ETV Bharat / international

Musk Terminates Twitter Deal: তথ্য গোপন করেছে সংস্থা, টুইটার কিনছেন না মাস্ক ! - টুইটার কিনছেন না মাস্ক

টুইটার কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন টেলসা টিমের প্রধান ৷ 44 বিলিয়ন মার্কিন ডলারের মাইক্রোব্লগিং সাইট কেনার চুক্তি বাতিল করেছেন ইলন মাস্ক ৷ শর্ত অনুযায়ী তাঁকে ঠিকঠাক তথ্য পাঠায়নি সোশ্যাল মিডিয়া সংস্থাটি, অভিযোগ মাস্কের (Elon Terminates Twitter) ৷

Elon Musk Twitter deal ends
টুইটারকে প্রত্যাখ্যান ইলনের
author img

By

Published : Jul 9, 2022, 10:53 AM IST

ওয়াশিংটন, 9 জুলাই: টুইটার কিনছেন না ইলন মাস্ক ৷ মাইক্রোব্লগিং সাইটের সঙ্গে 44 বিলিয়ন মার্কিন ডলারের (4 হাজার 400 কোটি মার্কিন ডলার) চুক্তি বাতিল করলেন মার্কিন ধনকুবের (Elon Musk cancels USD 44 billion deal for Twitter) ৷ শুক্রবার টেসলা টিমের প্রধান একটি চিঠিতে জানিয়েছেন, "টুইটার কেনার চুক্তিতে যে শর্তগুলি রাখা হয়েছিল, তার সঙ্গে টুইটারের বিভিন্ন ব্যবস্থাপনা খাপ খাচ্ছে না ৷ তাই এই চুক্তি বাতিল করা হচ্ছে ৷"

এছাড়াও চিঠিতে জানানো হয়েছে, প্রায় দু'মাস ধরে ইলন মাস্ক টুইটারের আইডেন্টিফিকেশন-সহ নানাবিধ তথ্য চেয়ে যাচ্ছেন ৷ সেগুলি তাঁকে পাঠায়নি টুইটার কর্তৃপক্ষ ৷ এপ্রিল মাসে ইলন মাস্ক টুইটার শেয়ার পিছু 54.20 মার্কিন ডলার দর হাঁকেন ৷ তাতে এই কেনার চুক্তিটি পৌঁছয় প্রায় 4 হাজার 400 কোটি মার্কিন ডলারে ৷ এরপর মে মাসে ইলন তাঁর দলের সদস্যদের টুইটারের অ্যাকাউন্টের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং কেনা থেকে পিছিয়ে আসেন ৷ টুইটারের দাবি ছিল, তাঁদের প্ল্যাটফর্মে 5 শতাংশেরও কম স্প্যাম বা বট অ্যাকাউন্ট ৷

জুন মাসে মাস্ক এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটের বিরুদ্ধে খোলাখুলি অভিযোগ আনেন ৷ তারা নাকি চুক্তির শর্ত ভেঙেছে ৷ তিনি হুমকি দেন, স্প্যাম এবং ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কিত কোনও তথ্যই তাঁকে দেয়নি টুইটার ৷ তাই টুইটার কেনা থেকে পিছু হঠবেন ইলন ৷ চুক্তি অনুযায়ী তাঁর তথ্যে অধিকারে বাধা দিচ্ছে টুইটার, অভিযোগ ছিল টেসলা-মালিকের ৷

এদিকে টুইটার-এর সিইও পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal ) গত মাসে বলেন, "টুইটার ইলন মাস্ককে তথ্য শেয়ার করেছে এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবে, যেমনটা কেনার চুক্তিতে জানানো হয়েছিল ৷"

