ETV Bharat / international

Giant Dome Collapsed: রক্ষণাবেক্ষণের সময় ভয়াবহ আগুন! ভাঙল ইন্দোনেশিয়ার মসজিদের বিশালকৃতি গম্বুজ - Centre Grand Mosque collapsed

ভয়াবহ আগুনে গম্বুজ ধ্বংস হয়ে গেলেও কেউ আহত হননি । আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে (Giant dome of Jakarta Islamic Centre Grand Mosque collapsed) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 20, 2022, 9:51 AM IST

জাকার্তা, 20 অক্টোবর: ভয়াবহ আগুনের জেরে ভেঙে পড়ল জাকার্তার গ্র্যান্ড মসজিদের (Giant dome) বিশালাকৃতি গম্বুজ । সামাজিক মাধ্যমে ইতিমধ্যে সেই গম্বুজ ভেঙে পড়ার ছবি ভাইরাল হয়েছে । তবে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী প্রশাসনের তরফে বলা হয়েছে এই ঘটনায় কারও মৃত্যু হয়নি । কেউ আহতও হননি (Giant dome of Jakarta Islamic Centre Grand Mosque collapsed) ।

মসজিদের কয়েকটি অংশে রক্ষণাবোক্ষণের কাজ হচ্ছিল । সেথান থেকেই আচমকা আগুন ছড়িয়ে পড়ে । দ্রুত সমগ্র গম্বুজটাই আগুনের গ্রাসে চলে যায়। স্থানীয় সময় দুপুর 3টে নাগাদ দমকল বিভাগকে খবর দেওয়া হয় । দশটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েও পরিস্থিতি সামাল দিতে পারেনি । পাশাপাশি ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় । আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে । কারও কোনওরকম গাফিলতির জেরে এই দুর্ঘটনা ঘটেছে কি না তাও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: ইউক্রেন ছেড়ে ভারতীয়রা দেশে ফিরুন, সতর্কবার্তা দূতাবাসের

ভয়াবহ আগুনে গম্বুজ ধ্বংস হয়ে গেলেও কেউ আহত হননি । এর আগে 2020 সালের অক্টোবরেও এই গম্বুজে আগুন লেগেছিল । তবে সেবার দমকল কর্মীদের পাঁচ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল । এবার আর শেষরক্ষা হল না ।

জাকার্তা, 20 অক্টোবর: ভয়াবহ আগুনের জেরে ভেঙে পড়ল জাকার্তার গ্র্যান্ড মসজিদের (Giant dome) বিশালাকৃতি গম্বুজ । সামাজিক মাধ্যমে ইতিমধ্যে সেই গম্বুজ ভেঙে পড়ার ছবি ভাইরাল হয়েছে । তবে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী প্রশাসনের তরফে বলা হয়েছে এই ঘটনায় কারও মৃত্যু হয়নি । কেউ আহতও হননি (Giant dome of Jakarta Islamic Centre Grand Mosque collapsed) ।

মসজিদের কয়েকটি অংশে রক্ষণাবোক্ষণের কাজ হচ্ছিল । সেথান থেকেই আচমকা আগুন ছড়িয়ে পড়ে । দ্রুত সমগ্র গম্বুজটাই আগুনের গ্রাসে চলে যায়। স্থানীয় সময় দুপুর 3টে নাগাদ দমকল বিভাগকে খবর দেওয়া হয় । দশটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েও পরিস্থিতি সামাল দিতে পারেনি । পাশাপাশি ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় । আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে । কারও কোনওরকম গাফিলতির জেরে এই দুর্ঘটনা ঘটেছে কি না তাও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: ইউক্রেন ছেড়ে ভারতীয়রা দেশে ফিরুন, সতর্কবার্তা দূতাবাসের

ভয়াবহ আগুনে গম্বুজ ধ্বংস হয়ে গেলেও কেউ আহত হননি । এর আগে 2020 সালের অক্টোবরেও এই গম্বুজে আগুন লেগেছিল । তবে সেবার দমকল কর্মীদের পাঁচ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল । এবার আর শেষরক্ষা হল না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.