ETV Bharat / international

Bald Eagles: বিষাক্ত দেহাবশেষ খেয়ে মিনিয়াপোলিসে অসুস্থ 10টি ঈগল, মৃত 3 - মিনেসোটার একটি ল্যান্ডফিল

বিষাক্ত দেহাবশেষ খেয়ে মিনেসোটার একটি ল্যান্ডফিলে (Minnesota Landfill) তিনটি ঈগলের মৃত্যু হয়েছে ৷ অসুস্থ আরও 10টি ঈগল (Bald Eagles) ৷ সেগুলির চিকিৎসা চলছে ৷

3 bald eagles die 10 sick after eating euthanised animals at Minnesota landfill
Bald Eagles: বিষাক্ত দেহাবশেষ খেয়ে মিনিয়াপোলিসে অসুস্থ 10টি ঈগল, মৃত 3
author img

By

Published : Dec 12, 2022, 1:10 PM IST

ইনভার গ্রোভার হাইটস (মিনিয়াপোলিস), 12 ডিসেম্বর: বিষাক্ত মৃতদেহ খেয়ে মিনেসোটার একটি ল্যান্ডফিলে (Minnesota Landfill) 13টি ঈগল (Bald Eagles) অসুস্থ হয়ে পড়ে ৷ মৃত্যু হয় তিনটি ঈগলের ৷ দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ইনভার গ্রোভ হাইটসের মিনিয়াপোলিস (Minneapolis) শহরতলির পাইন বেন্ড ল্যান্ডফিলের কাছে চলতি মাসেই ওই ঈগলগুলি পাওয়া গিয়েছিল ৷ তার পর বনাধিকারিকদের তরফে তদন্ত শুরু হয়েছে ৷

যে 10টি পাখি জীবিত রয়েছে, সেগুলিকে মিনেসোটা ইউনিভার্সিটি র‌্যাপ্টর সেন্টারে (University of Minnesota Raptor Center) ইনটেসিভ কেয়ারে রাখা হয়েছে ৷ ওই সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর ভিক্টোরিয়া হল জানিয়েছেন, তিনি আশাবাদী যে এই পাখিগুলি সুস্থ হয়ে উঠবে ৷ তিনি আরও জানিয়েছেন, যখন ঈগলগুলি পাওয়া গিয়েছিল, সেগুলির মধ্যে কিছু বরফের মধ্যে মুখ থুবড়ে পড়ে ছিল এবং র‌্যাপ্টর সেন্টারের কর্মীরা ওই পাখিগুলির জীবিত থাকা নিয়ে নিশ্চিত ছিলেন না ৷ পশুচিকিৎসকদের সন্দেহ, মারা যাওয়া ঈগলগুলি কোনও একটি প্রাণীর মৃতদেহের অংশ খেয়েছিল, যা বিষাক্ত ছিল ৷ তদন্তে উঠে এসেছে যে ওই বিষাক্ত দেহাবশেষ (Carcasses) গত 2 ডিসেম্বর ল্যান্ডফিলে আনা হয়েছিল ৷

ভিক্টোরিয়া হল জানিয়েছেন, র‍্যাপ্টর সেন্টারে যে 11টি ঈগলকে নিয়ে আসা হয়েছিল ৷ সেগুলির মধ্যে তিনটির শরীরে সীসার বিষক্রিয়া হয়েছিল ৷ আর একটি ঈগল বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায় । এছাড়া ল্যান্ডফিলের কাছে আরও দুটি ঈগল মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ এই পরিস্থিতিতে অসুস্থ ঈগলগুলির চিকিৎসার জন্য একটি আর্থিক তহবিল গড়ে তোলা হয়েছে ৷

আরও পড়ুন: 3টি সারমেয়র সামনে দাঁড়িয়ে কোবরা, দেখুন ভিডিয়ো

ইনভার গ্রোভার হাইটস (মিনিয়াপোলিস), 12 ডিসেম্বর: বিষাক্ত মৃতদেহ খেয়ে মিনেসোটার একটি ল্যান্ডফিলে (Minnesota Landfill) 13টি ঈগল (Bald Eagles) অসুস্থ হয়ে পড়ে ৷ মৃত্যু হয় তিনটি ঈগলের ৷ দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ইনভার গ্রোভ হাইটসের মিনিয়াপোলিস (Minneapolis) শহরতলির পাইন বেন্ড ল্যান্ডফিলের কাছে চলতি মাসেই ওই ঈগলগুলি পাওয়া গিয়েছিল ৷ তার পর বনাধিকারিকদের তরফে তদন্ত শুরু হয়েছে ৷

যে 10টি পাখি জীবিত রয়েছে, সেগুলিকে মিনেসোটা ইউনিভার্সিটি র‌্যাপ্টর সেন্টারে (University of Minnesota Raptor Center) ইনটেসিভ কেয়ারে রাখা হয়েছে ৷ ওই সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর ভিক্টোরিয়া হল জানিয়েছেন, তিনি আশাবাদী যে এই পাখিগুলি সুস্থ হয়ে উঠবে ৷ তিনি আরও জানিয়েছেন, যখন ঈগলগুলি পাওয়া গিয়েছিল, সেগুলির মধ্যে কিছু বরফের মধ্যে মুখ থুবড়ে পড়ে ছিল এবং র‌্যাপ্টর সেন্টারের কর্মীরা ওই পাখিগুলির জীবিত থাকা নিয়ে নিশ্চিত ছিলেন না ৷ পশুচিকিৎসকদের সন্দেহ, মারা যাওয়া ঈগলগুলি কোনও একটি প্রাণীর মৃতদেহের অংশ খেয়েছিল, যা বিষাক্ত ছিল ৷ তদন্তে উঠে এসেছে যে ওই বিষাক্ত দেহাবশেষ (Carcasses) গত 2 ডিসেম্বর ল্যান্ডফিলে আনা হয়েছিল ৷

ভিক্টোরিয়া হল জানিয়েছেন, র‍্যাপ্টর সেন্টারে যে 11টি ঈগলকে নিয়ে আসা হয়েছিল ৷ সেগুলির মধ্যে তিনটির শরীরে সীসার বিষক্রিয়া হয়েছিল ৷ আর একটি ঈগল বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায় । এছাড়া ল্যান্ডফিলের কাছে আরও দুটি ঈগল মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ এই পরিস্থিতিতে অসুস্থ ঈগলগুলির চিকিৎসার জন্য একটি আর্থিক তহবিল গড়ে তোলা হয়েছে ৷

আরও পড়ুন: 3টি সারমেয়র সামনে দাঁড়িয়ে কোবরা, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.