লন্ডন, 28 নভেম্বর: চিনে কোভিড নিয়ে কড়াকড়ির (Zero Covid policy) বিরুদ্ধে গণআন্দোলন ক্রমে তীব্র হচ্ছে ৷ এই আন্দোলনকে চিনা প্রশাসন (Protest in China) যে ভাবে সামাল দিচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC Journalist Beaten in China)৷ তারা জানিয়েছে, সাংহাইতে বিক্ষোভের প্রতিবেদন করার সময় বিবিসির সাংবাদিক এড লরেন্সকে হাতকড়া পরিয়ে আটক করা হয় এবং তাঁকে ঘুষি-লাথি মারা হয় ৷ একজন সাংবাদিকের সঙ্গে চিনা কর্তৃপক্ষের এমন আচরণে উদ্বিগ্ন বিবিসি ৷
বিবিসি জানিয়েছে, "বিবিসি আমাদের সাংবাদিক এড লরেন্সকে আটক ও হাতকড়া পরানোর বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যিনি সাংহাইতে বিক্ষোভ কভার করছিলেন । তাঁকে কয়েক ঘণ্টা আটকে রেখে তারপর ছাড়া হয় । তাঁকে গ্রেফতারের সময় অফিসাররা তাঁকে লাথি মেরেছে । তিনি একজন নথিভুক্ত সাংবাদিক হিসাবে কাজ করার সময় এই ঘটনা ঘটেছে ৷" বিবিসির কথায়, এটি খুবই উদ্বেগজনক যে, তাদের একজন স্বীকৃত সাংবাদিক তাঁর অফিসিয়াল দায়িত্ব পালনের সময় এভাবে তাঁর উপর হামলা করা হয়েছে ।
বিবিসি বলেছে, "আমরা চিনা কর্তৃপক্ষের কাছ থেকে কোনও অফিসিয়াল ব্যাখ্যা বা ক্ষমা পাইনি ৷ যে অফিসাররা তাঁকে ধরেছিলেন, তাঁদের দাবি সাংবাদিকের ভালোর জন্যই, তিনি যাতে ভিড়ের থেকে কোভিড আক্রান্ত না হন, সে জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ এটি আমাদের মতে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নয় ৷"
আরও পড়ুন: চিনকে সামাল দিতে একজোট হোন ! ভারতকে বার্তা জার্মান রাষ্ট্রদূতের
চিনের বিভিন্ন শহরে কোভিড কড়াকড়ির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে । এমনকী জিরো-কোভিড নীতির বিরুদ্ধে প্রতিরোধের একটি প্রদর্শনীতে বিক্ষোভকারীদের চিৎকার করতে শোনা যায়, "পদত্যাগ করুন শি জিনপিং ! পদত্যাগ করুক কমিউনিস্ট পার্টি"৷ এই বৃহৎ আকারের বিক্ষোভ জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং অগ্নিকাণ্ডের কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ বৃহস্পতিবার সেই অগ্নিকাণ্ডে কমপক্ষে দশজনের মৃত্যু হয় ৷ সেই ঘটনাই তীব্র জনরোষের অনুঘটক হিসাবে কাজ করেছিল বলে মত উপস্থত বহু মানুষের ।