ঢাকা, 27 অগস্ট: শেখ হাসিনার আওয়ামি লিগ ও খালেদা জিয়ার বিএনপি-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশ ৷ শনিবার কুমিল্লায় আওয়ামি লিগের সঙ্গে সংঘর্ষ বাঁধে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কর্মী সমর্থকদের ৷ অভিযোগ, আওয়ামি লিগের লোকজনেরা গুলি চালালে (বিএনপি) অন্তত 50 নেতাকর্মী আহত হয়েছেন ৷ এই খবর জানিয়েছে, ঢাকা ট্রিবিউন ।
কুমিল্লায় লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ারের সমর্থক আওয়ামি লিগের নেতাকর্মীরা বিএনপি নেতাদের উপর গুলি ও হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামি লিগের লোকজন তাঁদের অনুষ্ঠানস্থল ভাঙচুর করেছেন ।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নে । বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাক্তন সাংসদ মণিরুল হক চৌধুরী বলেন, কর্মসূচি শুরু হলে বিকেল 5টায় সেখানে তাঁর সেখানে উপস্থিত থাকার কথা ছিল । তবে দুপুর 2টার দিকে তিনি খবর পান যে, সেখানে আওয়ামি লিগের কয়েকজন নেতাকর্মী লুকিয়ে আছেন ৷ তাঁরা সেখানকার লোকজনকে লক্ষ্য করে গুলি চালান ও ভাঙচুর করেন বলে অভিযোগ । যুবদল নেতা ফিরোজ ও মণির গুলিবিদ্ধ হন এবং একজনের মাথায় গুলি লেগেছে বলেও জানান মণিরুল হক চৌধুরী । আহত নেতাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন ।
আরও পড়ুন: ভোটে জিততে মোদি বন্দনা বাংলাদেশেরে শেখ হাসিনার দলের
এ দিকে অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার । তিনি বলেন, স্থানীয় গাইয়ার ভাঙা-বেলঘর সড়কে আওয়ামি লিগের সমাবেশ চলাকালে বিএনপি সমর্থকরা গুলি চালালে দলের আট-নয়জন আহত হন । আহত আওয়ামি লিগ নেতাদের নাম জানতে চাইলে তিনি বলেন, তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে ।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার জানান, প্রাক্তন সাংসদ মণিরুল হক চৌধুরীর বেলঘরে অসুস্থ বিএনপি নেতার সঙ্গে দেখা করার কথা ছিল। তিনি উল্লেখ করেন যে, "তখন গ্রামে আওয়ামি লিগের শান্তি সমাবেশ চলছিল । আওয়ামি লিগের সমাবেশে বিএনপির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করলে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয় । তিনি উল্লেখ করেছেন যে, পুলিশ ঘটনাস্থলে গুলি চালানোর কোনও চিহ্ন খুঁজে পায়নি । (সংবাদসংস্থা এএনআই)