ETV Bharat / international

Afghan Cinema Halls আফগানিস্তানে খুলছে সিনেমা হল, রুপোলি পর্দায় নিষিদ্ধ অভিনেত্রীরা - কাবুল

প্রায় একবছর বন্ধ থাকার পর আফগানিস্তানে (Afghanistan) সিনেমা হলগুলি খুলতে চলেছে ৷ তবে, আফগান প্রেক্ষাগৃহের (Afghan Cinema Halls) দরজা সাধারণের জন্য খোলা হলেও অভিনেত্রীদের অভিনয়ের সুযোগ থাকছে না বললেই চলে ৷

Afghan Cinema Halls to reopen after one year
Afghan Cinema Halls আফগানিস্তানে খুলছে সিনেমা হল, রুপোলি পর্দায় নিষিদ্ধ অভিনেত্রীরা
author img

By

Published : Aug 28, 2022, 8:56 PM IST

কাবুল, 28 অগস্ট: প্রায় একবছর পর ফের খুলছে আফগান প্রেক্ষাগৃহের (Afghan Cinema Halls) দরজা ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আফগানিস্তানে (Afghanistan) বন্ধ হয়ে যাওয়া সমস্ত সিনেমা হলগুলি একে একে খোলার সিদ্ধান্ত নিয়েছে তালিবান সরকার ৷ তবে, সিনেমা হল খুললেও ছবিতে অভিনয়ের সুযোগ তেমন পাবেন না আফগান নারীরা ৷ তাঁদের উপস্থিতি হবে একেবারেই নগণ্য ৷

একদিকে, তালিবান শাসক তাদের এই পদক্ষেপ নিয়ে ভালো মতো প্রচার করতে চাইছে ৷ পাশাপাশি, নাগরিকদের একাংশও এই সিদ্ধান্তে খুশি ৷ অন্যদিকে, এই প্রেক্ষাপটে বাকিরা ফের একবার আফগানিস্তানে নারী স্বাধীনতা নিয়ে সুর চড়াতে শুরু করেছেন ৷ তাঁদের বক্তব্য, শুধুমাত্র পুরুষ না হওয়ার কারণে একজন শিল্পীর অভিনয়ের অধিকার এভাবে কেড়ে নেওয়া যায় না ৷

আরও পড়ুন: "দীর্ঘদিন ধরে এই বিচারের অপেক্ষায় ছিলাম", লাদেন-সহকারী জাওয়াহিরির নিকেশে বাইডেন

সূত্রের দাবি, প্রাথমিকভাবে আফগানিস্তানের প্রেক্ষাগৃহগুলিতে মোট 37টি ছায়াছবি এবং তথ্যচিত্র দেখানো হবে বলে স্থির করা হয়েছে ৷ তবে, এই এতগুলি ছবির মধ্য়ে কেবলমাত্র কয়েকটিতেই মহিলা চরিত্র রয়েছে ! এবং সেই চরিত্রগুলিতেও অভিনয় করেছেন মাত্র একজন অভিনেত্রী ! তাঁর নাম আতিফা মহম্মদি (Atifa Mohammadi) ৷

তবে, এত প্রতিকূলতার মধ্যেও দেশের সিনেমা হলগুলির দরজা ফের খুলে যাওয়ায় খুশি আফগান অভিনেতারা ৷ যদিও তাঁদের বক্তব্য, শুধুমাত্র প্রেক্ষাগৃহ খুলে বসলেই তো হবে না ৷ ছবি তৈরি করার জন্য মোটা টাকাও লাগবে ৷ একমাত্র তাহলেই এই শিল্পটিকে টিকিয়ে রাখা সম্ভব হবে ৷

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক অভিনেতা জানিয়েছেন, "আমরা অভিনয় করতে ভালোবাসি ৷ তাই নিজেদের পকেট থেকে টাকা খরচ করে ছবি তৈরি করেছি ৷ অবশেষে সেগুলো দেখানো হবে ৷ এটা ভেবেই ভালো লাগছে ৷"

তবে, সিনেমা হল খুলে যাওয়ার খবর পেয়ে আফগান মহিলারা খুব একটা খুশি হতে পারছেন না ৷ কাবুলের বাসিন্দা এক তরুণী যেমন বলেন, "অভিনেত্রী ছাড়া কি কখনও কোনও ছবি তৈরি হয় ! যেভাবে অভিনেত্রীদের কাজ করতে দেওয়া হচ্ছে না, তা মানা যায় না ৷ এটা যেকোনও নারীর অধিকার ৷" বস্তুত, সিনেমা হল খুললেও আফগান মহিলারা আদৌ সেখানে ঢুকতে পারবেন কিনা, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে ৷ কারণ, আফগানিস্তানে তালিবানের শাসন ফেরার পর থেকেই ধাপে ধাপে মহিলাদের অধিকার খর্ব করা হয়েছে ৷ তাই তালিবান সরকারের কোনও আশ্বাসই তাঁরা আর বিশ্বাস করতে পারছেন না ৷

কাবুল, 28 অগস্ট: প্রায় একবছর পর ফের খুলছে আফগান প্রেক্ষাগৃহের (Afghan Cinema Halls) দরজা ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আফগানিস্তানে (Afghanistan) বন্ধ হয়ে যাওয়া সমস্ত সিনেমা হলগুলি একে একে খোলার সিদ্ধান্ত নিয়েছে তালিবান সরকার ৷ তবে, সিনেমা হল খুললেও ছবিতে অভিনয়ের সুযোগ তেমন পাবেন না আফগান নারীরা ৷ তাঁদের উপস্থিতি হবে একেবারেই নগণ্য ৷

একদিকে, তালিবান শাসক তাদের এই পদক্ষেপ নিয়ে ভালো মতো প্রচার করতে চাইছে ৷ পাশাপাশি, নাগরিকদের একাংশও এই সিদ্ধান্তে খুশি ৷ অন্যদিকে, এই প্রেক্ষাপটে বাকিরা ফের একবার আফগানিস্তানে নারী স্বাধীনতা নিয়ে সুর চড়াতে শুরু করেছেন ৷ তাঁদের বক্তব্য, শুধুমাত্র পুরুষ না হওয়ার কারণে একজন শিল্পীর অভিনয়ের অধিকার এভাবে কেড়ে নেওয়া যায় না ৷

আরও পড়ুন: "দীর্ঘদিন ধরে এই বিচারের অপেক্ষায় ছিলাম", লাদেন-সহকারী জাওয়াহিরির নিকেশে বাইডেন

সূত্রের দাবি, প্রাথমিকভাবে আফগানিস্তানের প্রেক্ষাগৃহগুলিতে মোট 37টি ছায়াছবি এবং তথ্যচিত্র দেখানো হবে বলে স্থির করা হয়েছে ৷ তবে, এই এতগুলি ছবির মধ্য়ে কেবলমাত্র কয়েকটিতেই মহিলা চরিত্র রয়েছে ! এবং সেই চরিত্রগুলিতেও অভিনয় করেছেন মাত্র একজন অভিনেত্রী ! তাঁর নাম আতিফা মহম্মদি (Atifa Mohammadi) ৷

তবে, এত প্রতিকূলতার মধ্যেও দেশের সিনেমা হলগুলির দরজা ফের খুলে যাওয়ায় খুশি আফগান অভিনেতারা ৷ যদিও তাঁদের বক্তব্য, শুধুমাত্র প্রেক্ষাগৃহ খুলে বসলেই তো হবে না ৷ ছবি তৈরি করার জন্য মোটা টাকাও লাগবে ৷ একমাত্র তাহলেই এই শিল্পটিকে টিকিয়ে রাখা সম্ভব হবে ৷

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক অভিনেতা জানিয়েছেন, "আমরা অভিনয় করতে ভালোবাসি ৷ তাই নিজেদের পকেট থেকে টাকা খরচ করে ছবি তৈরি করেছি ৷ অবশেষে সেগুলো দেখানো হবে ৷ এটা ভেবেই ভালো লাগছে ৷"

তবে, সিনেমা হল খুলে যাওয়ার খবর পেয়ে আফগান মহিলারা খুব একটা খুশি হতে পারছেন না ৷ কাবুলের বাসিন্দা এক তরুণী যেমন বলেন, "অভিনেত্রী ছাড়া কি কখনও কোনও ছবি তৈরি হয় ! যেভাবে অভিনেত্রীদের কাজ করতে দেওয়া হচ্ছে না, তা মানা যায় না ৷ এটা যেকোনও নারীর অধিকার ৷" বস্তুত, সিনেমা হল খুললেও আফগান মহিলারা আদৌ সেখানে ঢুকতে পারবেন কিনা, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে ৷ কারণ, আফগানিস্তানে তালিবানের শাসন ফেরার পর থেকেই ধাপে ধাপে মহিলাদের অধিকার খর্ব করা হয়েছে ৷ তাই তালিবান সরকারের কোনও আশ্বাসই তাঁরা আর বিশ্বাস করতে পারছেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.