হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: দেখতে দেখতে 25টা বছর পার করে ফেলল গুগল ৷ গ্রাহকদের ভালোবাসায় ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে গুগল। গত 25 বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে। জন্মদিনে তাই সেই গ্রাহকদের ধন্যবাদ জানিয়েই সেলিব্রেশনে মাতল এই সার্চ ইঞ্জিন সংস্থা। জন্মদিন সেলিব্রেশনে বদলেছে ডুডলও ৷ গত 25 বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে।
1998 সালে 27 সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন গুগল। এদিন সার্চ ইঞ্জিনটির হোম পেজে গেলেই দেখা যাচ্ছে ডুডলে গুগল লেখাটির মধ্যে জুড়ে গিয়েছে 25 সংখ্যাটি। সেটিতে ক্লিক করলেই আরেকটি পেজ খুলছে। যেখানেই গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে গুগল। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে 500 কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়।
-
25 years ago, Google Search launched from a garage in a California suburb. Today, we have offices and data centers on six continents, in over 200 cities. In honor of our 25th birthday tomorrow, take a world tour with us #Google25 ↓ https://t.co/lRCaDCJvg0
— Google (@Google) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">25 years ago, Google Search launched from a garage in a California suburb. Today, we have offices and data centers on six continents, in over 200 cities. In honor of our 25th birthday tomorrow, take a world tour with us #Google25 ↓ https://t.co/lRCaDCJvg0
— Google (@Google) September 26, 202325 years ago, Google Search launched from a garage in a California suburb. Today, we have offices and data centers on six continents, in over 200 cities. In honor of our 25th birthday tomorrow, take a world tour with us #Google25 ↓ https://t.co/lRCaDCJvg0
— Google (@Google) September 26, 2023
উল্লেখ্য, 4 সেপ্টেম্বর গুগলের প্রতিষ্ঠা দিবস হলেও গত এক যুগেরও বেশি সময় ধরে 27 সেপ্টেম্বর দিনটিই জন্মদিন হিসেবে পালন করে তারা। বর্তমানে সুন্দর পিচাই গুগলের সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। 2015 সালের 24 সেপ্টেম্বর থেকে এই পদে নিযুক্ত তিনি। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিইওও তিনি। কোম্পানি 'গুগল ডুডল'-এর মাধ্যমে প্রতিটি বড় অনুষ্ঠান এবং কৃতিত্ব উদযাপন করে। সংস্থাটি ভারতের মহান ব্যক্তিদের জন্মদিন, উৎসব ইত্যাদিতেও ডুডল তৈরি করে। এছাড়াও বিশেষ দিনগুলোতে এভাবেই গুগল শ্রদ্ধা জানায় ৷
এদিকে, টুইটার হ্যান্ডেলেও ইউজারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে গুগল ৷ লিখেছে, "আজ থেকে 25 বছর আগে ক্যালিফোর্নিয়ার এক গ্যারেজ থেকে সূচনা হয়েছিল। আর এখন মোট 6টা মহাদেশের 200টিরও বেশি শহরে আমাদের অফিস ও ডেটা সেন্টার রয়েছে।" কেমন দেখতে গুগলের হেড অফিস, কোন পরিবেশে কর্মীরা কাজ করেন, সেসব তথ্যও তুলে ধরা হয়েছে সংস্থার তরফে।
আরও পড়ুন: চন্দ্রযান-3 এর সাফল্যে ডুডল তৈরি করল গুগল