ETV Bharat / international

ইরানের থানায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হামলায় 11 জনের মৃত্যু - বন্দুকবাজদের হামলা

11 People Shot Dead by Gunmen in Iran: বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যদের হামলায় 11 জনের মৃত্যু হল দক্ষিণ-পূর্ব ইরানে ৷ সেখানকার এক পুলিশ স্টেশনে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 5:04 PM IST

দুবাই, 15 ডিসেম্বর: দক্ষিণ-পূর্ব ইরানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 11 জনের মৃত্যু হল ৷ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, সেখানকার সরকারি সংবাদ চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি থানায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা ৷ মৃতদের মধ্যে এক সিনিয়র পুলিশ আধিকারির এবং জওয়ান রয়েছে ৷

সিস্তান ও বালুচিস্তান প্রদেশের ডেপুটি-গভর্নর আলি রেজা মারহেমাতি বলেন, ‘‘তেহেরান থেকে 1400 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাস্ক শহরে রাত 2টোর সময় বন্দুকবাজরা হামলা চালায় ৷ যে ঘটনায় সিনিয়র পুলিশ আধিকারিক এবং জওয়ানদের মৃত্যু হয়েছে ৷’’ তিনি এও জানিয়েছেন, পালটা পুলিশের সঙ্গে শুটআউটে একাধিক হামলাকারীর মৃত্যু হয়েছে ৷ সরকারি টিভি চ্যানেলের তরফে দাবি করা হয়েছে, এই হামলার পিছনে জইশ আল-আদল নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে

স্থানীয় সংবাদ মাধ্যমকে উল্লেখ করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, 2019 সালে ইরানের রেভলিউশনারি গার্ড ফোর্সের বাসে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় 27 জনের মৃত্যু হয়েছিল ৷ সেই ঘটনার দায় জইশ আল-আদল নামে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্বীকার করেছিল ৷ এমনকি গত কয়েকমাসে ইরানের সুন্নি অঞ্চলে একাধিক পুলিশ স্টেশনে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও জঙ্গিরা ছোটখাটো হামলা চালিয়েছে ৷ মূলত, সরকারের বিরুদ্ধে নিম্নস্তরের বিদ্রোহের অংশ হিসেবে ওই হামলাগুলি চালানো হয়েছিল বলে খবর ৷

উল্লেখ্য, ইরান প্রশাসনের তরফে এই মুহূর্তে সিস্তান ও বালুচিস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করেছে ৷ বিশেষত, ইরানের প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে ৷ থানাগুলির বাইরে বাড়তি সশস্ত্র জওয়ানদের মোতায়েন করেছে প্রশাসন ৷ চলাচলকারী সব গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে ৷ কারণ, এর আগে ছোটখাটো হামলার ঘটনা ঘটলেও, গতকাল রাতের ঘটনা চিন্তা বাড়িয়েছে সরকারের ৷ আবারও, এমন ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ ইরান সরকারের তরফে তাদের গোয়েন্দা বিভাগগুলিকে আর বেশি করে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রাষ্ট্রসংঘে ইজরায়েল-হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব ! পক্ষে ভোট ভারতের
  2. পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় মৃত 23 সেনা
  3. লাস ভেগাসে মহিলা-সহ তিন শিশুকে গুলি করে আত্মঘাতী ব্যক্তি, তদন্তে পুলিশ

দুবাই, 15 ডিসেম্বর: দক্ষিণ-পূর্ব ইরানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 11 জনের মৃত্যু হল ৷ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, সেখানকার সরকারি সংবাদ চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি থানায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা ৷ মৃতদের মধ্যে এক সিনিয়র পুলিশ আধিকারির এবং জওয়ান রয়েছে ৷

সিস্তান ও বালুচিস্তান প্রদেশের ডেপুটি-গভর্নর আলি রেজা মারহেমাতি বলেন, ‘‘তেহেরান থেকে 1400 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাস্ক শহরে রাত 2টোর সময় বন্দুকবাজরা হামলা চালায় ৷ যে ঘটনায় সিনিয়র পুলিশ আধিকারিক এবং জওয়ানদের মৃত্যু হয়েছে ৷’’ তিনি এও জানিয়েছেন, পালটা পুলিশের সঙ্গে শুটআউটে একাধিক হামলাকারীর মৃত্যু হয়েছে ৷ সরকারি টিভি চ্যানেলের তরফে দাবি করা হয়েছে, এই হামলার পিছনে জইশ আল-আদল নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে

স্থানীয় সংবাদ মাধ্যমকে উল্লেখ করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, 2019 সালে ইরানের রেভলিউশনারি গার্ড ফোর্সের বাসে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় 27 জনের মৃত্যু হয়েছিল ৷ সেই ঘটনার দায় জইশ আল-আদল নামে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্বীকার করেছিল ৷ এমনকি গত কয়েকমাসে ইরানের সুন্নি অঞ্চলে একাধিক পুলিশ স্টেশনে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও জঙ্গিরা ছোটখাটো হামলা চালিয়েছে ৷ মূলত, সরকারের বিরুদ্ধে নিম্নস্তরের বিদ্রোহের অংশ হিসেবে ওই হামলাগুলি চালানো হয়েছিল বলে খবর ৷

উল্লেখ্য, ইরান প্রশাসনের তরফে এই মুহূর্তে সিস্তান ও বালুচিস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করেছে ৷ বিশেষত, ইরানের প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে ৷ থানাগুলির বাইরে বাড়তি সশস্ত্র জওয়ানদের মোতায়েন করেছে প্রশাসন ৷ চলাচলকারী সব গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে ৷ কারণ, এর আগে ছোটখাটো হামলার ঘটনা ঘটলেও, গতকাল রাতের ঘটনা চিন্তা বাড়িয়েছে সরকারের ৷ আবারও, এমন ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ ইরান সরকারের তরফে তাদের গোয়েন্দা বিভাগগুলিকে আর বেশি করে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রাষ্ট্রসংঘে ইজরায়েল-হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব ! পক্ষে ভোট ভারতের
  2. পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় মৃত 23 সেনা
  3. লাস ভেগাসে মহিলা-সহ তিন শিশুকে গুলি করে আত্মঘাতী ব্যক্তি, তদন্তে পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.