ETV Bharat / international

Nikki Haley: মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্ব সংকটের কারণ চিন, দাবি নিক্কি হেলির - মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্ব সংকট

Republican Presidential Aspirant Nikki Haley: মার্কিনিদের একমাত্র শত্রু এখন চিন ৷ অন্তত রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে থাকা ইন্দো-মার্কিন নিক্কি হেইলির ভাষণে সেটাই উঠে আসছে ৷ তাঁর মতে, চিন আমেরিকারর বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা তৈরি করছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 8:03 PM IST

Updated : Sep 23, 2023, 8:37 PM IST

ওয়াশিংটন, 23 সেপ্টেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেজিংয়ের নেতৃত্ব ৷ এমনটাই দাবি করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে থাকা ইন্দো-মার্কিন নিক্কি হেইলি ৷ নিউ হ্যাম্পারশায়ারে একটি ভাষণে তিনি দাবি করেন, চিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের অস্তিত্ব সংকট তৈরি করেছে ৷ এমনকি ড্রাগনের দেশ গত শতাব্দীর অর্ধেকের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার পরিকল্পনা বানিয়েছে বলে দাবি করেন রিপাবলিকানদের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী পদের দাবিদার নিক্কি হেলি ৷

উল্লেখ্য, নিক্কি ছাড়া রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী পদের আরেক দাবিদারও ভারতীয় বংশোদ্ভুত ৷ তিনি বিবেক রামাস্বামী ৷ দু’দিন আগেই তিনি ওহিও-তে একটি জনসভায় আর্থিক পরিকল্পনা নিয়ে দূরন্ত ভাষণ দেন ৷ তার পর শুক্রবার নিউ হ্যাম্পারশায়ারে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে ভাষণ দেন নিক্কি হেলি ৷ সেখানেই চিন প্রসঙ্গ তোলেন তিনি ৷ তাঁর দাবি, গত শতাব্দী থেকেই ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দুর্বল করার পরিকল্পনা করে চলেছে চিন ৷ আর সেই কাজে বহুলাংশে সফল ড্রাগনের দেশ ৷ শি জিংপিনের সরকার বর্তমানে মার্কিন অর্থনীতির সমান হয়ে গিয়েছে বলে দাবি তাঁর ৷ যা তাদের দেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন নিক্কি হেলি ৷

তিনি বলেন, ‘‘আমাদের দেশের টিকে থাকার জন্য শক্তি এবং গর্ব অপরিহার্য ৷ বিশেষ করে কমিউনিস্ট চিনের বিরুদ্ধে লড়াইয়ে ৷ চিন আমাদের অস্তিত্বের পক্ষে বিপজ্জ্বনক ৷ ওরা আমাদের হারানোর পরিকল্পনা করতে অর্ধেকের বেশি শতাব্দী সময় খরচ করেছে ৷ ওরা আমাদের বাণিজ্যিক ক্ষেত্রকে দখল করেছে ৷ এ বার আমাদের বড় বড় শিল্প, এমনকি ওষুধ এবং উন্নতমানের প্রযুক্তি ক্ষেত্রেও থাবা বসাচ্ছে ৷ একটা অল্প সময়ের মধ্যে চিন আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশ থেকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থনীতি হয়ে উঠেছে ৷’’

আরও পড়ুন: দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করার অভিযোগ, গ্রেফতার পাকিস্তানের সাংবাদিক

