে চড়াও হন খালিস্তান সমর্থকরা (Khalistan Supporters)। পাথর ছু়ড়ে তারা জানালার কাঁচ ভেঙে দেয়, নামিয়ে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা। এই অপমান রুখে খালিস্তানপন্থীদের কড়া জবাব দিয়ে আজ হাই কমিশনে ফের ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়।
খালিস্তান সমর্থনকারীর এই পতাকা নামিয়ে দেওয়ার ঘটনার ভিডিয়োটি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা গিয়েছে, এক খালিস্তানি ভারতীয় হাইকমিশনের বারান্দায় উঠে ভারতীয় পতাকা নামানোর চেষ্টা করছেন। সেই সময় ভারতীয় হাই কমিশনের এক কর্মী এসে সেই তেরঙা তাঁর হাত থেকে ছিনিয়ে নেন। পরে সেই বিক্ষোভকারীর হাতে থাকা খালিস্তানি পতাকা ছুঁড়ে ফেলে দেন তিনি। আর এই ঘটনার পর বিশাল বড় এক তেরঙা টাঙানো হয়েছে হাইকমিশনের সামনে ৷
-
Am appalled by today’s attack on the Indian High Commission in London. This is a completely unacceptable action against the integrity of the Mission and its staff. The UK Government will always take the security of the Indian High Commission seriously.
— Lord (Tariq)Ahmad of Wimbledon (@tariqahmadbt) March 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Am appalled by today’s attack on the Indian High Commission in London. This is a completely unacceptable action against the integrity of the Mission and its staff. The UK Government will always take the security of the Indian High Commission seriously.
— Lord (Tariq)Ahmad of Wimbledon (@tariqahmadbt) March 19, 2023Am appalled by today’s attack on the Indian High Commission in London. This is a completely unacceptable action against the integrity of the Mission and its staff. The UK Government will always take the security of the Indian High Commission seriously.
— Lord (Tariq)Ahmad of Wimbledon (@tariqahmadbt) March 19, 2023
এই ঘটনার পরই অনেক নেটাগরিক সেদেশের ভারতীয় হাই কমিশনের কর্মীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। বিজেপির জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল ভারতীয় হাই কমিশেনের সামনে তেরঙা দেওয়া ছবিটি টুইটে শেয়ার পরে লিখেছেন, "ভারতের জাতীয় পতাকার গরিমা সর্বদা অক্ষুণ্ণ থাকবে ৷ যে দুষ্কৃতকারীরা লন্ডনের হাই কমিশনে ভারতীয় পতাকার অসম্মান করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে সেদেশের সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে । পঞ্জাব এবং পঞ্জাবিদের জাতির সেবা এবং সুরক্ষা করার গৌরবময় ইতিহায় রয়েছে। লন্ডনে বসে থাকা মুষ্টিমেয় বিচ্ছিন্নতাবাদী পঞ্জাবের প্রতিনিধিত্ব করে না।"
-
“Jhanda Ooncha Rahe Hamara”- UK Govt must act against those miscreants who attempted to disrespect Indian Flag at High Commission,London.Punjab & Punjabis have a glorious track record of serving/protecting the Nation.Handful of jumping jacks sitting in UK do not represent Punjab. pic.twitter.com/TJrNAZcdmf
— Jaiveer Shergill (@JaiveerShergill) March 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“Jhanda Ooncha Rahe Hamara”- UK Govt must act against those miscreants who attempted to disrespect Indian Flag at High Commission,London.Punjab & Punjabis have a glorious track record of serving/protecting the Nation.Handful of jumping jacks sitting in UK do not represent Punjab. pic.twitter.com/TJrNAZcdmf
— Jaiveer Shergill (@JaiveerShergill) March 20, 2023“Jhanda Ooncha Rahe Hamara”- UK Govt must act against those miscreants who attempted to disrespect Indian Flag at High Commission,London.Punjab & Punjabis have a glorious track record of serving/protecting the Nation.Handful of jumping jacks sitting in UK do not represent Punjab. pic.twitter.com/TJrNAZcdmf
— Jaiveer Shergill (@JaiveerShergill) March 20, 2023
আরও পড়ুন: লন্ডনের ভারতীয় হাইকমিশনে খালিস্তানি বিক্ষোভকারীদের হামলা, তীব্র প্রতিবাদ ভারতের
উল্লেখ্য, ভারতে নিযুক্তি ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস এই মুহূর্তে দিল্লিতে নেই। তাই ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয় এই ঘটনায়। ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের থেকে এই নিয়ে জবাবদিহি চাওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে, কীভাবে ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা প্রবেশ করল? ভারত সরকারের তরফে আরও প্রশ্ন করা হয়েছে, লন্ডনের পুলিশ প্রশাসন এবং নিরাপত্তারক্ষীরা সেই সময় কোথায় ছিলেন? ঘটনার পর ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, "ব্রিটেনে ভারতীয় কূটনৈতিক প্রাঙ্গণ এবং কর্মীদের নিরাপত্তার বিষয়ে ব্রিটিশ সরকারের উদাসীনতাকে ভারত সরকার মান্যতা দেয় না।"
যুক্তরাজ্যের বিদেশী কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ টুইট করে জানিয়েছেন, ভারতীয় হাই কমিশনে হামলায় তিনি 'শঙ্কিত'। তাঁর পোস্টে, "লন্ডনে ভারতীয় হাই কমিশনে আজকের হামলায় আমি আতঙ্কিত। আশা করি ব্রিটিশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তাকে গুরুত্ব সহকারে নেবে ৷"এই ঘটনা ভারতীয় কূটনীতিক এবং বিদেশে কর্মরত এদেশের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিদেশ মন্ত্রক জোর দিয়ে বলেছে যে এই ধরনের ঘটনাগুলিকে হালকাভাবে যেন নেওয়া না হয় ৷ যুক্তরাজ্যে ভারতীয় প্রবাসীরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।