সানফ্রান্সিসকো, 15 নভেম্বর: সম্মতি ছাড়াই ব্যবহারকারীদের লোকেশন ট্র্যাক করেছে গুগল ৷ তার মাশুল হিসেবে 391.5 মিলিয়ন মার্কিন ডলার (39.15 কোটি মার্কিন ডলার) গুনতে হবে বহুজাতিক সংস্থাটিকে ৷ আমেরিকার 40টি স্টেটের বিভিন্ন ব্যবহারকারী কখন কোথায় যাচ্ছেন, সেই তথ্য জোগাড় করেছে গুগল ৷ এই কাজে গ্রাহকরা রাজি কি না, তা জানার প্রয়োজন বোধ করেনি ৷ এই অভিযোগে ঐতিহাসিক এবং বিপুল পরিমাণ অর্থ দিতে হবে গুগলকে ৷ গত মাসে এক অভিযোগে অ্যারিজোনায় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সঙ্গে সমঝোতায় আসতে 85 মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন সংস্থাটি (Google secretly tracking the location of users) ৷
ওরেগন ও নেব্রাস্কার অ্যাটর্নি জেনারেল-এলিন রোজ়েনব্লাম (Ellen Rosenblum) এবং ডগ পিটারসনের (Doug Pterson) নেতৃত্ব এই নতুন মীমাংসা করবে গুগল ৷ লোকেশন ট্র্যাকিং নিয়ে দু'ভাগে তদন্ত হয়েছে ৷ তাই ওরেগন পাবে 14 কোটি 8 লক্ষ 563 মার্কিন ডলার ৷ ওরেগনের এজি রোজ়েনব্লাম বলেন, "বছরের পর বছর ধরে গুগল ব্যবহারকারীদের গোপনীয়তার উপর লাভ করাকে অগ্রাধিকার দিয়ে এসেছে ৷" সোমবার একটি বিবৃতিতে তিনি জানান, "গ্রাহকেরা ভেবেছেন তাঁরা গুগলে 'লোকেশন ট্র্যাকিং' বন্ধ করে রেখেছেন ৷ কিন্তু কোম্পানিটি সবার আড়ালে তাঁরা কোথায় যাচ্ছেন তা রেকর্ড করেছ৷ সেই তথ্য বিজ্ঞাপনদাতাদের দিয়েছে ৷"
আরও পড়ুন: গুগল ম্যাপ দেখে রাস্তা খুঁজতে গিয়ে বন্যায় ভাসল গাড়ি, উদ্ধার করল দমকল
ওরেগন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের (Oregon Department of Justice) দেওয়া তথ্য অনুযায়ী, গুগলের ডিজিটাল বিজ্ঞাপনী ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ লোকেশন ডাটা ৷ এই কোটি কোটি টাকার বোঝাপড়ার পর গুগল 2023 সাল থেকে তাদের লোকেশন ট্র্যাকিংকে আরও উন্নত করবে বলে জানা গিয়েছে ৷