ETV Bharat / international

UK PM Rishi Sunak: রবি ভোরে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ঋষি সুনাক-অক্ষতা মূর্তি - UK PM Rishi Sunak akshardham temple News

জি 20 শীর্ষ সম্মেলনে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ এর মধ্যেই রবিবার ভোরে স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দিরে পৌঁছলেন তিনি ৷ সেখানে পুজোও দিলেন তাঁরা ৷

ETV Bharat
অক্ষরধাম মন্দিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 10:51 AM IST

Updated : Sep 10, 2023, 12:42 PM IST

জি-20 শীর্ষ সম্মেলনের ফাঁকে দিল্লির অক্ষরধামে পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি ৷ পুজো সেরেই ঋষি সুনাক সোজা রাজঘাটে চলে যান ৷ আজ জি-20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে মহাত্মা গান্ধির সমাধিস্থলে যান বিশ্বের রাষ্ট্রনায়করা ৷ রবিবার অক্ষরধাম মন্দিরের চারদিকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল ৷ মন্দিরে যাওয়ার রাস্তাজুড়ে কড়া পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো ৷ এমনই আবহে এদিন ভোরে বিশাল কনভয় নিয়ে অক্ষরধাম মন্দিরের পথে রওনা দেন সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷

শনিবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঋষি সুনাক বলেছিলেন, "দিল্লির অক্ষরধাম মন্দিরে যাব ৷" শুক্রবার, 7 সেপ্টেম্বর অক্ষতাকে নিয়ে তিনি ভারতে আসেন ৷ এদিনই তিনি বলেছিলেন, "আমি একজন গর্বিত হিন্দু ৷ আমি এভাবেই বড় হয়েছি ৷ আর আমি এটাই ৷ আশা করি, আমি মন্দিরে যেতে পারব ৷" শনিবার জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ঋষি ৷ এরপর রবিবার সকালেই দিল্লির অক্ষরধাম মন্দিরে গেলেন তিনি ৷

  • G 20 in India | United Kingdom Prime Minister Rishi Sunak and his wife Akshata Murthy at Delhi's Akshardham temple.

    (Source: Akshardham temple) pic.twitter.com/grda3GwCMt

    — ANI (@ANI) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পিটিআই সূত্রে খবর, মন্দিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডিকে স্বাগত জানান সন্ন্যাসীরা ৷ অক্ষরধাম মন্দিরের শীর্ষ নেতৃত্বও সেখানে হাজির ছিলেন ৷ মন্দিরের মহন্ত স্বামী মহারাজ তরফে থেকে শুভেচ্ছা বার্তা জানানো হয় দম্পতিকে ৷

  • #WATCH | G-20 in India: On his connect with Hinduism, UK PM Rishi Sunak to ANI says, "I'm a proud Hindu, and that's how I was raised. That's how I am. Hopefully, I can visit a Mandir while I'm here for the next couple of days. We just had Raksha Bandhan, so from my sister and my… pic.twitter.com/U5RLdZX3vz

    — ANI (@ANI) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একশো একর জমির উপরে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এবং তার সঙ্গে থাকা সাংস্কৃতিক কমপ্লেক্স ঘুরে দেখেন ঋষি ও অক্ষতা ৷ মন্দিরের মধ্যে দু'জনেই পুজো দেন ৷ শ্রী নীলকণ্ঠ বর্ণি মহারাজের মূর্তিতে জল ঢেলে অভিষেক করে ঋষি সুনক ৷ সংবাদসংস্থা পিটিআই ঋষি সুনককে উদ্ধৃত করে জানিয়েছে, "আমরা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দর্শন করেছি ৷ পুজো দিয়েছি ৷ আমি, আমার স্ত্রী- দু'জনেই আনন্দিত ৷ এই মন্দিরের সৌন্দর্যে আমরা মুগ্ধ ৷"

  • G 20 in India | United Kingdom Prime Minister Rishi Sunak and his wife Akshata Murthy at Delhi's Akshardham temple.

    (Source: Akshardham temple) pic.twitter.com/yvIc8CXdhI

    — ANI (@ANI) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে বাইডেনের 'সেলফি', সৌজন্যের নেপথ্যে কোন রাজনীতি ?

