দাভাঙ্গেরে/শিবমোগা (কর্ণাটক), 18 এপ্রিল: ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সুদানে ৷ গত কয়েকদিন ধরে উত্তর আফ্রিকার এই দেশে সেনা ও আধা সামরিক বাহিনীগুলির মধ্যে চলছে সশস্ত্র লড়াই ৷ ফলে ওই দেশের মানুষের দিন কাটছে আতঙ্কে ৷ আবাসিক এলাকাগুলিতেও চলছে গুলির লড়াই ৷ তাই বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ আহত হচ্ছেন অনেকে ৷
এই পরিস্থিতিতে শুধু ওই দেশের মানুষই নয়, বিদেশিরা যাঁরা সেখানে রয়েছেন, তাঁরাও বিপদে পড়েছেন ৷ কর্ণাটকের 31 জন এই মুহূর্তে সুদানে আটকে পড়েছেন ৷ এদের মধ্যে পাঁচজন আবার কর্ণাটকের দাভাঙ্গেরে জেলার চান্নাগিরির বাসিন্দা ৷ এছাড়া শিবমোগা থেকে 7 জন ও মহীশূর জেলার হুনসুর থেকে 19 জন আটকে রয়েছেন । কেউ কেউ শ্রমিক হিসেবে সেখানে গিয়েছিলেন ৷ অনেকে আবার কাজের সন্ধানে গিয়ে আটকে পড়েছেন ৷
জানা গিয়েছে, তাঁরা সবাই সুদানের এল-ফাশের শহরে আটকে রয়েছেন ৷ ওই ভারতীয়রা যে বাড়িতে রয়েছেন, সেখানেও গুলি চালানো হয় । ক্রমশ পরিস্থিতির অবনতি হচ্ছে ৷ ফলে তাঁদের খাবার ও জলের অভাব তৈরি হচ্ছে ৷ এভাবে তাঁরা কতদিন স্বাভাবিক থাকবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ পরিবারের তরফে তাঁদের উদ্ধারের জন্য ভারতীয় সরকারের কাছে সাহায্য চাওয়া হয়েছে ৷
আটকে পড়া ভারতীয়রা দিন দশেক আগে সেখানে গিয়েছিলেন ৷ পরিবারের কাছে তাঁরা জানিয়েছেন, গত তিনদিন তাঁরা বাড়ির বাইরে বের হতে পারেননি ৷ বাড়ির বাইরে ক্রমাগত গুলির শব্দ শোনা যাচ্ছে ৷ বোমার শব্দও শোনা যাচ্ছে বলে তাঁরা জানিয়েছেন ৷ সেখানকার বিমানবন্দর ধ্বংস করে দেওয়া হয়েছে ৷ অনেক শহরেও তাণ্ডব চালানো হয়েছে ৷ দোকানপাট প্রায় সব বন্ধ ৷ ফলে তাঁদের কাছে খাবার ক্রমশ কমছে ৷ এমনকী জলও শেষ হয়ে আসছে ৷
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সুদানে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এর ফলে এখনও দু’শোর কাছাকাছি সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে খবর ৷ আহতের সংখ্যাও প্রায় দু’হাজার বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে ৷ সুদানের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বিভিন্ন দেশ ৷ রাষ্ট্রসংঘের তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷
আরও পড়ুন: সেনা-আধাসেনা সংঘাতে সুদানে মৃত 185, যুদ্ধ বন্ধের আর্জি ব্লিনকেন-গুতেরেসের