ETV Bharat / international

Humanitarian convoy attacked : মারিউপোলে মানবিক কনভয়ে হামলা চালাচ্ছে রুশ সেনা, মারাত্মক অভিযোগ জেলেনস্কির - Zelenskyy says Russian occupiers attacked humanitarian convoy in Mariupol

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে এক ভিডিওবার্তায় মারিউপোলের শরণার্থীদের দুর্দশার চিত্র সামনে এনেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ৷ বম্ব শেল্টারে আটকে থাকা অবশিষ্ট শরণার্থীদের অবস্থা নাকি আঁতকে ওঠার মত ৷ জানিয়েছেন জেলেনস্কি ৷ (Zelenskyy says Russian occupiers attacked humanitarian convoy in Mariupol) ৷

War in Ukraine
মারিউপোলে মানবিক কনভয়ে হামলা চালাচ্ছে রুশ সেনা, মারাত্মক অভিযোগ জেলেনস্কির
author img

By

Published : Mar 23, 2022, 2:35 PM IST

কিভ, 23 মার্চ : যুদ্ধরত দু'দেশের মধ্যে শান্তি আলোচনায় মানবিক করিডরের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল আগেই ৷ মস্কোর আগ্রাসনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনের অন্যতম বড় শহর মারিউপোল থেকে সেই মানবিক করিডরের মধ্যে দিয়ে 7 হাজার শরনার্থীকে উদ্ধার করা হয়েছে এ যাবৎ ৷ কিন্তু এখনও আটকে প্রায় 1 লক্ষ ৷ তবে বম্ব শেল্টারে আটকে থাকা অবশিষ্ট শরণার্থীদের অবস্থা নাকি আঁতকে ওঠার মত ৷ যার জন্য রুশ সেনাকেই দায়ী করছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷

মঙ্গলবার মারিউপোলে আটকে থাকা শরণার্থীদের জন্য অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী মানবিক কনভয় অবরুদ্ধ করেছে রুশ সেনা ৷ একইসঙ্গে বেশ কিছু উদ্ধারকর্মী এবং কনভয় চালককেও আটকে রাখার মারাত্মক অভিযোগ আনলেন জেলেনস্কি ৷ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে এক ভিডিওবার্তায় মারিউপোলের শরণার্থীদের দুর্দশার চিত্র সামনে এনেছেন ইউক্রেন প্রেসিডেন্ট (Zelenskyy says Russian occupiers attacked humanitarian convoy in Mariupol) ৷

জেলেনস্কি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, "মারিউপোলে বসবাসকারীদের জন্য আমরা একটি সুষ্ঠু মানবিক করিডর তৈরি করার চেষ্টা চালালেও ইচ্ছাকৃত হামলা চালিয়ে রুশ সেনা তাতে বারংবার বিঘ্ন ঘটাচ্ছে ৷" পুতিনের দেশের সেনা মানবিক করিডরের 11জন চালক এবং 4 উদ্ধারকর্মীকে তুলে নিয়ে গিয়েছে বলে জেলেনস্কির ডেপুটি ইরিনা ভেলেশচুকের অভিযোগ ৷

আরও পড়ুন : ইউক্রেনে ত্রাণ পাঠাতে ভারতের থেকে পাইলট চাইছেন বাইডেন !

জেলেনস্কি এদিন ভিডিওবার্তায় বলেন, "7 হাজারের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হলেও মারিউপোলে এখনও আটকে প্রায় এক লক্ষ ৷ যাদের অবস্থা তথৈবচ ৷ অবরুদ্ধ জায়গায় খাবার ছাড়া, জল ছাড়া, ওষুধ ছাড়া দিন কাটছে প্রত্যেকের ৷ এদিকে রাশিয়া বোমারু বিমানের হামলা চালিয়ে যাচ্ছে ক্রমাগত ৷"

কিভ, 23 মার্চ : যুদ্ধরত দু'দেশের মধ্যে শান্তি আলোচনায় মানবিক করিডরের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল আগেই ৷ মস্কোর আগ্রাসনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনের অন্যতম বড় শহর মারিউপোল থেকে সেই মানবিক করিডরের মধ্যে দিয়ে 7 হাজার শরনার্থীকে উদ্ধার করা হয়েছে এ যাবৎ ৷ কিন্তু এখনও আটকে প্রায় 1 লক্ষ ৷ তবে বম্ব শেল্টারে আটকে থাকা অবশিষ্ট শরণার্থীদের অবস্থা নাকি আঁতকে ওঠার মত ৷ যার জন্য রুশ সেনাকেই দায়ী করছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷

মঙ্গলবার মারিউপোলে আটকে থাকা শরণার্থীদের জন্য অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী মানবিক কনভয় অবরুদ্ধ করেছে রুশ সেনা ৷ একইসঙ্গে বেশ কিছু উদ্ধারকর্মী এবং কনভয় চালককেও আটকে রাখার মারাত্মক অভিযোগ আনলেন জেলেনস্কি ৷ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে এক ভিডিওবার্তায় মারিউপোলের শরণার্থীদের দুর্দশার চিত্র সামনে এনেছেন ইউক্রেন প্রেসিডেন্ট (Zelenskyy says Russian occupiers attacked humanitarian convoy in Mariupol) ৷

জেলেনস্কি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, "মারিউপোলে বসবাসকারীদের জন্য আমরা একটি সুষ্ঠু মানবিক করিডর তৈরি করার চেষ্টা চালালেও ইচ্ছাকৃত হামলা চালিয়ে রুশ সেনা তাতে বারংবার বিঘ্ন ঘটাচ্ছে ৷" পুতিনের দেশের সেনা মানবিক করিডরের 11জন চালক এবং 4 উদ্ধারকর্মীকে তুলে নিয়ে গিয়েছে বলে জেলেনস্কির ডেপুটি ইরিনা ভেলেশচুকের অভিযোগ ৷

আরও পড়ুন : ইউক্রেনে ত্রাণ পাঠাতে ভারতের থেকে পাইলট চাইছেন বাইডেন !

জেলেনস্কি এদিন ভিডিওবার্তায় বলেন, "7 হাজারের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হলেও মারিউপোলে এখনও আটকে প্রায় এক লক্ষ ৷ যাদের অবস্থা তথৈবচ ৷ অবরুদ্ধ জায়গায় খাবার ছাড়া, জল ছাড়া, ওষুধ ছাড়া দিন কাটছে প্রত্যেকের ৷ এদিকে রাশিয়া বোমারু বিমানের হামলা চালিয়ে যাচ্ছে ক্রমাগত ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.