বেইরুট, 1 মার্চ: তুরস্কের ড্রোন হানায় গতকাল সিরিয়ায় প্রাণ হারাল 26 জন সেনা জওয়ান ৷ সিরিয়ার মানবাধিকার রক্ষা সংস্থার তরফে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে ৷
28 ফেব্রুয়ারি সিরিয়ার এয়ার-স্ট্রাইকে সেদেশে মোতায়েন তুরস্কের 33 জন সেনা জওয়ান মারা গেছিলেন ৷ পরে জখম আরও এক জওয়ান প্রাণ হারান হাসপাতালে৷ সেই দিনেই তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান হুঁশিয়ারি দিয়েছিলেন, এর প্রতিশোধ তুরস্ক নেবে ৷ তুরস্কের প্রেসিডেন্টের এই প্রতিহিংসাপরায়ণ মন্তব্যের জেরেই এই হামলা হয়েছে বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷
ওই মানবাধিকার রক্ষা সংস্থার তরফে জানানো হয়েছে, " সিরিয়ার ইদলিব ও আলেপ্পো এলাকায় সেনাঘাঁটিতে তুরস্কের এক ড্রোন হানায় প্রাণ হারিয়েছে সিরিয়ার 26 জন সেনা জওয়ান ৷"
গত বছরের ডিসেম্বর থেকেই উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে সরকারবিরোধী দলগুলির উপর অত্যাচার শুরু হয় ৷ এই সরকারবিরোধী দলগুলিকে আগাগোড়াই মদত দিয়ে আসছে তুরস্ক ৷ এর আগেও একাধিকবার সিরিয়া সমস্যা নিয়ে মুখ খুলেছে রাষ্ট্রসংঘ ৷ 2011 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত সিরিয়ার গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 3 লাখ 80 হাজার মানুষ ৷