ETV Bharat / international

Biden Calls Palestine President: 'মানুষের সাহায্য প্রয়োজন'! প্যালেস্তাইন-প্রেসিডেন্টকে ফোন বাইডেনের, কথা নেতানিয়াহুর সঙ্গেও

ইজরায়েল-হামাস যুদ্ধের আজ নবম দিন ৷ শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন ওয়েস্ট ব্যাঙ্কে প্য়ালেস্তাইন প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানুষের সাহায্য পৌঁছনোর ব্যবস্থা করার আর্জিও জানিয়েছেন তিনি ৷

ETV Bharat
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 10:29 AM IST

Updated : Oct 15, 2023, 2:28 PM IST

তেল আভিভ ও গাজা, 15 অক্টোবর: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল এবং গাজায় মানুষের জন্য ত্রাণসামগ্রী পৌঁছনোটা খুবই প্রয়োজন ৷ তাই শনিবার প্রথম প্যালেস্তাইন অথরিটির নেতা তথা প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ওয়েস্ট ব্যাঙ্ক অঞ্চলটি নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট আব্বাস ৷ পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা করে কথা বলেন বাইডেন ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হামাসের হামলায় ইজরায়েল ও গাজা মিলিয়ে কমপক্ষে 3 হাজার 200 জনের প্রাণ গিয়েছে ৷ অন্যদিকে, 2 হাজার 269 জন প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে ইজরায়েলি আক্রমণে ৷ জখমের সংখ্যা 8 হাজার ছাড়িয়েছে ৷

  • The U.S. is working with the governments of Israel, Egypt, Jordan — and with the UN — to surge support to ease the humanitarian consequences of Hamas’s attack, create conditions needed to resume the flow of assistance, and advocate for the upholding of the law of war.

    — President Biden (@POTUS) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুই রাষ্ট্রনেতার কাছে বাইডেনের আর্জি, যুদ্ধদীর্ণ এলাকাগুলিতে থাকা মানুষের সাহায্য দরকার ৷ তাই প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেন সেই ব্যবস্থা করেন ৷ প্রেসিডেন্ট বাইডেন এই যুদ্ধের প্রথম থেকে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ এদিনও তিনি আশ্বস্ত করেন, সাধারণ নাগরিকদের রক্ষার জন্য সব দিক দিয়ে সাহায্য করবে আমেরিকা ৷

আরও পড়ুন: ইজরায়েলের নির্দেশের পর উত্তর গাজা থেকে সরে যাচ্ছেন প্যালেস্টাইনের বাসিন্দারা

যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমস্যার সমাধানে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিকেন ইতিমধ্যে সৌদি আরবে গিয়েছেন ৷ এরপর তাঁর আরব আমীর শাহিতে যাওয়ার কথা রয়েছে ৷ আরেকদিকে হামাসের বিরুদ্ধে ইজরায়েলকে সাহায্য করতে অস্ত্র বোঝাই দ্বিতীয় যুদ্ধজাহাজ আইজেনহাওয়ার পৌঁছচ্ছে ভূমধ্যসাগরের পূর্ব তীরে ৷ শনিবার এই তথ্য দিয়েছেন স্বয়ং আমেরিকার প্রতিরক্ষা সচিব লায়ড অস্টিন ৷

7 অক্টোবর অতর্কিতে ইজরায়েলে হামলা চালায় হামাস ৷ এতে 1 হাজার 300 জনের মৃত্যু হয় ৷ এই হামলার জবাবে যুদ্ধ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ আজ সেই ইজরায়েল-হামাস যুদ্ধের নবম দিন ৷ ইজরায়েলের প্রধান সামরিক মুখপাত্র জানিয়েছেন, খুব শীঘ্রই গাজা শহরে প্রত্যাঘাত হানবে ইজরায়েলের সেনাবাহিনী ৷

শুক্রবারই উত্তর গাজার বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেয় ইজরায়েল ৷ হামাস জঙ্গিদের নিকেশ করতে গাজার উত্তর দিকে বড়সড় আক্রমণের পরিকল্পনা করে ইজরায়েল ৷ সেই হামলায় সাধারণ নাগরিকদের যেন কোনও ক্ষয়ক্ষতি না-হয়, সেই জন্যেই তাদের দক্ষিণদিকে চলে যাওয়ার এই নির্দেশ ৷ তবে এর কড়া সমালোচনা করেছে রাষ্ট্রসংঘ ৷

এই যুদ্ধে শুধুমাত্র গত 24 ঘণ্টাতেই 320 জনেরও বেশি প্যালেস্তাইন নাগরিককে হত্যা করেছে ইজরায়েল সেনা ৷ গাজার উত্তর থেকে দক্ষিণ দিকে যাওয়ার পথে সাধারণ নাগরিকের উপর এই আক্রমণ চালানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ বাদ যায়নি মহিলা থেকে শুরু করে শিশুরাও ৷ গাজায় আটকে থাকা বিদেশি নাগরিকরা গাজা-মিশর আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত রাফা দিয়ে মিশরে যেতে পারবেন ৷ তবে এই সীমান্ত দিয়ে গাজা থেকে কোনও প্যালেস্তাইন নাগরিক যেতে পারবেন পারবেন না ৷

গাজায় জল, বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিয়েছে ইজরায়েল ৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও পৌঁছচ্ছে না ৷ নেই ইন্টারনেট সংযোগ ৷ হাসপাতালগুলিতে সার দিয়ে মৃতদেহ রাখার ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ আহত মানুষের ভিড় উপচে পড়ছে ৷ প্রায় 35 হাজার মানুষ গাজা শহরের হাসপাতালে আশ্রয় নিয়েছেন ৷ বাইডেন প্রশাসন সূত্রে খবর, ইজরায়েল-হামাস যুদ্ধে আমেরিকার 29 জন নাগরিকের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: ইজরায়লের এয়ার স্ট্রাইকে খতম হামাসের বায়ুসেনা প্রধান মুরাদ আবু মুরাদ

