ETV Bharat / international

Gujarat Bridge Collapse: গুজরাতের সেতু বিপর্যয়ে মর্মাহত বিশ্ব, শোকবার্তা পুতিন-দেউবার

author img

By

Published : Oct 31, 2022, 3:48 PM IST

গুজরাতের সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) ঘটনায় শোকবার্তা পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin Gujarat Bride Collapse)৷ শোকাহত বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা ৷

Gujarat Bridge Collapse: Putin, Deuba condole tragic incident of Morbi
গুজরাতের সেতু বিপর্যয় মর্মাহত বিশ্ব, শোকবার্তা পুতিন-দেউবার

নয়াদিল্লি, 31 অক্টোবর: গুজরাতের সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) ঘটনায় সমব্যথী বিশ্ব ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন ৷ দুর্গতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin Gujarat Bride Collapse)৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা (Sher Bahadur Deuba)৷ মর্মাহত ব্রিটেনও ৷

গুজরাতের মর্মান্তিক ঘটনার পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে শোকবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তিনি বলেছেন, "মাননীয় মিসেস প্রেসিডেন্ট, মিস্টার প্রধানমন্ত্রী, গুজরাতে ব্রিজ ভেঙে পড়ার মর্মান্তিক পরিণতির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন ৷ দয়া করে মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি ও পাশে থাকার কথা জানাবেন ৷ এই বিপর্যয়ে আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি ৷"

এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও ৷ তিনি টুইটে লিখেছেন, "গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত । মূল্যবান জীবনের ক্ষতির জন্য ভারত সরকার এবং জনগণের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই । আমাদের প্রার্থনা শোকাহত পরিবারগুলির সঙ্গে রয়েছে ৷"

ভারতে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসও গুজরাতের মোরবি ট্র্যাজেডিতে হতবাক । তিনি টুইটারে লিখেছেন,"গুজরাত থেকে ভয়ানক মর্মান্তিক খবর ৷"

আরও পড়ুন: মঙ্গলবার মোরবি সেতু দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মোদি

সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে 132 জনের ৷ আহত হয়েছেন 11 জন ৷ এঁদের মধ্যে 6 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বাকিরা চিকিৎসাধীন ৷ উদ্ধার করা হয়েছে 172 জনকে ৷ গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, এই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে ৷ যে বেসরকারি সংস্থাটি সেতুটি মেরামতির দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গুজরাত পুলিশ ৷

নয়াদিল্লি, 31 অক্টোবর: গুজরাতের সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) ঘটনায় সমব্যথী বিশ্ব ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন ৷ দুর্গতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin Gujarat Bride Collapse)৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা (Sher Bahadur Deuba)৷ মর্মাহত ব্রিটেনও ৷

গুজরাতের মর্মান্তিক ঘটনার পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে শোকবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তিনি বলেছেন, "মাননীয় মিসেস প্রেসিডেন্ট, মিস্টার প্রধানমন্ত্রী, গুজরাতে ব্রিজ ভেঙে পড়ার মর্মান্তিক পরিণতির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন ৷ দয়া করে মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি ও পাশে থাকার কথা জানাবেন ৷ এই বিপর্যয়ে আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি ৷"

এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও ৷ তিনি টুইটে লিখেছেন, "গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত । মূল্যবান জীবনের ক্ষতির জন্য ভারত সরকার এবং জনগণের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই । আমাদের প্রার্থনা শোকাহত পরিবারগুলির সঙ্গে রয়েছে ৷"

ভারতে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসও গুজরাতের মোরবি ট্র্যাজেডিতে হতবাক । তিনি টুইটারে লিখেছেন,"গুজরাত থেকে ভয়ানক মর্মান্তিক খবর ৷"

আরও পড়ুন: মঙ্গলবার মোরবি সেতু দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মোদি

সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে 132 জনের ৷ আহত হয়েছেন 11 জন ৷ এঁদের মধ্যে 6 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বাকিরা চিকিৎসাধীন ৷ উদ্ধার করা হয়েছে 172 জনকে ৷ গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, এই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে ৷ যে বেসরকারি সংস্থাটি সেতুটি মেরামতির দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গুজরাত পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.