কাবুল (আফগানিস্তান), 4 সেপ্টেম্বর : আফগানিস্তান পুনর্দখলে তালিবানের মদতদাতা ছিল পাকিস্তান ৷ এই অভিযোগ আগেই উঠেছিল ৷ এবার সেই অভিযোগের আগুনে ঘি ঢালল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর একটি পদক্ষেপ ৷
জানা গিয়েছে যে পাকিস্তানের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈয়াজ আহমেদ শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন ৷ তাঁর সঙ্গে একটি প্রতিনিধি দলও রয়েছে ৷ যে কোনও দিন আফগানিস্তানে নতুন তালিবান সরকারের ঘোষণা হতে পারে ৷ তাছাড়া পঞ্জশির দখলে এখনও লড়াই চালাচ্ছে তালিবান ৷ এই পরিস্থিতিতে পাক গোয়েন্দা প্রধানের সেখানে উপস্থিত হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷
আরও পড়ুন : Afghan govt email accounts : তালিবান সরকার গঠনের আগেই আফগান সরকারের ই-মেল বন্ধ করল গুগল
এই নিয়ে টুইট করেছেন পাকিস্তানের সাংবাদিক হামজা আজহার সালাম ৷ সেখানে তিনি দাবি করেছেন, তালিবানের আমন্ত্রণেই কাবুলে প্রতিনিধি দল নিয়ে পৌঁছেছেন আইএসআই প্রধান ৷ পাকিস্তানের সঙ্গে তালিবান শাসিত আফগানিস্তানের সম্পর্ক আরও ভাল করার উদ্দেশ্যেই এই সফর বলে টুইটে দাবি হামজার ৷
এদিকে তালিবানকে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে শুক্রবারই তোপ দেগেছিলেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ৷ তিনি এখন ওয়াশিংটনে রয়েছেন ৷ সেখান থেকেই তিনি তোপ দাগেন পাকিস্তানের বিরুদ্ধে ৷
সাংবাদিকদের তিনি বলেন, ‘‘পাকিস্তান হল আফগানিস্তানের প্রতিবেশী ৷ তারা তালিবানকে সমর্থন করেছে ৷ তালিবানকে মদত দিয়েছে ৷ সেখানে এমন অনেক কিছু আছে, যা পাকিস্তানের মদতে চলে ৷ গোটা বিষয়টি এই পরিপ্রেক্ষিতে দেখতে হবে ৷’’
বিশেষজ্ঞরাও শ্রিংলার সঙ্গে একমত ৷ তাঁদেরও মতে, আফগানিস্তানের নির্বাচিত সরকার ফেলে দিতে তালিবানকে মদত দিয়েছিল পাকিস্তান ৷ তাছাড়া রাষ্ট্রসঙ্ঘের সাম্প্রতিক একটি রিপোর্টে দেখা যাচ্ছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তেই আল কায়দার গুরুত্বপূর্ণ নেতারা থাকেন ৷ আর আইএসএল-কে ও আল কায়দার বিদেশি সদস্যরা সব পাকিস্তান হয়েই আফগানিস্তানে পৌঁছেছিল ৷
আরও পড়ুন : Afghanistan : পঞ্জশিরে তালিবানকে প্রতিঘাত জারি থাকবে, দৃঢ় প্রতিজ্ঞ সালেহ