ETV Bharat / international

PTI Minister Missing : পাকিস্তানে ‘নিখোঁজ’ 50 জন মন্ত্রী, চাপে ইমরান খান - PTI minister missing

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের দাবি, খুঁজে পাওয়া যাচ্ছে না ওই দেশের 50 জন মন্ত্রীকে (50 ministers missing in Pakistan) ৷ ওই 50 জনের কেউ ফেডারেল, আবার কেউ প্রভিন্সিয়াল মন্ত্রী ৷ এই ঘটনায় চাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

50 ministers missing in Pakistan Tehreek e Insaf party
PTI Minister Missing : পাকিস্তানে নিখোঁজ 50 জন মন্ত্রী, চাপে ইমরান খান
author img

By

Published : Mar 26, 2022, 2:48 PM IST

ইসলামাবাদ, 26 মার্চ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে (Pakistan PM Imran Khan) সরাতে উঠেপড়ে লেগেছে সেই দেশের বিরোধীরা ৷ আনা হয়েছে অনাস্থা প্রস্তাবও ৷ কিন্তু বিরোধীদের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে, সেই সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না 50 জন মন্ত্রীকে (50 ministers missing in Pakistan) ৷ ওই 50 জনের কেউ ফেডারেল, আবার কেউ প্রভিন্সিয়াল মন্ত্রী ৷ তাঁরা প্রত্যেকেই পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফের (Pakistan Tehreek-e-Insaf party) সদস্য ৷ পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এমনই দাবি করেছে ৷

এই ঘটনা স্বাভাবিকভাবে চাপে ফেলেছে ইমরান খানকে ৷ তিনি আপাতত সরকার বাঁচাতে মরিয়া ৷ তাই প্রশ্ন উঠছে, যাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁরা কি ইমরানের বিরুদ্ধে সঠিক সময়ে আসরে নামবেন ? পাকিস্তানের ওই সংবাদপত্র সূত্রকে উদ্ধৃত করে দাবি করেছে যে ওই মন্ত্রীরা বিকল্প উপায়ের সন্ধানে রয়েছে ৷ তাঁরা সঠিক সময়ের অপেক্ষা করছেন ৷

দল, সরকার ও বিরোধীদের চাপে কোণঠাসা হয়ে পড়া ইমরান খানের সমর্থনে এখনও বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন ৷ তাঁরা এখনও ইমরানের হয়ে পাক সরকার সম্পর্কে নানা ইতিবাচক প্রচার করছেন ৷ তাই পরিস্থিতি শেষ পর্যন্ত ইমরানের পক্ষে থাকে, নাকি বিপক্ষে চলে যায়, এখন সেটাই দেখার !

আরও পড়ুন : India on Accidental Missile Firing : ভুলবশত পাকিস্তানে পড়ল ভারতের ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের

ইসলামাবাদ, 26 মার্চ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে (Pakistan PM Imran Khan) সরাতে উঠেপড়ে লেগেছে সেই দেশের বিরোধীরা ৷ আনা হয়েছে অনাস্থা প্রস্তাবও ৷ কিন্তু বিরোধীদের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে, সেই সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না 50 জন মন্ত্রীকে (50 ministers missing in Pakistan) ৷ ওই 50 জনের কেউ ফেডারেল, আবার কেউ প্রভিন্সিয়াল মন্ত্রী ৷ তাঁরা প্রত্যেকেই পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফের (Pakistan Tehreek-e-Insaf party) সদস্য ৷ পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এমনই দাবি করেছে ৷

এই ঘটনা স্বাভাবিকভাবে চাপে ফেলেছে ইমরান খানকে ৷ তিনি আপাতত সরকার বাঁচাতে মরিয়া ৷ তাই প্রশ্ন উঠছে, যাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁরা কি ইমরানের বিরুদ্ধে সঠিক সময়ে আসরে নামবেন ? পাকিস্তানের ওই সংবাদপত্র সূত্রকে উদ্ধৃত করে দাবি করেছে যে ওই মন্ত্রীরা বিকল্প উপায়ের সন্ধানে রয়েছে ৷ তাঁরা সঠিক সময়ের অপেক্ষা করছেন ৷

দল, সরকার ও বিরোধীদের চাপে কোণঠাসা হয়ে পড়া ইমরান খানের সমর্থনে এখনও বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন ৷ তাঁরা এখনও ইমরানের হয়ে পাক সরকার সম্পর্কে নানা ইতিবাচক প্রচার করছেন ৷ তাই পরিস্থিতি শেষ পর্যন্ত ইমরানের পক্ষে থাকে, নাকি বিপক্ষে চলে যায়, এখন সেটাই দেখার !

আরও পড়ুন : India on Accidental Missile Firing : ভুলবশত পাকিস্তানে পড়ল ভারতের ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.