ETV Bharat / international

Turkey Earthquake Update: তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্য়া ছাড়াল 17 হাজার, কমছে জীবন্ত উদ্ধারের সম্ভাবনা - তুরস্কের ভূমিকম্প

ভূমিকম্পের জেরে তুরস্ক ও সিরিয়ে মৃতের সংখ্য়া 17 হাজার পেরিয়ে গেল (Death Toll in Turkey Earthquake) ! সংশ্লিষ্ট মহল বলছে, এরপর ধ্বংসস্তূপের নীচ থেকে কাউকে জীবন উদ্ধার করার সম্ভাবনা খুবই ক্ষীণ ৷

death toll after earthquake in turkey and syria crosses 17000
চলছে উদ্ধারকাজ
author img

By

Published : Feb 9, 2023, 9:34 PM IST

গাজিয়ান্তেপ (তুরস্ক), 9 ফেব্রুয়ারি: তুরস্ক-সিরিয়ায় বৃহস্পতিবারও ধ্বংসস্তূপের নীচ থেকে বহু মানুষকে জীবন্ত উদ্ধার করা হয়েছে ৷ মিলেছে অসংখ্য মৃতদেহ ৷ কিন্তু, সময় যত এগোচ্ছে আক্রান্তদের জীবন্ত উদ্ধারের সম্ভাবনা তত কমছে ৷ উদ্ধারকারীরা মনে করছেন, এরপর হয়তো আর ধ্বংসস্তূপের তলা থেকে খুব বেশি মানুষকে জীবন্ত উদ্ধার করা যাবে না ৷ বদলে বাড়বে দেহ উদ্ধারের সংখ্যা ৷ এদিকে, ইতিমধ্যেই এই ঘটনায় প্রতিবেশী দুই দেশ মিলিয়ে প্রাণ গিয়েছে 17 হাজারেরও বেশি মানুষের (Death Toll in Turkey Earthquake) ৷ তুরস্কে প্রথম ভূমিকম্পটি হয় (Turkey Earthquake Update) সোমবার ভোরে ৷ তার প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সিরিয়ার একাংশ ৷ তারপর থেকে উদ্ধারকাজ চলছে ৷

তুরস্কের আন্তাকিয়া শহরে হ্য়াজেল গুনার নামে এক কিশোরীকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে ৷ এর প্রায় দু'ঘণ্টা পর তার বাবাকেও জীবন্ত উদ্ধার করা সম্ভব হয় ৷ ওই ব্যক্তিকে যখন যখন অ্য়াম্বুল্য়ান্সে ওঠানো হচ্ছিল, তখন এক উদ্ধারকারী তাঁকে জানান, তাঁর মেয়ে বেঁচে আছে ৷ তাকে উদ্ধার করা হয়েছে ৷ এই কথা শুনে যেন মুহূর্তে প্রাণ ফিরে পান ওই ব্যক্তি ! ফিসফিস করে তিনি বলেন, "আপনাদের সকলকে আমি ভালোবাসি !" দিয়ারবাকির শহরে উদ্ধারকারীরা একটি ভেঙে পড়া বহুতল থেকে এক মহিলাকে উদ্ধার করেন ৷ তিনি আহত হলেও প্রাণে বেঁচে যান ৷ কিন্তু, ঘটনাস্থলে তাঁর ঠিক পাশেই পড়ে ছিল তিনজনের মৃতদেহ !

আরও পড়ুন: কয়েক দশকের ভয়ঙ্করতম দুর্যোগ ! তুরস্ক-সিরিয়ায় মৃত বেড়ে প্রায় 10 হাজার

এদিন তুরস্কের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে সর্বশেষ যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে শুধুমাত্র তুরস্কেই অন্তত 12 হাজার 873 জনের মৃত্যুর কথা বলা হয়েছে ৷ আহতের সংখ্যা কমপক্ষে 60 হাজার ৷ অন্যদিকে, সিরিয়ায় সরকারিভাবে 3 হাজার 162 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহতের সংখ্যা 5 হাজারের বেশি ৷ কিন্তু, ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী দলের সদস্য, স্থানীয় বাসিন্দরা বলছেন, হতাহতের সংখ্য়া এর থেকে অনেক বেশি ৷

সেরাপ আর্সলান নামে তুরস্কের এক বাসিন্দা জানান, ভূমিকম্প তাঁর সবকিছু কেড়ে নিয়েছে ৷ ওই তরুণী বলেন, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন ৷ এমনকী, হতভাগ্যদের সেই তালিকায় সেরাপের মা ও ভাইও রয়েছেন ৷ সেরাপ জানান, দুর্যোগ ঘটে সোমবার ভোরে ৷ কিন্তু, ঘটনাস্থলে উদ্ধাকারী দল পৌঁছয় বুধবার ৷ ওই দিন থেকেই ধবংসস্তূপ সরানোর কাজ শুরু হয় ৷ ততক্ষণে অনেকেই চিরকালের মতো প্রিয়জনকে হারিয়েছেন ৷ সেরাপ বলেন, "আমরা নিজেদের মতো করে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করেছিলাম ৷ কিন্তু পারিনি ৷"

