ওয়াশিংটন, 29 অগস্ট : কাবুল বিমানবন্দরে ফের জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ গত 26 অগস্ট কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ৷ যাতে মৃত্যু হয় 170 জন আফগান নাগরিক ও 13 জন মার্কিন সেনার ৷ এর পর শনিবার আমেরিকা পাল্টা ড্রোন হামলা চালায় ৷ বিমানবন্দর হামলার মূলচক্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করে পেন্টাগন ৷ কিন্তু এখানেই অশান্তি থামছে না ৷ আগামী "24-36 ঘণ্টার মধ্যে" কাবুল বিমানবন্দরে ফের জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করলেন বাইডেন ৷
-
I said we would go after the group responsible for the attack on our troops and innocent civilians in Kabul, and we have. My full statement on the strike that U.S. forces took last night against the terrorist group ISIS-K in Afghanistan: https://t.co/hOb6xQ4ZZv
— President Biden (@POTUS) August 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I said we would go after the group responsible for the attack on our troops and innocent civilians in Kabul, and we have. My full statement on the strike that U.S. forces took last night against the terrorist group ISIS-K in Afghanistan: https://t.co/hOb6xQ4ZZv
— President Biden (@POTUS) August 28, 2021I said we would go after the group responsible for the attack on our troops and innocent civilians in Kabul, and we have. My full statement on the strike that U.S. forces took last night against the terrorist group ISIS-K in Afghanistan: https://t.co/hOb6xQ4ZZv
— President Biden (@POTUS) August 28, 2021
26 অগস্ট বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের জবাবে গতকাল আমেরিকা পাল্টা ড্রোন হামলা চালায় পূর্ব আফগানিস্তানে ৷ পেন্টাগনের (Pentagon) দাবি, এই হামলায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর (Islamic State group) দু'জন প্রধান জঙ্গি মারা গিয়েছে ৷ এরপর গতকাল প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "এই আক্রমণটাই শেষ নয় ৷ আমরা বর্বরোচিত ওই আক্রমণের সঙ্গে জড়িত প্রত্য়েকটি মানুষকে খুঁজে বের করব ৷ " সেই সময় তিনি আরও জানান, তাঁর কম্যান্ডাররা তাঁকে আগামী 24-36 ঘণ্টার মধ্যে ফের জঙ্গি আক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছে ৷ ফলে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত মার্কিন সেনাকে কড়া নিরাপত্তার বিষয়ে নতুন করে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
-
My heart goes out to the families of our fallen service members and to all those harmed in the attacks in Kabul today. The Secretary and I are more determined than ever to see the mission through, to get as many people to safety as we can, and to honor those who have sacrificed. https://t.co/W2kkhg14HJ
— Deputy Secretary of Defense Dr. Kathleen Hicks (@DepSecDef) August 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My heart goes out to the families of our fallen service members and to all those harmed in the attacks in Kabul today. The Secretary and I are more determined than ever to see the mission through, to get as many people to safety as we can, and to honor those who have sacrificed. https://t.co/W2kkhg14HJ
— Deputy Secretary of Defense Dr. Kathleen Hicks (@DepSecDef) August 26, 2021My heart goes out to the families of our fallen service members and to all those harmed in the attacks in Kabul today. The Secretary and I are more determined than ever to see the mission through, to get as many people to safety as we can, and to honor those who have sacrificed. https://t.co/W2kkhg14HJ
— Deputy Secretary of Defense Dr. Kathleen Hicks (@DepSecDef) August 26, 2021
আরও পড়়ুন : US Forces Target ISIS-K: প্রত্যাঘাত আমেরিকার, বিমানবন্দর হামলার মূলচক্রী খতম; দাবি পেন্টাগনের
পেন্টাগন জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর 13টি দল আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছে ৷ বিগত 20 বছরে 2 হাজার 400-রও বেশি মার্কিন সেনা প্রাণ হারিয়েছে আমেরিকার দীর্ঘতম যুদ্ধে ৷ প্রেসিডেন্ট বাইডেনের (President Biden) সচিব (press secretary) জেন সাকি (Jen Psaki) জানিয়েছেন, বৃহস্পতিবারের বিস্ফোরণে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের এই আত্মবলিদান, সেবাকে সম্মান জানাতে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে যা যা করা সম্ভব, তিনি সব করবেন৷