ETV Bharat / international

US President Joe Biden: হামাসের হামলার কারণ নিয়ে বাইডেনের মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি হোয়াইট হাউজের - জি20 শীর্ষ সম্মেলন

Biden Remark Linking IMEEC to Hamas Attack: ইজরায়েলে হামাসের হামলার কারণ নিয়ে যে ব্যাখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তা নিয়ে শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে যে এই মন্তব্য়ের ভুল ব্যাখ্যা হয়েছে ৷

US President Joe Biden
US President Joe Biden
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 5:20 PM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর: গাজা উপত্যকায় থাকা জঙ্গি গোষ্ঠী হামাস কেন হঠাৎ ইজরায়েলের উপর হামলা করল ? এই প্রশ্নের উত্তর যখন সকলে খুঁজছেন, তখন এর সম্ভাব্য কারণ বৃহস্পতিবার ব্যাখ্যা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ গত সেপ্টেম্বরে ভারত-মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর প্রকল্প বা আইএমইইসি শুরুর ঘোষণা করা হয় নয়াদিল্লির জি20 শীর্ষ সম্মেলনকে ৷ সেই কারণেই এই হামলা বলে ব্যাখ্যা করেছিলেন বাইডেন ৷ কিন্তু শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে ৷

এই বিষয়ে এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, "আমি মনে করি আপনারা তাঁকে (বাইডেন) ভুল বুঝেছেন । তিনি যা বলেছিলেন, তা হল যে তিনি বিশ্বাস করেন যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানে পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হল ইজরায়েল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি করা, সেই কাজে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেই হয়তো হামাস এই হামলা চালিয়েছে ।"

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার জানিয়েছিলেন যে ইজরায়েলকে ও সংলগ্ন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতির সমাধান করার চেষ্টা করছিল ৷ সেই কারণেই হামাস এই আক্রমণ করেছে ৷ এই নিয়ে কোনও প্রমাণ না থাকলেও বাইডেন জানিয়েছিলেন যে তাঁর মন একথা বলছে ৷

উল্লেখ্য, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর প্রকল্পটি গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত জি20 শীর্ষ সম্মেলনের সময় ঘোষণা করা হয়েছিল । আইএমইসি একটি ইস্টার্ন করিডর নিয়ে গঠিত হবে, যা ভারতকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সংযুক্ত করবে এবং একটি উত্তর করিডর উপসাগরীয় অঞ্চলকে ইউরোপের সঙ্গে সংযুক্ত করবে । এতে রেলওয়ে এবং জাহাজ-রেল ট্রানজিট নেটওয়ার্ক এবং সড়ক পরিবহণ রুটও অন্তর্ভুক্ত থাকবে ।

আরও পড়ুন: ইজরায়েল নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে, গাজায় স্থলাভিযান প্রসঙ্গে বাইডেন-বার্তা

নয়াদিল্লি, 27 অক্টোবর: গাজা উপত্যকায় থাকা জঙ্গি গোষ্ঠী হামাস কেন হঠাৎ ইজরায়েলের উপর হামলা করল ? এই প্রশ্নের উত্তর যখন সকলে খুঁজছেন, তখন এর সম্ভাব্য কারণ বৃহস্পতিবার ব্যাখ্যা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ গত সেপ্টেম্বরে ভারত-মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর প্রকল্প বা আইএমইইসি শুরুর ঘোষণা করা হয় নয়াদিল্লির জি20 শীর্ষ সম্মেলনকে ৷ সেই কারণেই এই হামলা বলে ব্যাখ্যা করেছিলেন বাইডেন ৷ কিন্তু শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে ৷

এই বিষয়ে এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, "আমি মনে করি আপনারা তাঁকে (বাইডেন) ভুল বুঝেছেন । তিনি যা বলেছিলেন, তা হল যে তিনি বিশ্বাস করেন যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানে পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হল ইজরায়েল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি করা, সেই কাজে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেই হয়তো হামাস এই হামলা চালিয়েছে ।"

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার জানিয়েছিলেন যে ইজরায়েলকে ও সংলগ্ন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতির সমাধান করার চেষ্টা করছিল ৷ সেই কারণেই হামাস এই আক্রমণ করেছে ৷ এই নিয়ে কোনও প্রমাণ না থাকলেও বাইডেন জানিয়েছিলেন যে তাঁর মন একথা বলছে ৷

উল্লেখ্য, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর প্রকল্পটি গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত জি20 শীর্ষ সম্মেলনের সময় ঘোষণা করা হয়েছিল । আইএমইসি একটি ইস্টার্ন করিডর নিয়ে গঠিত হবে, যা ভারতকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সংযুক্ত করবে এবং একটি উত্তর করিডর উপসাগরীয় অঞ্চলকে ইউরোপের সঙ্গে সংযুক্ত করবে । এতে রেলওয়ে এবং জাহাজ-রেল ট্রানজিট নেটওয়ার্ক এবং সড়ক পরিবহণ রুটও অন্তর্ভুক্ত থাকবে ।

আরও পড়ুন: ইজরায়েল নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে, গাজায় স্থলাভিযান প্রসঙ্গে বাইডেন-বার্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.