রিয়াধ, 30 সেপ্টেম্বর : ইরানকে নিরস্ত করতে বিশ্ব এক না হলে তেলের দাম অকল্পনীয়ভাবে বাড়ানোর হুমকি দিয়েছেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমান । গতকাল সংবাদমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন তিনি । তবে এও জানান, সামরিক হস্তক্ষেপের পথে না হেঁটে রাজনৈতিক সমাধানের মাধ্যমে বিষয়টি মেটানোর পক্ষপাতি তিনি ।
অনুষ্ঠানে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার দায়ও নিয়েছেন সৌদি আরবের যুবরাজ । ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সৌদি সাংবাদিক জামাল খাসোগি গত বছরের 2 অক্টোবর ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে বিয়ে সংক্রান্ত কিছু কাগজ আনতে গেছিলেন । এরপর সেখানেই তিনি খুন হন । ওই ঘটনার পর যুবরাজ সলমান বিশ্বব্যাপী কঠোর সমালোচনার মুখে পড়েন ।
সলমান বলেন, "বিশ্ব যদি ইরানকে নিরস্ত করার জন্য দৃঢ় পদক্ষেপ না করে, তাহলে আমরাও এমন পদক্ষেপ নেব যা বিশ্ব স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে । এতে তেলের সরবরাহ ব্যাহত হবে । তেলের দাম এমনভাবে বাড়বে যা আগে কেউ দেখেনি ।"
সাক্ষাৎকারে যুবরাজ 14 সেপ্টেম্বরের তৈল শোধনাগারে ড্রোন হামলার বিষয়ে বলেন, "এ হামলায় বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে । বিশ্ব বাজারে তেলের সরবরাহ প্রায় 5 শতাংশ হ্রাস পেয়েছে ।" তবে তিনি বলেন, বিশ্ব অর্থনীতির কথা বিবেচনা করে সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন তাঁরা ।
ওই হামলার দায় স্বীকার করে ইরানপন্থী ইয়েমেনের হউথি বিদ্রোহীরা । তবে এই দাবি নাকচ করেছে অ্যামেরিকা, ইউরোপের দেশগুলো এবং সৌদি আরব । হামলার জন্য ইরানকে দায়ি করছে তারা । ইরান অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে ।