ETV Bharat / international

Jasmeet Kaur Bains: প্রথম ভারতীয় বংশোদ্ভুত শিখ মহিলা ক্যালিফোর্নিয়া অ্যাসম্বলির সদস্য হলেন

ক্যালিফোর্নিয়া অ্যাসম্বলি নির্বাচনে জয়ী হলেন ভারতীয় বংশোদ্ভুত শিখ মহিলা জসমিত কৌর বেইন্স (Indian Origin Sikh Woman Jasmeet Kaur Bains) ৷ তিনি প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভুত শিখ মহিলা, যিনি এই নির্বাচনে জিতলেন (Jasmeet Kaur Bains Elected to California Assembly)৷

First Indian-Origin Sikh Woman Jasmeet Kaur Bains Elected to California Assembly
First Indian-Origin Sikh Woman Jasmeet Kaur Bains Elected to California Assembly
author img

By

Published : Nov 11, 2022, 9:55 AM IST

ক্যালিফোর্নিয়া, 11 নভেম্বর: তাঁর নাম জসমিত কৌর বেইন্স (Indian Origin Sikh Woman Jasmeet Kaur Bains) । তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভুত শিখ মহিলা হিসেবে ক্যালিফোর্নিয়া অ্যাসম্বলিতে নির্বাচিত হয়েছেন ৷ পেশায় চিকিৎসকও ৷ বেকার্সফিল্ড রিকভারি সার্ভিসেসে মেডিক্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত ৷ পাশাপাশি, পারিবারিক চিকিৎসক হিসেবেও কাজ করেন ৷ 35তম অ্যাসেম্বলি নির্বাচনে কের্ন কাউন্টি থেকে নির্বাচনে তাঁর প্রতিপক্ষ ছিলেন লেতিসিয়া পেরেজ ৷ কের্ন কাউন্টির এই নির্বাচনে লড়াই হয় দুই ডেমোক্র্যাট প্রার্থীর (Jasmeet Kaur Bains Elected to California Assembly) ৷

কের্ন কাউন্টি নির্বাচনী ওয়েবসাইটের ফলাফল অনুযায়ী, জসমিত কৌর বেইন্স 10 হাজার 827 ভোট পেয়েছিলেন ৷ বেইন্স মোট 58.9 শতাংশ ভোট পেয়েছেন ৷ আর প্রতিপক্ষ পেরেজ 7 হাজার 555 ভোট পেয়ে বেইন্সের থেকে পিছিয়ে ছিলেন ৷ শতাংশের হিসেবে পেরেজের প্রাপ্ত ভোট 41.1 ৷ পেশায় চিকিৎসক জসমিত কৌর বেইন্স বেকার্সফিল্ড রিকভারি সার্ভিসেসে সমাজসেবা হিসেবে নেশায় আসক্তদের চিকিৎসা করেন ৷ তাঁর নির্বাচনী প্রচারে বেইন্স স্বাস্থ্য সচেতনতা, গৃহহীনদের সাহায্য, পানীয় জল সংক্রান্ত পরিকাঠামোর উন্নতি এবং বায়ুদূষণ রোধের উপর জোর দিয়েছিলেন ৷

নির্বাচনে জিতে জসমিত বলেন, ‘‘এটা খুবই উত্তেজনাময় রাত ৷ কের্ন কাউন্টির তরফে এই সমর্থন পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি ৷ আমি এত দ্রুত এই সমর্থন পেয়ে আমি উৎসাহিত ৷’’ তবে, একজন চিকিৎসক হয়ে নির্বাচনে লড়াই করার এই সিদ্ধান্ত কি সহজ ছিল তাঁর কাছে ? এর বিশ্লেষণে তিনি বলেন, ‘‘একজন চিকিৎসক হতে চাওয়া আমার স্বপ্ন ছিল ৷ পাশাপাশি কের্ন কাউন্টিতে একজন সঠিক জনপ্রতিনিধি আসুক সেটাও আমি চেয়েছিলাম ৷’’

