ETV Bharat / international

WikiLeaks' Assange weds in London prison: লন্ডনের জেলে বাগদত্তাকে বিয়ে করলেন উইকিলিকসের অ্যাসাঞ্জ - WikiLeaks' Assange weds in London prison

লন্ডনের জেলে বাগদত্তা স্টেলা মরিসকে বিয়ে করলেন উইকিলিকসের জুলিয়ান অ্যাসাঞ্জ (London prison ceremony) ৷ ছোট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতেগোনা অতিথি (WikiLeaks' Assange weds in London prison) ৷

WikiLeaks' Assange weds fiancee in London prison
লন্ডনের জেলে বাগদত্তাকে বিয়ে করলেন উইকিলিকসের অ্যাসাঞ্জ
author img

By

Published : Mar 24, 2022, 2:20 PM IST

লন্ডন, 24 মার্চ: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (WikiLeaks' Assange weds in London prison) ৷ লন্ডনের যে সংশোধনাগারে তিনি বন্দি, সেখানেই তাঁর বাগদত্তা স্টেলা মরিসকে বিয়ে করলেন তিনি ৷

আয়োজন ছিল একেবারেই ছোট (London prison ceremony)৷ মাত্র চারজন অতিথি ও দু‘জন সাক্ষীকে বুধবারের বিয়েতে উপস্থিত থাকার জন্য অনুমতি দিয়েছিল সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ সেই মতোই বিনা আড়ম্বরে জেলেই হল বিয়ে ৷ জেলের বাইরে অ্যাসাঞ্জ ও তাঁর দুই ছেলের সঙ্গে ছবিতে পোজ দিতে দেখা গিয়েছে স্টেলাকে ৷ তাঁর পরনে ছিল বিয়ের পোশাক আর মাথায় এমব্রয়ডারি করা ভেল ৷ সেই পোশাকের ডিজাইন করেছেন ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড ৷ অ্যাসাঞ্জের সমর্থকদের মধ্যে তিনি অন্যতম ৷

আরও পড়ুন: Julian Assange: জেলেই প্রেমিকাকে বিয়ের ছাড়পত্র পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

বিয়ের আগে স্টেলা সংবাদমাধ্যমে লিখেছিলেন, "এই ব্যক্তিগত ইভেন্টের প্রতিটি অংশে পুলিশি নজরদারি ৷ আমাদের অতিথি তালিকা থেকে শুরু করে বিয়ের ছবি তোলাতেও ৷ জেলের দেওয়াল, রাজনৈতিক নিপীড়ন, নির্বিচারে আটক, জুলিয়ান ও আমার পরিবারকে হেনস্থা - এত কিছু সত্ত্বেও এই বিয়ে ভালবাসা ও সহনশীলতার ঘোষণামাত্র ৷"

গুপ্তচরের অভিযোগের তদন্তে অ্যাসাঞ্জকে (WikiLeaks' Assange weds fiancee in London prison ceremony) আমেরিকায় প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ তবে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করলেও অ্যাসাঞ্জের আবেদন গত সপ্তাহে খারিজ করে দিয়েছে আদালত ৷

লন্ডন, 24 মার্চ: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (WikiLeaks' Assange weds in London prison) ৷ লন্ডনের যে সংশোধনাগারে তিনি বন্দি, সেখানেই তাঁর বাগদত্তা স্টেলা মরিসকে বিয়ে করলেন তিনি ৷

আয়োজন ছিল একেবারেই ছোট (London prison ceremony)৷ মাত্র চারজন অতিথি ও দু‘জন সাক্ষীকে বুধবারের বিয়েতে উপস্থিত থাকার জন্য অনুমতি দিয়েছিল সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ সেই মতোই বিনা আড়ম্বরে জেলেই হল বিয়ে ৷ জেলের বাইরে অ্যাসাঞ্জ ও তাঁর দুই ছেলের সঙ্গে ছবিতে পোজ দিতে দেখা গিয়েছে স্টেলাকে ৷ তাঁর পরনে ছিল বিয়ের পোশাক আর মাথায় এমব্রয়ডারি করা ভেল ৷ সেই পোশাকের ডিজাইন করেছেন ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড ৷ অ্যাসাঞ্জের সমর্থকদের মধ্যে তিনি অন্যতম ৷

আরও পড়ুন: Julian Assange: জেলেই প্রেমিকাকে বিয়ের ছাড়পত্র পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

বিয়ের আগে স্টেলা সংবাদমাধ্যমে লিখেছিলেন, "এই ব্যক্তিগত ইভেন্টের প্রতিটি অংশে পুলিশি নজরদারি ৷ আমাদের অতিথি তালিকা থেকে শুরু করে বিয়ের ছবি তোলাতেও ৷ জেলের দেওয়াল, রাজনৈতিক নিপীড়ন, নির্বিচারে আটক, জুলিয়ান ও আমার পরিবারকে হেনস্থা - এত কিছু সত্ত্বেও এই বিয়ে ভালবাসা ও সহনশীলতার ঘোষণামাত্র ৷"

গুপ্তচরের অভিযোগের তদন্তে অ্যাসাঞ্জকে (WikiLeaks' Assange weds fiancee in London prison ceremony) আমেরিকায় প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ তবে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করলেও অ্যাসাঞ্জের আবেদন গত সপ্তাহে খারিজ করে দিয়েছে আদালত ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.