ETV Bharat / international

Explosion in Istanbul: ছুটির দিনে বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুলের ব্যস্ত রাস্তা, জখম অন্তত 11 - তুর্কি

তুর্কির (Turkey) অন্যতম ব্যস্ত শহর ইস্তানবুলে (Istanbul) বিস্ফোরণ (Explosion) ! ছুটির দিনে আতঙ্ক ছড়াল শহরের ইস্তিকলাল (Istiklal Pedestrian Street) এলাকায় ৷

An Explosion occurred on Istiklal Pedestrian Street in Istanbul
Explosion in Istanbul: ছুটির দিনে বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুল !
author img

By

Published : Nov 13, 2022, 7:58 PM IST

ইস্তানবুল (তুর্কি), 13 নভেম্বর: ছুটির দিনে ভয়াবহ ঘটনা ৷ প্রবল বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল তুর্কির (Turkey) অন্যতম ব্যস্ত শহর ইস্তানবুল (Istanbul) ৷ সূত্রের খবর, শহরের ইস্তিকলাল (Istiklal Pedestrian Street) এলাকায় বিস্ফোরণ হয়েছে ৷ এই এলাকায় একটি হাঁটা পথ রয়েছে ৷ যেখানে সবসময়েই প্রবল ভিড় থাকে ৷ সেই রাস্তাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে ৷ রুশ সংবাদমাধ্যমের তরফ থেকে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যেখানে বিস্ফোরণ ঘটেছে, তা একেবারে শহরের প্রাণকেন্দ্র ৷ এই অঞ্চলটি রয়েছে মধ্য ইস্তানবুলে ৷ ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 11 জনের আহত হওয়ার খবর মিলেছে ৷ তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা ৷

আরও পড়ুন: মালের পরিযায়ী শ্রমিক আবাসে বিধ্বংসী আগুন, মৃত 9 ভারতীয়

বিস্ফোরণের পরই ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ তাঁদের মোবাইল ফোনে ভিডিয়ো রেকর্ডিং শুরু করে দেন ৷ ইতিমধ্যেই সেইসব ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের জেরে রাস্তার বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘটনাস্থলের দিকে দ্রুত গতিতে অ্য়াম্বুল্যান্স আসতেও দেখা গিয়েছে কয়েকটি ভিডিয়ো ফুটেজে ৷

  • An explosion occurred on Istiklal pedestrian street in the center of Istanbul, as reported by Russian Media RT

    — ANI (@ANI) November 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্য়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে ৷ আশপাশের দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিস্ফোরণস্থল ঘিরে ফেলা হয়েছে ৷ তবে, কে বা কারা এই বিস্ফোরণ ঘটাল, বা কীভাবে বিস্ফোরণ হল, সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, এর পিছনে কোনও জঙ্গি সংগঠনের ষড়যন্ত্র থাকতে পারে ৷ তবে, এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সরকারের তরফে ৷

প্রসঙ্গত, মধ্য ইস্তানবুলের এই এলাকা অত্যন্ত জনপ্রিয় ৷ এই এলাকায় প্রচুর পর্যটক বেড়াতে আসেন ৷ এমন একটি পর্যটনকেন্দ্রে হঠাৎ বিস্ফোরণ হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ৷ যদিও প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক ও শান্ত থাকার আবেদন করা হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে ৷

ইস্তানবুল (তুর্কি), 13 নভেম্বর: ছুটির দিনে ভয়াবহ ঘটনা ৷ প্রবল বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল তুর্কির (Turkey) অন্যতম ব্যস্ত শহর ইস্তানবুল (Istanbul) ৷ সূত্রের খবর, শহরের ইস্তিকলাল (Istiklal Pedestrian Street) এলাকায় বিস্ফোরণ হয়েছে ৷ এই এলাকায় একটি হাঁটা পথ রয়েছে ৷ যেখানে সবসময়েই প্রবল ভিড় থাকে ৷ সেই রাস্তাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে ৷ রুশ সংবাদমাধ্যমের তরফ থেকে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যেখানে বিস্ফোরণ ঘটেছে, তা একেবারে শহরের প্রাণকেন্দ্র ৷ এই অঞ্চলটি রয়েছে মধ্য ইস্তানবুলে ৷ ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 11 জনের আহত হওয়ার খবর মিলেছে ৷ তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা ৷

আরও পড়ুন: মালের পরিযায়ী শ্রমিক আবাসে বিধ্বংসী আগুন, মৃত 9 ভারতীয়

বিস্ফোরণের পরই ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ তাঁদের মোবাইল ফোনে ভিডিয়ো রেকর্ডিং শুরু করে দেন ৷ ইতিমধ্যেই সেইসব ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের জেরে রাস্তার বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘটনাস্থলের দিকে দ্রুত গতিতে অ্য়াম্বুল্যান্স আসতেও দেখা গিয়েছে কয়েকটি ভিডিয়ো ফুটেজে ৷

  • An explosion occurred on Istiklal pedestrian street in the center of Istanbul, as reported by Russian Media RT

    — ANI (@ANI) November 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্য়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে ৷ আশপাশের দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিস্ফোরণস্থল ঘিরে ফেলা হয়েছে ৷ তবে, কে বা কারা এই বিস্ফোরণ ঘটাল, বা কীভাবে বিস্ফোরণ হল, সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, এর পিছনে কোনও জঙ্গি সংগঠনের ষড়যন্ত্র থাকতে পারে ৷ তবে, এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সরকারের তরফে ৷

প্রসঙ্গত, মধ্য ইস্তানবুলের এই এলাকা অত্যন্ত জনপ্রিয় ৷ এই এলাকায় প্রচুর পর্যটক বেড়াতে আসেন ৷ এমন একটি পর্যটনকেন্দ্রে হঠাৎ বিস্ফোরণ হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ৷ যদিও প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক ও শান্ত থাকার আবেদন করা হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.