ETV Bharat / international

India China Border: ভারতের মতোই তাঁরাও সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, দাবি চিনা বিদেশমন্ত্রীর

9 ডিসেম্বর তাওয়াং সেক্টরে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ফের তপ্ত হয়েছিল দু দেশের সীমান্ত ৷ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Chinese Foreign Minister Wang Yi) বললেন, সীমান্ত এলাকায় স্থিতিশীলতা (Stability in Border Areas) বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত ও চিন (India China Border)।

Chinese Foreign Minister Wang Yi ETV Bharat
চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই
author img

By

Published : Dec 25, 2022, 12:43 PM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: ভারত ও চিন (India China Border) উভয়ই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ । রবিবার এ কথা বললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Chinese Foreign Minister Wang Yi)৷ তিনি বলেন, "চিন ও ভারত কূটনৈতিক এবং সামরিক-থেকে-সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে ৷ উভয় দেশই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ । আমরা চিন-ভারত সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির লক্ষ্যে ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ৷"

9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় ও চিনা সেনাদের (Stability in Border Areas) মধ্যে মুখোমুখি সংঘর্ষের (Faceoff between Indian Chinese Soldiers Arunachal) ঘটনার পটভূমিতে দাঁড়িয়ে আজ এই বিবৃতি দিলেন চিনের বিদেশমন্ত্রী । সেই সংঘর্ষের পরে বিদেশ মন্ত্রক (MEA) এক বিবৃতিতে বলেছে যে, ভারত ও চিন 20 ডিসেম্বর চিনের দিকে চুশুল-মোল্ডো সীমান্ত মিটিং পয়েন্টে কর্পস কমান্ডার স্তরের সপ্তদশ দফার বৈঠক করেছে এবং নিরাপত্তা ও পশ্চিম সেক্টরের মাটিতে স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে । বিবৃতিতে বলা হয়, "অন্তর্বর্তী সময়ে উভয়পক্ষ পশ্চিম সেক্টরে স্থলভাগে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে ৷" বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে যে, উভয় পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগে থাকতে এবং সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংলাপ বজায় রাখতে সম্মত হয়েছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব বাকি সমস্যাগুলির একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের প্রচেষ্টা চালাবে ভারত ও চিন, এটাও বলা হয় বিবৃতিতে ৷

আরও পড়ুন: তাওয়াং সেক্টরে ভারত-চিন সংঘর্ষে প্রাণহানি ঘটেনি, লোকসভায় বিবৃতি রাজনাথের

তাওয়াং সেক্টরে সংঘর্ষ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেন যে, চিনা পক্ষ তাওয়াংয়ের ইয়াংতসে এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতাবস্থাকে "একতরফাভাবে" পরিবর্তন করার চেষ্টা করেছিল ৷ কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদের দৃঢ়তার সঙ্গে পিছু হটতে বাধ্য করেছিল । রাজনাথ বলেন, হিংসাত্মক মুখোমুখি সংঘর্ষে ভারতীয় সৈন্যদের কেউ মারা যাননি বা গুরুতর আহত হননি । চিনা পক্ষকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং সীমান্তে শান্তি বজায় রাখতেও বলেন রাজনাথ ৷

উল্লেখ্য, পূর্ব লাদাখে দুই পক্ষের মধ্যে 30 মাসেরও বেশি সময় ধরে সীমান্ত বিবাদ চলছে ৷ 9 ডিসেম্বর আবার ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় চিনা পিপলস লিবারেশন আর্মি ৷ ভারতীয় সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত 9 ডিসেম্বর পিএলএ সৈন্যরা তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালানোর চেষ্টা করে ৷ ভারতীয় জওয়ানরা দৃঢ়ভাবে তা প্রতিহত করেছে ৷

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: ভারত ও চিন (India China Border) উভয়ই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ । রবিবার এ কথা বললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Chinese Foreign Minister Wang Yi)৷ তিনি বলেন, "চিন ও ভারত কূটনৈতিক এবং সামরিক-থেকে-সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে ৷ উভয় দেশই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ । আমরা চিন-ভারত সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির লক্ষ্যে ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ৷"

9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় ও চিনা সেনাদের (Stability in Border Areas) মধ্যে মুখোমুখি সংঘর্ষের (Faceoff between Indian Chinese Soldiers Arunachal) ঘটনার পটভূমিতে দাঁড়িয়ে আজ এই বিবৃতি দিলেন চিনের বিদেশমন্ত্রী । সেই সংঘর্ষের পরে বিদেশ মন্ত্রক (MEA) এক বিবৃতিতে বলেছে যে, ভারত ও চিন 20 ডিসেম্বর চিনের দিকে চুশুল-মোল্ডো সীমান্ত মিটিং পয়েন্টে কর্পস কমান্ডার স্তরের সপ্তদশ দফার বৈঠক করেছে এবং নিরাপত্তা ও পশ্চিম সেক্টরের মাটিতে স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে । বিবৃতিতে বলা হয়, "অন্তর্বর্তী সময়ে উভয়পক্ষ পশ্চিম সেক্টরে স্থলভাগে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে ৷" বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে যে, উভয় পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগে থাকতে এবং সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংলাপ বজায় রাখতে সম্মত হয়েছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব বাকি সমস্যাগুলির একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের প্রচেষ্টা চালাবে ভারত ও চিন, এটাও বলা হয় বিবৃতিতে ৷

আরও পড়ুন: তাওয়াং সেক্টরে ভারত-চিন সংঘর্ষে প্রাণহানি ঘটেনি, লোকসভায় বিবৃতি রাজনাথের

তাওয়াং সেক্টরে সংঘর্ষ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেন যে, চিনা পক্ষ তাওয়াংয়ের ইয়াংতসে এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতাবস্থাকে "একতরফাভাবে" পরিবর্তন করার চেষ্টা করেছিল ৷ কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদের দৃঢ়তার সঙ্গে পিছু হটতে বাধ্য করেছিল । রাজনাথ বলেন, হিংসাত্মক মুখোমুখি সংঘর্ষে ভারতীয় সৈন্যদের কেউ মারা যাননি বা গুরুতর আহত হননি । চিনা পক্ষকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং সীমান্তে শান্তি বজায় রাখতেও বলেন রাজনাথ ৷

উল্লেখ্য, পূর্ব লাদাখে দুই পক্ষের মধ্যে 30 মাসেরও বেশি সময় ধরে সীমান্ত বিবাদ চলছে ৷ 9 ডিসেম্বর আবার ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় চিনা পিপলস লিবারেশন আর্মি ৷ ভারতীয় সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত 9 ডিসেম্বর পিএলএ সৈন্যরা তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালানোর চেষ্টা করে ৷ ভারতীয় জওয়ানরা দৃঢ়ভাবে তা প্রতিহত করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.