ETV Bharat / international

ইরানকে থামান, না হলে অকল্পনীয়ভাবে বাড়বে তেলের দাম : সৌদি যুবরাজ - Iran not deterred

গতকাল সংবাদমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমান বলেন, "বিশ্ব যদি ইরানকে নিরস্ত করার জন্য দৃঢ় পদক্ষেপ না করে, তাহলে আমরাও এমন পদক্ষেপ নেব যা বিশ্ব স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে । এতে তেলের সরবরাহ ব্যাহত হবে । তেলের দাম এমনভাবে বাড়বে যা আগে কেউ দেখেনি ।"

সৌদি যুবরাজ
author img

By

Published : Sep 30, 2019, 2:55 PM IST

রিয়াধ, 30 সেপ্টেম্বর : ইরানকে নিরস্ত করতে বিশ্ব এক না হলে তেলের দাম অকল্পনীয়ভাবে বাড়ানোর হুমকি দিয়েছেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমান । গতকাল সংবাদমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন তিনি । তবে এও জানান, সামরিক হস্তক্ষেপের পথে না হেঁটে রাজনৈতিক সমাধানের মাধ্যমে বিষয়টি মেটানোর পক্ষপাতি তিনি ।

অনুষ্ঠানে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার দায়ও নিয়েছেন সৌদি আরবের যুবরাজ । ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সৌদি সাংবাদিক জামাল খাসোগি গত বছরের 2 অক্টোবর ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে বিয়ে সংক্রান্ত কিছু কাগজ আনতে গেছিলেন । এরপর সেখানেই তিনি খুন হন । ওই ঘটনার পর যুবরাজ সলমান বিশ্বব্যাপী কঠোর সমালোচনার মুখে পড়েন ।

সলমান বলেন, "বিশ্ব যদি ইরানকে নিরস্ত করার জন্য দৃঢ় পদক্ষেপ না করে, তাহলে আমরাও এমন পদক্ষেপ নেব যা বিশ্ব স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে । এতে তেলের সরবরাহ ব্যাহত হবে । তেলের দাম এমনভাবে বাড়বে যা আগে কেউ দেখেনি ।"

সাক্ষাৎকারে যুবরাজ 14 সেপ্টেম্বরের তৈল শোধনাগারে ড্রোন হামলার বিষয়ে বলেন, "এ হামলায় বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে । বিশ্ব বাজারে তেলের সরবরাহ প্রায় 5 শতাংশ হ্রাস পেয়েছে ।" তবে তিনি বলেন, বিশ্ব অর্থনীতির কথা বিবেচনা করে সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন তাঁরা ।

ওই হামলার দায় স্বীকার করে ইরানপন্থী ইয়েমেনের হউথি বিদ্রোহীরা । তবে এই দাবি নাকচ করেছে অ্যামেরিকা, ইউরোপের দেশগুলো এবং সৌদি আরব । হামলার জন্য ইরানকে দায়ি করছে তারা । ইরান অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে ।

রিয়াধ, 30 সেপ্টেম্বর : ইরানকে নিরস্ত করতে বিশ্ব এক না হলে তেলের দাম অকল্পনীয়ভাবে বাড়ানোর হুমকি দিয়েছেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমান । গতকাল সংবাদমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন তিনি । তবে এও জানান, সামরিক হস্তক্ষেপের পথে না হেঁটে রাজনৈতিক সমাধানের মাধ্যমে বিষয়টি মেটানোর পক্ষপাতি তিনি ।

অনুষ্ঠানে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার দায়ও নিয়েছেন সৌদি আরবের যুবরাজ । ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সৌদি সাংবাদিক জামাল খাসোগি গত বছরের 2 অক্টোবর ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে বিয়ে সংক্রান্ত কিছু কাগজ আনতে গেছিলেন । এরপর সেখানেই তিনি খুন হন । ওই ঘটনার পর যুবরাজ সলমান বিশ্বব্যাপী কঠোর সমালোচনার মুখে পড়েন ।

সলমান বলেন, "বিশ্ব যদি ইরানকে নিরস্ত করার জন্য দৃঢ় পদক্ষেপ না করে, তাহলে আমরাও এমন পদক্ষেপ নেব যা বিশ্ব স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে । এতে তেলের সরবরাহ ব্যাহত হবে । তেলের দাম এমনভাবে বাড়বে যা আগে কেউ দেখেনি ।"

সাক্ষাৎকারে যুবরাজ 14 সেপ্টেম্বরের তৈল শোধনাগারে ড্রোন হামলার বিষয়ে বলেন, "এ হামলায় বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে । বিশ্ব বাজারে তেলের সরবরাহ প্রায় 5 শতাংশ হ্রাস পেয়েছে ।" তবে তিনি বলেন, বিশ্ব অর্থনীতির কথা বিবেচনা করে সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন তাঁরা ।

ওই হামলার দায় স্বীকার করে ইরানপন্থী ইয়েমেনের হউথি বিদ্রোহীরা । তবে এই দাবি নাকচ করেছে অ্যামেরিকা, ইউরোপের দেশগুলো এবং সৌদি আরব । হামলার জন্য ইরানকে দায়ি করছে তারা । ইরান অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে ।

Shahjahanpur (Uttar Pradesh), Sep 30 (ANI): Congress leader Jitin Prasada has put under preventive custody in UP's Shahjahanpur. Congress wanted to hold a march to highlight the plight of the Shahjahnpur rape victim but administration didn't allow. Prasada said, "Congress today wanted to hold a march to highlight the plight of the Shahjahanpur rape victim but the local administration is not allowing it. Tell me how is it a violation of law? It's unfortunate."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.