ETV Bharat / international

Lufthansa Airlines: 800 বিমান বাতিল করল লুফথানসা, বিপাকে লক্ষাধিক যাত্রী

পাইলটদের ধর্মঘটে জার্মানিতে বাতিল লুফথানসার 800টি বিমান (Lufthansa Airlines to Cancel 800 Flights) ৷ শনি এবং রবিবারও পুরোপুরি স্বাভাবিক হবে না পরিষেবা ৷

germanys-lufthansa-airlines-to-cancel-800-flights-today
germanys-lufthansa-airlines-to-cancel-800-flights-today
author img

By

Published : Sep 2, 2022, 11:44 AM IST

ফ্র্যাঙ্কফ্রুট (জার্মানি), 2 সেপ্টেম্বর: জার্মান বিমান সংস্থা লুফথানসা তাদের 800টি উড়ান বাতিল করল (Lufthansa Airlines to Cancel 800 Flights) ৷ যার জেরে বিপাকে পড়েছেন প্রায় 1 লক্ষ 30 হাজার যাত্রী ৷ শুক্রবার এই উড়ানগুলি লুফথানসার প্রধান হাব মিউনিখ এবং ফ্র্যাঙ্কফ্রুট থেকে বাতিল করা হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, জার্মানির এই দুই প্রদেশে লুফথানসার পাইলটরা ধর্মঘটের ডাক দিয়েছেন ৷ বৃহস্পতিবার সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিমান সংস্থা 2 সেপ্টেম্বর তাদের 800টি উড়ান বাতিল করেছে ৷ এর ফলে 1 লক্ষ 30 হাজার যাত্রী সমস্যায় পড়বেন ৷ এই পরিস্থিতিতে গতকাল রাতে, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে টিকিটের টাকা ফেরত চেয়ে বিক্ষোভ দেখায় প্রায় 150 জন যাত্রী এবং তাঁদের পরিজনরা ৷

পাইলটদের তরফে জানানো হয়েছে, বেতন নিয়ে জার্মান এয়ারলাইনের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায়, লুফথানসার যাত্রীবাহী বিমান এবং কার্গো বিমান পরিষেবায় প্রভাব পড়বে ৷ 24 ঘণ্টার এই ধর্মঘট শুক্রবার রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে ৷ চলবে পরেরদিন রাত 11টা 59 মিনিট পর্যন্ত ৷ তবে, শনিবার ও রবিবারও বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে না বলে পাইলটদের তরফে জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, পাইলটরা ওই দু’দিন নিজেদের ইচ্ছে মতো তাঁদের নির্ধারিত উড়ান বাতিল বা দেরি করাতে পারেন ৷ ফলে পরিস্থিতি আরও জটিল হতে চলেছে বলে লুফথানসার তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷

পাইলটদের সংগঠন তরফে বলা হয়েছে, ‘‘পাইলটদের তরফে প্রাথমিক বেতনের উপর 900 ইউরো অর্থাৎ, 902 মার্কিন ডলার বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ যেখানে সংগঠনের তরফে বছরের শেষের দিকে 5.5 শতাংশ বেতন বৃদ্ধি, মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিপূরণ এবং বেতনে ভারসাম্যের দাবি করা হয়ছে ৷’’ সব মিলিয়ে মোট বেতনের উপর 40 শতাংশ বৃদ্ধির দাবি করা হয়েছে লুফথানসার পাইলট সংগঠনের তরফে ৷

আরও পড়ুন: বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট

পাইলটদের এই দাবি জার্মান বিমান সংস্থার তরফে মানা হয়নি ৷ আলোচনার টেবিলে বসেও ছিল দু’পক্ষ ৷ কিন্তু, তা ভেস্তে যায় ৷ এর পরেই 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় পাইলট সংগঠন ৷ আর শনিবার ও রবিবার পাইলটরা নিজেদের ইচ্ছে মতো পরিষেবা দেবেন বলে জানা গিয়েছে ৷ বিমান বাতিলের পর এ দিন মাঝরাতে দিল্লির বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ শুরু হয় ৷ মিউনিখ এবং ফ্র্যাঙ্কফ্রুট যাওয়ার দু’টি বিমান বাতিল হয়েছে ৷ ফলে সেই বিমানের যাত্রীরা তাঁদের টিকিটের টাকা ফেরত বা বিকল্প বিমানের দাবিতে বিক্ষোভ দেখায় ৷

