টরন্টো, 29 সেপ্টেম্বর: ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়টিকে খুবই গুরুত্ব দেয় কানাডা ৷ হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে দু'দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোরের মাঝেই এ কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তাঁর কথায়, ভারত একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং ভূ-রাজনৈতিক দিক থেকেও এ দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ এ কথা বললেও ট্রুডো চান যে, খালিস্তানি চরমপন্থী নেতার হত্যা নিয়ে যাতে ওটাওয়া সম্পূর্ণ তথ্য পেতে পারে, সে জন্য দিল্লির তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক ৷
দ্য ন্যাশনাল পোস্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে যে ট্রুডো বলেন, ভারতের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও কানাডা তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ মন্ট্রিলে এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতার সময় ট্রুডো বলেন যে তিনি মনে করেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কানাডা এবং তার মিত্ররা বিশ্ব মঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কারণে গুরুত্ব সহকারে গঠনমূলক কাজ চালিয়ে যাচ্ছে । ট্রুডোকে উদ্ধৃত করে ওই সংবাদপত্র লিখেছে,
"ভারত একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং ভূ-রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ । আমরা যেমন আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশলটি উপস্থাপন করেছি, ঠিক গত বছর, আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়েও খুব সিরিয়াস ৷ স্পষ্টতই, আইনের শাসনের দেশ হিসাবে, আমাদের এ বিষয়েও জোর দেওয়া দরকার যে ভারতকে কানাডার সঙ্গে কাজ করতে হবে যাতে আমরা এই বিষয়টির সম্পূর্ণ তথ্য পেতে পারি ৷"
কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন যে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আশ্বাস পেয়েছেন বৃহস্পতিবার ওয়াশিংটনে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকের সময় তাঁদের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা সম্পর্কে প্রকাশ্যে করা অভিযোগগুলির উত্থাপন করবেন । মার্কিন বিদেশ দফতর ব্লিঙ্কেন এবং জয়শংকরের মধ্যে বৈঠকের রিডআউটে এটা বলা নেই যে, দুই নেতা ভারত-কানাডা কূটনৈতিক অচলাবস্থা নিয়ে আলোচনা করেছেন কি না ৷
আরও পড়ুন: হরদীপ সিং নিজ্জারের হত্যা, ট্রুডোর অভিযোগের জবাব দিলেন জয়শঙ্কর
উল্লেখ্য, তাঁর দেশের মাটিতে খালিস্তানি চরমপন্থী হরদীপ সিং নিজ্জারের হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার সম্ভাবনার কথা 18 জুন ব্রিটিশ কলম্বিয়ায় বলেছিলেন জাস্টিন ট্রুডো ৷ তাঁর বিস্ফোরক অভিযোগের পর থেকে ভারত ও কানাডার মধ্যে বাড়ে কূটনৈতিক উত্তাপ ৷ ভারত 2020 সালে নিজ্জারকে জঙ্গির তকমা দেয় ৷ কানাডার অভিযোগকে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে আখ্যা দিয়ে তা উড়িয়ে দেয় দিল্লি ৷ এই নিয়ে একজন ভারতীয় কর্মকর্তাকে ওটাওয়া থেকে বহিষ্কার করা হলে তার পালটা জবাব হিসেবে কানাডার একজন শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করা হয় ৷