টরেন্টো ও নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: বহিষ্কার করা হল ভারতের শীর্ষ কূটনীতিককে ৷ সোমবার কানাডার সংসদে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কথা ঘোষণা করেন ৷ কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনায় ভারত সরকারের এজেন্টের যোগ রয়েছে ৷ এই অভিযোগে কানাডায় ভারতের শীর্ষ কূটনীতিককে বরখাস্ত করেছে কানাডা সরকার ৷
সোমবার জাস্টিন ট্রুডো বলেন, "শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার তদন্ত করছিল কানাডার গোয়েন্দা সংস্থাগুলি ৷ হরদীপ সিং খালিস্তান নামের একটি দেশিয় (কানাডার) সংগঠনের সমর্থক ছিলেন ৷ 18 জুন ব্রিটিশ কলম্বিয়ার সুরিতে শিখ কালচারাল সেন্টারের বাইরে তাঁকে গুলি করে হত্যা করা হয় ৷"
-
VIDEO | Canada expelled a top Indian diplomat Monday alleging that India's government may have had links to the assassination of Hardeep Singh Nijjar in Canada. pic.twitter.com/z2fO0TdDwg
— Press Trust of India (@PTI_News) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | Canada expelled a top Indian diplomat Monday alleging that India's government may have had links to the assassination of Hardeep Singh Nijjar in Canada. pic.twitter.com/z2fO0TdDwg
— Press Trust of India (@PTI_News) September 19, 2023VIDEO | Canada expelled a top Indian diplomat Monday alleging that India's government may have had links to the assassination of Hardeep Singh Nijjar in Canada. pic.twitter.com/z2fO0TdDwg
— Press Trust of India (@PTI_News) September 19, 2023
9-10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জি-20 সম্মেলনে ভারতে এসেছিলেন জাস্টিন ট্রুডো ৷ এদিন প্রধামন্ত্রী ট্রুডো বলেন, "গত সপ্তাহে জি-20 সম্মেলনে এই খুনের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে ৷" এদিন কানাডার সংসদে জাস্টিন দাবি করেন, প্রধানমন্ত্রী মোদিকে তিনি জানিয়েছিলেন, এই খুনে ভারত সরকার জড়িত থাকার অভিযোগ উঠেছে এবং তা গ্রহণীয় নয় ৷ তিনি এই ঘটনায় কানাডার তদন্তে ভারতের সহযোগিতার আবেদন জানিয়েছিলেন ৷
সোমবার কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জলিও সংসদে জানান, খুনের ঘটনার অভিযোগে কানাডায় ভারতের কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে ৷ তিনি বলেন, "যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে তা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হবে ৷ একটি দেশ আরেকটি দেশের সঙ্গে যে আচরণ করা উচিত, তা প্রাথমিক নিয়মটি ভাঙা হয়েছে ৷ তাই এর পরিপ্রেক্ষিতে আমরা ভারতের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছি ৷"
-
India rejects allegations by Canada:https://t.co/KDzCczWNN2 pic.twitter.com/VSDxbefWLw
— Arindam Bagchi (@MEAIndia) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India rejects allegations by Canada:https://t.co/KDzCczWNN2 pic.twitter.com/VSDxbefWLw
— Arindam Bagchi (@MEAIndia) September 19, 2023India rejects allegations by Canada:https://t.co/KDzCczWNN2 pic.twitter.com/VSDxbefWLw
— Arindam Bagchi (@MEAIndia) September 19, 2023
ভারত এই ঘটনার তীব্র সমালোচনা করেছে ৷ দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একটি বিবৃতি প্রকাশ করে কানাডার অভিযোগ খারিজ করে ৷ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত কানাডার অভিযোগ খারিজ করছে ৷ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে যে বিবৃতি দিয়েছেন, তা আমরা দেখেছি ৷ দেশের বিদেশমন্ত্রীও এই বিবৃতি দিয়েছেন ৷ এই বিবৃতি খারিজ করছে ভারত ৷ কানাডায় কোনও হিংসার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত ৷ একইভাবে কানাডার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে অভিযোগ জানিয়েছিলেন, তাও সম্পূর্ণভাবে খারিজ করছে ভারত ৷
পাশাপাশি ভারত অভিযোগ করে, খালিস্তানি জঙ্গিদের কানাডায় আশ্রয় দেওয়া হয়েছে ৷ তা ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকির সামিল ৷ তবে কানাডার সরকার এই ঘটনায় কোনও পদক্ষেপ করেনি ৷ দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারত সরকার ৷
আরও পড়ুন: ইটের বদলে পাটকেল! কানাডার কূটনীতিককে বরখাস্ত করল ভারত, ছাড়তে হবে দেশ
কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর খালিস্তানি সংগঠনের সমর্থক বলে জানা গিয়েছে ৷ এদিকে ভারতে খালিস্তান সংগঠন নিষিদ্ধ ৷ তবে কানাডা, ব্রিটেনের কিছু জায়গায় শিখেদের আধিপত্য রয়েছে ৷ নিজ্জর ভারতে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিলেন ৷ তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল 10 লক্ষ টাকা ৷