তাঁর এও দাবি, ‘‘আমি কোনও ভুল না করে বলছি, নিশ্চিতভাবে চিন আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ৷ আর চিনের নেতাদের লক্ষ্যেই হল জয় হাসিল করা ৷ আমি বলতে বাধ্য হচ্ছিল, চিনের সেনাবাহিনী এখনই মার্কিন সামরিকবাহিনীর সমান শক্তিশালী হয়ে উঠেছে ৷ অন্যান্য বহু ক্ষেত্রে ওরা আমাদের পরাজিত করছে ৷ চিনের নেতারা এতটাই আত্মবিশ্বাসী যে, ওরা আমাদের উপর নজরদারি করতে ‘স্পাই বেলুন’ পাঠাচ্ছে ৷ আর কিউবায় আমাদের বেসের কাছেই গুপ্তচরদের আস্তানা তৈরি করেছে চিন ৷’’ মূলত, মার্কিন অর্থনীতির একমাত্র শত্রু চিন বলেই ওই ভাষণে বোঝাতে চেয়েছেন নিক্কি হেলি ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ওয়াশিংটন, 23 সেপ্টেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেজিংয়ের নেতৃত্ব ৷ এমনটাই দাবি করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে থাকা ইন্দো-মার্কিন নিক্কি হেইলি ৷ নিউ হ্যাম্পারশায়ারে একটি ভাষণে তিনি দাবি করেন, চিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের অস্তিত্ব সংকট তৈরি করেছে ৷ এমনকি ড্রাগনের দেশ গত শতাব্দীর অর্ধেকের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার পরিকল্পনা বানিয়েছে বলে দাবি করেন রিপাবলিকানদের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী পদের দাবিদার নিক্কি হেলি ৷

উল্লেখ্য, নিক্কি ছাড়া রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী পদের আরেক দাবিদারও ভারতীয় বংশোদ্ভুত ৷ তিনি বিবেক রামাস্বামী ৷ দু’দিন আগেই তিনি ওহিও-তে একটি জনসভায় আর্থিক পরিকল্পনা নিয়ে দূরন্ত ভাষণ দেন ৷ তার পর শুক্রবার নিউ হ্যাম্পারশায়ারে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে ভাষণ দেন নিক্কি হেলি ৷ সেখানেই চিন প্রসঙ্গ তোলেন তিনি ৷ তাঁর দাবি, গত শতাব্দী থেকেই ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দুর্বল করার পরিকল্পনা করে চলেছে চিন ৷ আর সেই কাজে বহুলাংশে সফল ড্রাগনের দেশ ৷ শি জিংপিনের সরকার বর্তমানে মার্কিন অর্থনীতির সমান হয়ে গিয়েছে বলে দাবি তাঁর ৷ যা তাদের দেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন নিক্কি হেলি ৷

তিনি বলেন, ‘‘আমাদের দেশের টিকে থাকার জন্য শক্তি এবং গর্ব অপরিহার্য ৷ বিশেষ করে কমিউনিস্ট চিনের বিরুদ্ধে লড়াইয়ে ৷ চিন আমাদের অস্তিত্বের পক্ষে বিপজ্জ্বনক ৷ ওরা আমাদের হারানোর পরিকল্পনা করতে অর্ধেকের বেশি শতাব্দী সময় খরচ করেছে ৷ ওরা আমাদের বাণিজ্যিক ক্ষেত্রকে দখল করেছে ৷ এ বার আমাদের বড় বড় শিল্প, এমনকি ওষুধ এবং উন্নতমানের প্রযুক্তি ক্ষেত্রেও থাবা বসাচ্ছে ৷ একটা অল্প সময়ের মধ্যে চিন আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশ থেকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থনীতি হয়ে উঠেছে ৷’’

আরও পড়ুন: দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করার অভিযোগ, গ্রেফতার পাকিস্তানের সাংবাদিক

তাঁর এও দাবি, ‘‘আমি কোনও ভুল না করে বলছি, নিশ্চিতভাবে চিন আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ৷ আর চিনের নেতাদের লক্ষ্যেই হল জয় হাসিল করা ৷ আমি বলতে বাধ্য হচ্ছিল, চিনের সেনাবাহিনী এখনই মার্কিন সামরিকবাহিনীর সমান শক্তিশালী হয়ে উঠেছে ৷ অন্যান্য বহু ক্ষেত্রে ওরা আমাদের পরাজিত করছে ৷ চিনের নেতারা এতটাই আত্মবিশ্বাসী যে, ওরা আমাদের উপর নজরদারি করতে ‘স্পাই বেলুন’ পাঠাচ্ছে ৷ আর কিউবায় আমাদের বেসের কাছেই গুপ্তচরদের আস্তানা তৈরি করেছে চিন ৷’’ মূলত, মার্কিন অর্থনীতির একমাত্র শত্রু চিন বলেই ওই ভাষণে বোঝাতে চেয়েছেন নিক্কি হেলি ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Sep 23, 2023, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.