আরও পড়ুন: চুক্তির অর্থ কমিয়ে টুইটার কিনবেন মাস্ক

মাস্কের মতে টুইটারের স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা অনেক বেশি, এমনকী তার সম্ভাবনা 90 শতাংশ ৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ না কোম্পানি তাঁদের দেখানো সংখ্যার পক্ষে যথাযথ প্রমাণ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এ বিষয়টি এগোবে না ৷ আগামী সভ্যতার ভবিষ্যৎ টুইটার, একসময় এমনটাই জানিয়েছিলেন জনপ্রিয় টুইটাররেট ইলন ৷ তবে ইলন আর টুইটার শেষমেশ আলাদাই থাকল ৷

ওয়াশিংটন, 9 জুলাই: টুইটার কিনছেন না ইলন মাস্ক ৷ মাইক্রোব্লগিং সাইটের সঙ্গে 44 বিলিয়ন মার্কিন ডলারের (4 হাজার 400 কোটি মার্কিন ডলার) চুক্তি বাতিল করলেন মার্কিন ধনকুবের (Elon Musk cancels USD 44 billion deal for Twitter) ৷ শুক্রবার টেসলা টিমের প্রধান একটি চিঠিতে জানিয়েছেন, "টুইটার কেনার চুক্তিতে যে শর্তগুলি রাখা হয়েছিল, তার সঙ্গে টুইটারের বিভিন্ন ব্যবস্থাপনা খাপ খাচ্ছে না ৷ তাই এই চুক্তি বাতিল করা হচ্ছে ৷"

এছাড়াও চিঠিতে জানানো হয়েছে, প্রায় দু'মাস ধরে ইলন মাস্ক টুইটারের আইডেন্টিফিকেশন-সহ নানাবিধ তথ্য চেয়ে যাচ্ছেন ৷ সেগুলি তাঁকে পাঠায়নি টুইটার কর্তৃপক্ষ ৷ এপ্রিল মাসে ইলন মাস্ক টুইটার শেয়ার পিছু 54.20 মার্কিন ডলার দর হাঁকেন ৷ তাতে এই কেনার চুক্তিটি পৌঁছয় প্রায় 4 হাজার 400 কোটি মার্কিন ডলারে ৷ এরপর মে মাসে ইলন তাঁর দলের সদস্যদের টুইটারের অ্যাকাউন্টের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং কেনা থেকে পিছিয়ে আসেন ৷ টুইটারের দাবি ছিল, তাঁদের প্ল্যাটফর্মে 5 শতাংশেরও কম স্প্যাম বা বট অ্যাকাউন্ট ৷

জুন মাসে মাস্ক এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটের বিরুদ্ধে খোলাখুলি অভিযোগ আনেন ৷ তারা নাকি চুক্তির শর্ত ভেঙেছে ৷ তিনি হুমকি দেন, স্প্যাম এবং ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কিত কোনও তথ্যই তাঁকে দেয়নি টুইটার ৷ তাই টুইটার কেনা থেকে পিছু হঠবেন ইলন ৷ চুক্তি অনুযায়ী তাঁর তথ্যে অধিকারে বাধা দিচ্ছে টুইটার, অভিযোগ ছিল টেসলা-মালিকের ৷

এদিকে টুইটার-এর সিইও পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal ) গত মাসে বলেন, "টুইটার ইলন মাস্ককে তথ্য শেয়ার করেছে এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবে, যেমনটা কেনার চুক্তিতে জানানো হয়েছিল ৷"

আরও পড়ুন: চুক্তির অর্থ কমিয়ে টুইটার কিনবেন মাস্ক

মাস্কের মতে টুইটারের স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা অনেক বেশি, এমনকী তার সম্ভাবনা 90 শতাংশ ৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ না কোম্পানি তাঁদের দেখানো সংখ্যার পক্ষে যথাযথ প্রমাণ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এ বিষয়টি এগোবে না ৷ আগামী সভ্যতার ভবিষ্যৎ টুইটার, একসময় এমনটাই জানিয়েছিলেন জনপ্রিয় টুইটাররেট ইলন ৷ তবে ইলন আর টুইটার শেষমেশ আলাদাই থাকল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.