গাজিয়ান্তেপ (তুরস্ক), 9 ফেব্রুয়ারি: তুরস্ক-সিরিয়ায় বৃহস্পতিবারও ধ্বংসস্তূপের নীচ থেকে বহু মানুষকে জীবন্ত উদ্ধার করা হয়েছে ৷ মিলেছে অসংখ্য মৃতদেহ ৷ কিন্তু, সময় যত এগোচ্ছে আক্রান্তদের জীবন্ত উদ্ধারের সম্ভাবনা তত কমছে ৷ উদ্ধারকারীরা মনে করছেন, এরপর হয়তো আর ধ্বংসস্তূপের তলা থেকে খুব বেশি মানুষকে জীবন্ত উদ্ধার করা যাবে না ৷ বদলে বাড়বে দেহ উদ্ধারের সংখ্যা ৷ এদিকে, ইতিমধ্যেই এই ঘটনায় প্রতিবেশী দুই দেশ মিলিয়ে প্রাণ গিয়েছে 17 হাজারেরও বেশি মানুষের (Death Toll in Turkey Earthquake) ৷ তুরস্কে প্রথম ভূমিকম্পটি হয় (Turkey Earthquake Update) সোমবার ভোরে ৷ তার প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সিরিয়ার একাংশ ৷ তারপর থেকে উদ্ধারকাজ চলছে ৷

তুরস্কের আন্তাকিয়া শহরে হ্য়াজেল গুনার নামে এক কিশোরীকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে ৷ এর প্রায় দু'ঘণ্টা পর তার বাবাকেও জীবন্ত উদ্ধার করা সম্ভব হয় ৷ ওই ব্যক্তিকে যখন যখন অ্য়াম্বুল্য়ান্সে ওঠানো হচ্ছিল, তখন এক উদ্ধারকারী তাঁকে জানান, তাঁর মেয়ে বেঁচে আছে ৷ তাকে উদ্ধার করা হয়েছে ৷ এই কথা শুনে যেন মুহূর্তে প্রাণ ফিরে পান ওই ব্যক্তি ! ফিসফিস করে তিনি বলেন, "আপনাদের সকলকে আমি ভালোবাসি !" দিয়ারবাকির শহরে উদ্ধারকারীরা একটি ভেঙে পড়া বহুতল থেকে এক মহিলাকে উদ্ধার করেন ৷ তিনি আহত হলেও প্রাণে বেঁচে যান ৷ কিন্তু, ঘটনাস্থলে তাঁর ঠিক পাশেই পড়ে ছিল তিনজনের মৃতদেহ !

আরও পড়ুন: কয়েক দশকের ভয়ঙ্করতম দুর্যোগ ! তুরস্ক-সিরিয়ায় মৃত বেড়ে প্রায় 10 হাজার

এদিন তুরস্কের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে সর্বশেষ যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে শুধুমাত্র তুরস্কেই অন্তত 12 হাজার 873 জনের মৃত্যুর কথা বলা হয়েছে ৷ আহতের সংখ্যা কমপক্ষে 60 হাজার ৷ অন্যদিকে, সিরিয়ায় সরকারিভাবে 3 হাজার 162 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহতের সংখ্যা 5 হাজারের বেশি ৷ কিন্তু, ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী দলের সদস্য, স্থানীয় বাসিন্দরা বলছেন, হতাহতের সংখ্য়া এর থেকে অনেক বেশি ৷

সেরাপ আর্সলান নামে তুরস্কের এক বাসিন্দা জানান, ভূমিকম্প তাঁর সবকিছু কেড়ে নিয়েছে ৷ ওই তরুণী বলেন, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন ৷ এমনকী, হতভাগ্যদের সেই তালিকায় সেরাপের মা ও ভাইও রয়েছেন ৷ সেরাপ জানান, দুর্যোগ ঘটে সোমবার ভোরে ৷ কিন্তু, ঘটনাস্থলে উদ্ধাকারী দল পৌঁছয় বুধবার ৷ ওই দিন থেকেই ধবংসস্তূপ সরানোর কাজ শুরু হয় ৷ ততক্ষণে অনেকেই চিরকালের মতো প্রিয়জনকে হারিয়েছেন ৷ সেরাপ বলেন, "আমরা নিজেদের মতো করে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করেছিলাম ৷ কিন্তু পারিনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.