ETV Bharat / international

Ukraine Russia War: জমি ফেরত নিচ্ছে ইউক্রেন ! 3 হাজার বর্গকিলোমিটার পুনরুদ্ধার জেলেনস্কির সেনার - ইউক্রেন রাশিয়া যুদ্ধ

যুদ্ধের (Ukraine Russia War) 200 দিন পূর্তিতে দেশবাসীকে সুখবর দিল ইউক্রেন সরকার (Government of Ukraine) ৷ তাদের দাবি, রুশ সেনাবাহিনীর (Russian Armed Forces) হাত থেকে দেশের উত্তর-পূর্ব অংশের 3 হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধার করা হয়েছে ৷

Armed Forces of Ukraine Recaptured over 3000 square kilometer from Russia
Ukraine Russia War: জমি ফেরত নিচ্ছে ইউক্রেন ! 3 হাজার বর্গকিলোমিটার পুনরুদ্ধার সেনার
author img

By

Published : Sep 11, 2022, 4:59 PM IST

কিভ, 11 সেপ্টেম্বর: রুশ সেনাবাহিনীর (Russian Armed Forces) হাত থেকে দেশের উত্তর-পূর্ব অংশের 3 হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধার করার কথা ঘোষণা করল ইউক্রেন সরকার (Government of Ukraine) ৷ রবিবার তাদের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয় ৷ ইউক্রেনের সেনা আধিকারিক জেনারেল ভ্য়ালেরি জালুঝনি সোশ্য়াল মিডিয়ায় এই প্রসঙ্গে একটি বিবৃতি পোস্ট করেছেন ৷ তাতে লেখা হয়েছে, "গত সেপ্টেম্বর মাস থেকে (আনুষ্ঠানিকভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার আগে) এখনও পর্যন্ত দেশের ওই অংশের 3 হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা আমরা পুনরুদ্ধার করেছি ৷ খারকিভকে ঘিরে শুধুমাত্র দক্ষিণ বা পূর্ব প্রান্তে নয়, উত্তর ইউক্রেনেও আমরা সফল হয়েছি ৷ সীমান্ত থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি ৷"

এদিন ইউক্রেন যুদ্ধের (Ukraine Russia War) 200 দিন পূর্ণ হয়েছে ৷ অথচ, যুদ্ধ শেষ হওয়ার কোনও নাম-গন্ধই নেই ! ইতিমধ্যে রুশ সেনার উপর লাগাতার পালটা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী ৷ বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্ব অংশে রুশ সেনাকে ভালোমতো জবাব দিচ্ছে তারা ৷ সূত্রের দাবি, রীতিমতো পরিকল্পনা করেই পালটা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন ৷ চলতি বছরের অগস্টের শেষ সপ্তাহ থেকে প্রতি আক্রমণের ধার আরও বেড়েছে ৷ তার জেরেই মিলছে সাফল্য ৷ মূলত, দক্ষিণ ইউক্রেনের খেরসনকে কেন্দ্র করে আশপাশের অঞ্চল পুনরুদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: টুইন টাওয়ার গুঁড়িয়ে যাওয়ার পরও 'স্বাভাবিক' ছিল মায়ামি !

এই প্রেক্ষাপটে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভকেও দখলমুক্ত করার চেষ্টা শুরু করেছে ইউক্রেনীয় সেনা (Armed Forces of Ukraine) ৷ সূত্রের দাবি, তারা ইতিমধ্য়েই খারকিভ শহরকে চারিদিক থেকে ঘিরে সামনের দিকে এগোতে শুরু করেছে ৷ তার জেরে খারকিভ থেকে সেনা সরাতে শুরু করেছে রাশিয়া ৷ এই দাবি সত্যি হলে তা নিঃসন্দেহে ইউক্রেনের বিরাট সাফল্য ৷ অন্যদিকে, রাশিয়ার কাছে এই পরিস্থিতি মোটেও কাম্য নয় ৷ বরং, এতে রুশ সেনার মনোবল আরও কমবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

এদিকে, শনিবার গভীর রাতে জাতির উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ৷ সেখানে তিনি জানান, চলতি মাসে এখনও পর্যন্ত প্রায় 2 হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে দেশের সেনাবাহিনী ৷ একইসঙ্গে, রুশ সেনাকে কটাক্ষ করতেও ছাড়েননি জেলেনস্কি ৷ তিনি বলেন, কী করে পিঠটান দিয়ে পালাতে হয়, তা বেশ ভালোভাবেই দেখাচ্ছে রুশ সেনা !