তেল আভিভ ও গাজা, 15 অক্টোবর: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল এবং গাজায় মানুষের জন্য ত্রাণসামগ্রী পৌঁছনোটা খুবই প্রয়োজন ৷ তাই শনিবার প্রথম প্যালেস্তাইন অথরিটির নেতা তথা প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ওয়েস্ট ব্যাঙ্ক অঞ্চলটি নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট আব্বাস ৷ পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা করে কথা বলেন বাইডেন ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হামাসের হামলায় ইজরায়েল ও গাজা মিলিয়ে কমপক্ষে 3 হাজার 200 জনের প্রাণ গিয়েছে ৷ অন্যদিকে, 2 হাজার 269 জন প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে ইজরায়েলি আক্রমণে ৷ জখমের সংখ্যা 8 হাজার ছাড়িয়েছে ৷

  • The U.S. is working with the governments of Israel, Egypt, Jordan — and with the UN — to surge support to ease the humanitarian consequences of Hamas’s attack, create conditions needed to resume the flow of assistance, and advocate for the upholding of the law of war.

    — President Biden (@POTUS) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুই রাষ্ট্রনেতার কাছে বাইডেনের আর্জি, যুদ্ধদীর্ণ এলাকাগুলিতে থাকা মানুষের সাহায্য দরকার ৷ তাই প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেন সেই ব্যবস্থা করেন ৷ প্রেসিডেন্ট বাইডেন এই যুদ্ধের প্রথম থেকে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ এদিনও তিনি আশ্বস্ত করেন, সাধারণ নাগরিকদের রক্ষার জন্য সব দিক দিয়ে সাহায্য করবে আমেরিকা ৷

আরও পড়ুন: ইজরায়েলের নির্দেশের পর উত্তর গাজা থেকে সরে যাচ্ছেন প্যালেস্টাইনের বাসিন্দারা

যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমস্যার সমাধানে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিকেন ইতিমধ্যে সৌদি আরবে গিয়েছেন ৷ এরপর তাঁর আরব আমীর শাহিতে যাওয়ার কথা রয়েছে ৷ আরেকদিকে হামাসের বিরুদ্ধে ইজরায়েলকে সাহায্য করতে অস্ত্র বোঝাই দ্বিতীয় যুদ্ধজাহাজ আইজেনহাওয়ার পৌঁছচ্ছে ভূমধ্যসাগরের পূর্ব তীরে ৷ শনিবার এই তথ্য দিয়েছেন স্বয়ং আমেরিকার প্রতিরক্ষা সচিব লায়ড অস্টিন ৷

7 অক্টোবর অতর্কিতে ইজরায়েলে হামলা চালায় হামাস ৷ এতে 1 হাজার 300 জনের মৃত্যু হয় ৷ এই হামলার জবাবে যুদ্ধ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ আজ সেই ইজরায়েল-হামাস যুদ্ধের নবম দিন ৷ ইজরায়েলের প্রধান সামরিক মুখপাত্র জানিয়েছেন, খুব শীঘ্রই গাজা শহরে প্রত্যাঘাত হানবে ইজরায়েলের সেনাবাহিনী ৷

শুক্রবারই উত্তর গাজার বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেয় ইজরায়েল ৷ হামাস জঙ্গিদের নিকেশ করতে গাজার উত্তর দিকে বড়সড় আক্রমণের পরিকল্পনা করে ইজরায়েল ৷ সেই হামলায় সাধারণ নাগরিকদের যেন কোনও ক্ষয়ক্ষতি না-হয়, সেই জন্যেই তাদের দক্ষিণদিকে চলে যাওয়ার এই নির্দেশ ৷ তবে এর কড়া সমালোচনা করেছে রাষ্ট্রসংঘ ৷

এই যুদ্ধে শুধুমাত্র গত 24 ঘণ্টাতেই 320 জনেরও বেশি প্যালেস্তাইন নাগরিককে হত্যা করেছে ইজরায়েল সেনা ৷ গাজার উত্তর থেকে দক্ষিণ দিকে যাওয়ার পথে সাধারণ নাগরিকের উপর এই আক্রমণ চালানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ বাদ যায়নি মহিলা থেকে শুরু করে শিশুরাও ৷ গাজায় আটকে থাকা বিদেশি নাগরিকরা গাজা-মিশর আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত রাফা দিয়ে মিশরে যেতে পারবেন ৷ তবে এই সীমান্ত দিয়ে গাজা থেকে কোনও প্যালেস্তাইন নাগরিক যেতে পারবেন পারবেন না ৷

গাজায় জল, বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিয়েছে ইজরায়েল ৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও পৌঁছচ্ছে না ৷ নেই ইন্টারনেট সংযোগ ৷ হাসপাতালগুলিতে সার দিয়ে মৃতদেহ রাখার ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ আহত মানুষের ভিড় উপচে পড়ছে ৷ প্রায় 35 হাজার মানুষ গাজা শহরের হাসপাতালে আশ্রয় নিয়েছেন ৷ বাইডেন প্রশাসন সূত্রে খবর, ইজরায়েল-হামাস যুদ্ধে আমেরিকার 29 জন নাগরিকের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: ইজরায়লের এয়ার স্ট্রাইকে খতম হামাসের বায়ুসেনা প্রধান মুরাদ আবু মুরাদ

Last Updated : Oct 15, 2023, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.