ETV Bharat / international

General Pervez Musharraf Demise: প্রয়াত প্রাক্তন পাক-প্রেসিডেন্ট পারভেজ মুশারফ - Pervez Musharraf

মৃত্যু হয়েছে প্রাক্তন পাক-প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফের (General Pervez Musharraf) ৷ প্রোটিনজনিত একটি বিরল রোগে ভুগছিলেন তিনি ৷ দুবাইয়ের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ রবিবার সকালে তিনি চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন ৷

Pervez Musharraf
পারভেজ মুশারফ
author img

By

Published : Feb 5, 2023, 11:48 AM IST

Updated : Feb 5, 2023, 12:46 PM IST

নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি: আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন পাক-প্রেসিডেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) পারভেজ মুশারফ ৷ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন ৷ দুবাইয়ের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ সেখানেই মৃত্যু হয় পারভেজ মুশারফের ৷ পাকিস্তানের একটি সংবাদমাধ্যম সূত্রে তাঁর মৃত্যুর খবরটি জানা গিয়েছে (Former President of Pakistan, General Pervez Musharraf (Retd) passes away) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ গত বছর হঠাৎ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল ৷ অল পাকিস্তান মুসলিম লিগ বা এপিএমএল (All Pakistan Muslim League, APML) সেই খবর ভুয়ো বলে খারিজ করে ৷ এপিএমএল দলের প্রতিষ্ঠাতা পারভেজ মুশারফ ৷

স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রাষ্ট্রনায়ক মুশারফ অ্যামিলয়ডোসিস (amyloidosis) নামক একটি বিরল রোগে ভুগছিলেন ৷ এতে শরীর জুড়ে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, কোষে কোষে অস্বাভাবিক প্রোটিন 'অ্যামিলয়েড' (amyloid) তৈরি হয় ৷ দুবাইয়ের আমেরিকান হসপিটালে তাঁর চিকিৎসা চলছিল ৷ 1943 সালের 11 অগস্ট পারভেজ মুশারফ তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন ৷ পরে দেশভাগ ও স্বাধীনতার পর নয়াদিল্লি থেকে তাঁর পরিবার পাকিস্তানের করাচিতে চলে যায় ৷

আরও পড়ুন: কোন পথে মুশারফের ফাঁসির রায়

1964 সালে তিনি পাকিস্তানের সামরিক বাহিনীতে যোগ দেন ৷ কুয়েতার আর্মি স্টাফ অ্যান্ড কম্যান্ড কলেজ (Army Staff and Command College, Quetta) থেকে স্নাতক স্তরের ডিগ্রি পান তিনি ৷ তিনি 1965 ও 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলেন ৷ 1998 সালে পাকিস্তান সেনাবাহিনীর 'জেনারেল' পদ পান ৷ চিফ অফ আর্মি স্টাফ (Chief of Army Staff, COAS) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৷ 1999 সালের 12 অক্টোবর মার্শিয়াল ল জারি করেন ৷ সামরিক অভ্যুত্থানে (coup d'etat) পাকিস্তানের চিফ এগজিকিউটিভ হন পারভেজ মুশারফ ৷ এরপর তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফে উৎখাত করে দেশের ক্ষমতা নিজের হাতে নেন । 2007 সাল পর্যন্ত তিনি জেনারেল পদে ছিলেন ৷ 2001-2008 সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মুশারফ ৷ এর মধ্যে 2013 সালে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওঠে ৷ সামরিক রাষ্ট্রনেতার বিরুদ্ধে অভিযোগ, 2007 সালে পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করে তিনি দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ৷ 6 বছর ধরে মামলা চলার পর 2019 সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত তাঁকে ফাঁসির সাজা দেয় ৷ পরের বছর অবশ্য তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ খারিজ করে পাকিস্তানের আদালত ৷

আরও পড়ুন: বাতিল হল মুশারফের মৃত্যুদণ্ড

নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি: আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন পাক-প্রেসিডেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) পারভেজ মুশারফ ৷ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন ৷ দুবাইয়ের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ সেখানেই মৃত্যু হয় পারভেজ মুশারফের ৷ পাকিস্তানের একটি সংবাদমাধ্যম সূত্রে তাঁর মৃত্যুর খবরটি জানা গিয়েছে (Former President of Pakistan, General Pervez Musharraf (Retd) passes away) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ গত বছর হঠাৎ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল ৷ অল পাকিস্তান মুসলিম লিগ বা এপিএমএল (All Pakistan Muslim League, APML) সেই খবর ভুয়ো বলে খারিজ করে ৷ এপিএমএল দলের প্রতিষ্ঠাতা পারভেজ মুশারফ ৷

স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রাষ্ট্রনায়ক মুশারফ অ্যামিলয়ডোসিস (amyloidosis) নামক একটি বিরল রোগে ভুগছিলেন ৷ এতে শরীর জুড়ে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, কোষে কোষে অস্বাভাবিক প্রোটিন 'অ্যামিলয়েড' (amyloid) তৈরি হয় ৷ দুবাইয়ের আমেরিকান হসপিটালে তাঁর চিকিৎসা চলছিল ৷ 1943 সালের 11 অগস্ট পারভেজ মুশারফ তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন ৷ পরে দেশভাগ ও স্বাধীনতার পর নয়াদিল্লি থেকে তাঁর পরিবার পাকিস্তানের করাচিতে চলে যায় ৷

আরও পড়ুন: কোন পথে মুশারফের ফাঁসির রায়

1964 সালে তিনি পাকিস্তানের সামরিক বাহিনীতে যোগ দেন ৷ কুয়েতার আর্মি স্টাফ অ্যান্ড কম্যান্ড কলেজ (Army Staff and Command College, Quetta) থেকে স্নাতক স্তরের ডিগ্রি পান তিনি ৷ তিনি 1965 ও 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলেন ৷ 1998 সালে পাকিস্তান সেনাবাহিনীর 'জেনারেল' পদ পান ৷ চিফ অফ আর্মি স্টাফ (Chief of Army Staff, COAS) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৷ 1999 সালের 12 অক্টোবর মার্শিয়াল ল জারি করেন ৷ সামরিক অভ্যুত্থানে (coup d'etat) পাকিস্তানের চিফ এগজিকিউটিভ হন পারভেজ মুশারফ ৷ এরপর তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফে উৎখাত করে দেশের ক্ষমতা নিজের হাতে নেন । 2007 সাল পর্যন্ত তিনি জেনারেল পদে ছিলেন ৷ 2001-2008 সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মুশারফ ৷ এর মধ্যে 2013 সালে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওঠে ৷ সামরিক রাষ্ট্রনেতার বিরুদ্ধে অভিযোগ, 2007 সালে পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করে তিনি দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ৷ 6 বছর ধরে মামলা চলার পর 2019 সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত তাঁকে ফাঁসির সাজা দেয় ৷ পরের বছর অবশ্য তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ খারিজ করে পাকিস্তানের আদালত ৷

আরও পড়ুন: বাতিল হল মুশারফের মৃত্যুদণ্ড

Last Updated : Feb 5, 2023, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.