সান ফ্রান্সিসকো, 5 জানুয়ারি: হাজার হাজার কর্মচারীর চাকরি যাবে, বৃহস্পতিবার নিশ্চিত করে জানিয়ে দিলেন অ্যামাজনের সিইও ৷ সবমিলিয়ে 18 হাজার কর্মীর চাকরি ছাঁটাই হতে চলেছেন বলে তিনি জানালেন ৷ এতে অ্যামাজনেরই একাধিক বিভাগের উপর চাপ পড়বে ৷ বিশেষত অ্যামাজন স্টোর্সের উপর সবথেকে বেশি চাপ পড়বে ৷ এছাড়া 'এক্সপিরিয়েন্স অ্যান্ড টেকনোলজি' (Experience and Technology organisations) বিভাগের উপরেও চাপ তৈরি হবে ৷ একটি বিবৃতিতে সিইও অ্যান্ডি জেসি জানান, এর আগে যে বার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছিল তাতে কোনও কাজ হয়নি ৷ তিনি বলেন, "2023 সালের প্রথমে আরও বেশি পদ কমবে বলে আশা করেছিলাম ৷"
নিজের বিবৃতিতে তিনি আরও জানান 18 জানুয়ারি থেকেই শুরু হবে প্রক্রিয়া । তবে এই প্রথম নয়,এর আগেই শোনা গিয়েছিল সংস্থা তার বেশ কিছু কর্মীকে ছাঁটাই করা হবে । পরে সেই খবর সরকারিভাবে নিশ্চিত করা হয় সংস্থার তরফে । এবার জানা গেল সলমিলিয়ে 18 হাজার কর্মী চাকরি হারাতে চলেছেন । অ্যামাজনের আগে ফেসবুক এবং সবার আগে টুইটার কর্মী ছাঁটাই করেছে সাম্প্রতিককালে । এলন মাস্ক (Elon Musk ) দায়িত্ব নেওয়ার পর টুইটারে সিইও পবন আগরওয়ালের চাকরি যায় । ধীরে ধীরে আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মীকে ছাঁটাই করা হয় ।
আরও পড়ুন: বাংলা নয়, বিহার থেকে পাথর ছোড়া হয় বন্দে ভারতে, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