আরও পড়ুন: প্রথম ইন্দো-আমেরিকান লেফটেন্যান্ট গভর্নর অরুণা মিলার

প্রসঙ্গত, জসমিত অভিবাসী ভারতীয় দম্পতির সন্তান ৷ তাঁর বাবা ক্যালিফোর্নিয়ায় একজন গাড়ির ম্যাকানিক হিসেবে কাজ শুরু করেছিলেন ৷ সেখান থেকে বড় ব্যবসা দাঁড় করিয়েছেন ৷ বর্তমানে তিনি গাড়ির ডিলারশিপের সফল ব্যবসায়ী ৷ মেডিক্যাল নিয়ে পড়াশোনা করার আগে জসমিত তাঁর বাবার সঙ্গে কাজও করতেন ৷

ক্যালিফোর্নিয়া, 11 নভেম্বর: তাঁর নাম জসমিত কৌর বেইন্স (Indian Origin Sikh Woman Jasmeet Kaur Bains) । তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভুত শিখ মহিলা হিসেবে ক্যালিফোর্নিয়া অ্যাসম্বলিতে নির্বাচিত হয়েছেন ৷ পেশায় চিকিৎসকও ৷ বেকার্সফিল্ড রিকভারি সার্ভিসেসে মেডিক্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত ৷ পাশাপাশি, পারিবারিক চিকিৎসক হিসেবেও কাজ করেন ৷ 35তম অ্যাসেম্বলি নির্বাচনে কের্ন কাউন্টি থেকে নির্বাচনে তাঁর প্রতিপক্ষ ছিলেন লেতিসিয়া পেরেজ ৷ কের্ন কাউন্টির এই নির্বাচনে লড়াই হয় দুই ডেমোক্র্যাট প্রার্থীর (Jasmeet Kaur Bains Elected to California Assembly) ৷

কের্ন কাউন্টি নির্বাচনী ওয়েবসাইটের ফলাফল অনুযায়ী, জসমিত কৌর বেইন্স 10 হাজার 827 ভোট পেয়েছিলেন ৷ বেইন্স মোট 58.9 শতাংশ ভোট পেয়েছেন ৷ আর প্রতিপক্ষ পেরেজ 7 হাজার 555 ভোট পেয়ে বেইন্সের থেকে পিছিয়ে ছিলেন ৷ শতাংশের হিসেবে পেরেজের প্রাপ্ত ভোট 41.1 ৷ পেশায় চিকিৎসক জসমিত কৌর বেইন্স বেকার্সফিল্ড রিকভারি সার্ভিসেসে সমাজসেবা হিসেবে নেশায় আসক্তদের চিকিৎসা করেন ৷ তাঁর নির্বাচনী প্রচারে বেইন্স স্বাস্থ্য সচেতনতা, গৃহহীনদের সাহায্য, পানীয় জল সংক্রান্ত পরিকাঠামোর উন্নতি এবং বায়ুদূষণ রোধের উপর জোর দিয়েছিলেন ৷

নির্বাচনে জিতে জসমিত বলেন, ‘‘এটা খুবই উত্তেজনাময় রাত ৷ কের্ন কাউন্টির তরফে এই সমর্থন পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি ৷ আমি এত দ্রুত এই সমর্থন পেয়ে আমি উৎসাহিত ৷’’ তবে, একজন চিকিৎসক হয়ে নির্বাচনে লড়াই করার এই সিদ্ধান্ত কি সহজ ছিল তাঁর কাছে ? এর বিশ্লেষণে তিনি বলেন, ‘‘একজন চিকিৎসক হতে চাওয়া আমার স্বপ্ন ছিল ৷ পাশাপাশি কের্ন কাউন্টিতে একজন সঠিক জনপ্রতিনিধি আসুক সেটাও আমি চেয়েছিলাম ৷’’

আরও পড়ুন: প্রথম ইন্দো-আমেরিকান লেফটেন্যান্ট গভর্নর অরুণা মিলার

প্রসঙ্গত, জসমিত অভিবাসী ভারতীয় দম্পতির সন্তান ৷ তাঁর বাবা ক্যালিফোর্নিয়ায় একজন গাড়ির ম্যাকানিক হিসেবে কাজ শুরু করেছিলেন ৷ সেখান থেকে বড় ব্যবসা দাঁড় করিয়েছেন ৷ বর্তমানে তিনি গাড়ির ডিলারশিপের সফল ব্যবসায়ী ৷ মেডিক্যাল নিয়ে পড়াশোনা করার আগে জসমিত তাঁর বাবার সঙ্গে কাজও করতেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.