তিনি আরও বলেন, "ইদানীং ব্রিটেনেও এই এক মূল্যবোধ, সংস্কৃতি দেখতে পাওয়া যায় ৷ ব্রিটিশ-ভারত কমিউনিটি আমাদের দেশকে সমৃদ্ধ করেছে ৷ সম্মানীয় মহন্ত স্বামী মহারাজের আশীর্বাদ পেয়ে আমি সম্মানিত বোধ করছি ৷"

জি-20 শীর্ষ সম্মেলনের ফাঁকে দিল্লির অক্ষরধামে পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি ৷ পুজো সেরেই ঋষি সুনাক সোজা রাজঘাটে চলে যান ৷ আজ জি-20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে মহাত্মা গান্ধির সমাধিস্থলে যান বিশ্বের রাষ্ট্রনায়করা ৷ রবিবার অক্ষরধাম মন্দিরের চারদিকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল ৷ মন্দিরে যাওয়ার রাস্তাজুড়ে কড়া পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো ৷ এমনই আবহে এদিন ভোরে বিশাল কনভয় নিয়ে অক্ষরধাম মন্দিরের পথে রওনা দেন সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷

শনিবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঋষি সুনাক বলেছিলেন, "দিল্লির অক্ষরধাম মন্দিরে যাব ৷" শুক্রবার, 7 সেপ্টেম্বর অক্ষতাকে নিয়ে তিনি ভারতে আসেন ৷ এদিনই তিনি বলেছিলেন, "আমি একজন গর্বিত হিন্দু ৷ আমি এভাবেই বড় হয়েছি ৷ আর আমি এটাই ৷ আশা করি, আমি মন্দিরে যেতে পারব ৷" শনিবার জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ঋষি ৷ এরপর রবিবার সকালেই দিল্লির অক্ষরধাম মন্দিরে গেলেন তিনি ৷

  • G 20 in India | United Kingdom Prime Minister Rishi Sunak and his wife Akshata Murthy at Delhi's Akshardham temple.

    (Source: Akshardham temple) pic.twitter.com/grda3GwCMt

    — ANI (@ANI) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পিটিআই সূত্রে খবর, মন্দিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডিকে স্বাগত জানান সন্ন্যাসীরা ৷ অক্ষরধাম মন্দিরের শীর্ষ নেতৃত্বও সেখানে হাজির ছিলেন ৷ মন্দিরের মহন্ত স্বামী মহারাজ তরফে থেকে শুভেচ্ছা বার্তা জানানো হয় দম্পতিকে ৷

  • #WATCH | G-20 in India: On his connect with Hinduism, UK PM Rishi Sunak to ANI says, "I'm a proud Hindu, and that's how I was raised. That's how I am. Hopefully, I can visit a Mandir while I'm here for the next couple of days. We just had Raksha Bandhan, so from my sister and my… pic.twitter.com/U5RLdZX3vz

    — ANI (@ANI) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একশো একর জমির উপরে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এবং তার সঙ্গে থাকা সাংস্কৃতিক কমপ্লেক্স ঘুরে দেখেন ঋষি ও অক্ষতা ৷ মন্দিরের মধ্যে দু'জনেই পুজো দেন ৷ শ্রী নীলকণ্ঠ বর্ণি মহারাজের মূর্তিতে জল ঢেলে অভিষেক করে ঋষি সুনক ৷ সংবাদসংস্থা পিটিআই ঋষি সুনককে উদ্ধৃত করে জানিয়েছে, "আমরা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দর্শন করেছি ৷ পুজো দিয়েছি ৷ আমি, আমার স্ত্রী- দু'জনেই আনন্দিত ৷ এই মন্দিরের সৌন্দর্যে আমরা মুগ্ধ ৷"

  • G 20 in India | United Kingdom Prime Minister Rishi Sunak and his wife Akshata Murthy at Delhi's Akshardham temple.

    (Source: Akshardham temple) pic.twitter.com/yvIc8CXdhI

    — ANI (@ANI) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে বাইডেনের 'সেলফি', সৌজন্যের নেপথ্যে কোন রাজনীতি ?

তিনি আরও বলেন, "ইদানীং ব্রিটেনেও এই এক মূল্যবোধ, সংস্কৃতি দেখতে পাওয়া যায় ৷ ব্রিটিশ-ভারত কমিউনিটি আমাদের দেশকে সমৃদ্ধ করেছে ৷ সম্মানীয় মহন্ত স্বামী মহারাজের আশীর্বাদ পেয়ে আমি সম্মানিত বোধ করছি ৷"

Last Updated : Sep 10, 2023, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.