ফ্র্যাঙ্কফ্রুট (জার্মানি), 2 সেপ্টেম্বর: জার্মান বিমান সংস্থা লুফথানসা তাদের 800টি উড়ান বাতিল করল (Lufthansa Airlines to Cancel 800 Flights) ৷ যার জেরে বিপাকে পড়েছেন প্রায় 1 লক্ষ 30 হাজার যাত্রী ৷ শুক্রবার এই উড়ানগুলি লুফথানসার প্রধান হাব মিউনিখ এবং ফ্র্যাঙ্কফ্রুট থেকে বাতিল করা হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, জার্মানির এই দুই প্রদেশে লুফথানসার পাইলটরা ধর্মঘটের ডাক দিয়েছেন ৷ বৃহস্পতিবার সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিমান সংস্থা 2 সেপ্টেম্বর তাদের 800টি উড়ান বাতিল করেছে ৷ এর ফলে 1 লক্ষ 30 হাজার যাত্রী সমস্যায় পড়বেন ৷ এই পরিস্থিতিতে গতকাল রাতে, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে টিকিটের টাকা ফেরত চেয়ে বিক্ষোভ দেখায় প্রায় 150 জন যাত্রী এবং তাঁদের পরিজনরা ৷

পাইলটদের তরফে জানানো হয়েছে, বেতন নিয়ে জার্মান এয়ারলাইনের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায়, লুফথানসার যাত্রীবাহী বিমান এবং কার্গো বিমান পরিষেবায় প্রভাব পড়বে ৷ 24 ঘণ্টার এই ধর্মঘট শুক্রবার রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে ৷ চলবে পরেরদিন রাত 11টা 59 মিনিট পর্যন্ত ৷ তবে, শনিবার ও রবিবারও বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে না বলে পাইলটদের তরফে জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, পাইলটরা ওই দু’দিন নিজেদের ইচ্ছে মতো তাঁদের নির্ধারিত উড়ান বাতিল বা দেরি করাতে পারেন ৷ ফলে পরিস্থিতি আরও জটিল হতে চলেছে বলে লুফথানসার তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷

পাইলটদের সংগঠন তরফে বলা হয়েছে, ‘‘পাইলটদের তরফে প্রাথমিক বেতনের উপর 900 ইউরো অর্থাৎ, 902 মার্কিন ডলার বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ যেখানে সংগঠনের তরফে বছরের শেষের দিকে 5.5 শতাংশ বেতন বৃদ্ধি, মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিপূরণ এবং বেতনে ভারসাম্যের দাবি করা হয়ছে ৷’’ সব মিলিয়ে মোট বেতনের উপর 40 শতাংশ বৃদ্ধির দাবি করা হয়েছে লুফথানসার পাইলট সংগঠনের তরফে ৷

আরও পড়ুন: বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট

পাইলটদের এই দাবি জার্মান বিমান সংস্থার তরফে মানা হয়নি ৷ আলোচনার টেবিলে বসেও ছিল দু’পক্ষ ৷ কিন্তু, তা ভেস্তে যায় ৷ এর পরেই 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় পাইলট সংগঠন ৷ আর শনিবার ও রবিবার পাইলটরা নিজেদের ইচ্ছে মতো পরিষেবা দেবেন বলে জানা গিয়েছে ৷ বিমান বাতিলের পর এ দিন মাঝরাতে দিল্লির বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ শুরু হয় ৷ মিউনিখ এবং ফ্র্যাঙ্কফ্রুট যাওয়ার দু’টি বিমান বাতিল হয়েছে ৷ ফলে সেই বিমানের যাত্রীরা তাঁদের টিকিটের টাকা ফেরত বা বিকল্প বিমানের দাবিতে বিক্ষোভ দেখায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.