কিভ, 11 সেপ্টেম্বর: রুশ সেনাবাহিনীর (Russian Armed Forces) হাত থেকে দেশের উত্তর-পূর্ব অংশের 3 হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধার করার কথা ঘোষণা করল ইউক্রেন সরকার (Government of Ukraine) ৷ রবিবার তাদের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয় ৷ ইউক্রেনের সেনা আধিকারিক জেনারেল ভ্য়ালেরি জালুঝনি সোশ্য়াল মিডিয়ায় এই প্রসঙ্গে একটি বিবৃতি পোস্ট করেছেন ৷ তাতে লেখা হয়েছে, "গত সেপ্টেম্বর মাস থেকে (আনুষ্ঠানিকভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার আগে) এখনও পর্যন্ত দেশের ওই অংশের 3 হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা আমরা পুনরুদ্ধার করেছি ৷ খারকিভকে ঘিরে শুধুমাত্র দক্ষিণ বা পূর্ব প্রান্তে নয়, উত্তর ইউক্রেনেও আমরা সফল হয়েছি ৷ সীমান্ত থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি ৷"

এদিন ইউক্রেন যুদ্ধের (Ukraine Russia War) 200 দিন পূর্ণ হয়েছে ৷ অথচ, যুদ্ধ শেষ হওয়ার কোনও নাম-গন্ধই নেই ! ইতিমধ্যে রুশ সেনার উপর লাগাতার পালটা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী ৷ বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্ব অংশে রুশ সেনাকে ভালোমতো জবাব দিচ্ছে তারা ৷ সূত্রের দাবি, রীতিমতো পরিকল্পনা করেই পালটা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন ৷ চলতি বছরের অগস্টের শেষ সপ্তাহ থেকে প্রতি আক্রমণের ধার আরও বেড়েছে ৷ তার জেরেই মিলছে সাফল্য ৷ মূলত, দক্ষিণ ইউক্রেনের খেরসনকে কেন্দ্র করে আশপাশের অঞ্চল পুনরুদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: টুইন টাওয়ার গুঁড়িয়ে যাওয়ার পরও 'স্বাভাবিক' ছিল মায়ামি !

এই প্রেক্ষাপটে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভকেও দখলমুক্ত করার চেষ্টা শুরু করেছে ইউক্রেনীয় সেনা (Armed Forces of Ukraine) ৷ সূত্রের দাবি, তারা ইতিমধ্য়েই খারকিভ শহরকে চারিদিক থেকে ঘিরে সামনের দিকে এগোতে শুরু করেছে ৷ তার জেরে খারকিভ থেকে সেনা সরাতে শুরু করেছে রাশিয়া ৷ এই দাবি সত্যি হলে তা নিঃসন্দেহে ইউক্রেনের বিরাট সাফল্য ৷ অন্যদিকে, রাশিয়ার কাছে এই পরিস্থিতি মোটেও কাম্য নয় ৷ বরং, এতে রুশ সেনার মনোবল আরও কমবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

এদিকে, শনিবার গভীর রাতে জাতির উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ৷ সেখানে তিনি জানান, চলতি মাসে এখনও পর্যন্ত প্রায় 2 হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে দেশের সেনাবাহিনী ৷ একইসঙ্গে, রুশ সেনাকে কটাক্ষ করতেও ছাড়েননি জেলেনস্কি ৷ তিনি বলেন, কী করে পিঠটান দিয়ে পালাতে হয়, তা বেশ ভালোভাবেই দেখাচ্ছে রুশ সেনা !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.