ETV Bharat / international

দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়্যান্ট বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা চাপ বাড়াচ্ছে, উদ্বিগ্ন হু - Delta Variant latest news today

করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ তাই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷ আগামী কয়েকমাসে এই ভ্যারিয়্যান্টের জন্য সংক্রমণের ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে বলে তাদের আশঙ্কা ৷

who express concern about speedy transmission of delta variant is more threat for health system
দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়্যান্ট বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা চাপ বাড়াচ্ছে, উদ্বিগ্ন হু
author img

By

Published : Jul 14, 2021, 1:36 PM IST

জেনেভা (রাষ্ট্রসঙ্ঘ), 14 জুলাই : করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট (Delta Variant) দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ তাতে সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ এর ফলে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ তৈরি হচ্ছে ৷ বিশেষ করে করোনার টিকাকরণের প্রক্রিয়া কম হওয়ায় এই চাপ ক্রমশ ভয়ানক আকার ধারণ করছে ৷ এমনই সতর্কবার্তা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (World Health Organization) বা হু ৷

গতকাল, মঙ্গলবার হু-এর কোভিড-19 (Covid-19) সংক্রান্ত সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেট প্রকাশিত হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে বিভিন্ন এলাকায় ডেল্টা ভ্যারিয়্যান্টে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ 13 জুলাই পর্যন্ত বিশ্বের 111টি দেশ, অঞ্চল ও এলাকায় এই ডেল্টা ভ্যারিয়্যান্টের অস্তিত্ব পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন : Coronavirus India: দেশে বাড়ল সংক্রমণ, তবে নিম্নমুখী মৃত্যুর হার

হু (WHO)-এর আশঙ্কা, এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হওয়ার সংখ্যা আগামিদিনে আরও বৃদ্ধি পাবে ৷ আর আগামী কয়েকমাস এই ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর প্রভাব ফেলবে সারা বিশ্বে ৷ যেহেতু করোনার টিকাকরণ (Covid Vaccination) এখনও পর্যন্ত সেইভাবে গতি পায়নি, তাই স্বাস্থ্য ব্যবস্থায় এই ডেল্টা ভ্যারিয়্যান্ট ক্রমশ ভয়ঙ্কর চাপ তৈরি করছে ৷

তার উপর করোনা সংক্রমণ কমলেই যেভাবে বিধি না মেনে মানুষ বাইরে বের হচ্ছেন, তাতে ভয় আরও বাড়ছে বলেই হু-এর অভিমত ৷ কারণ, এতে সংক্রমণ বাড়ছে ৷ হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷ মৃত্যুও বাড়ছে৷ তাই স্থানীয় হোক বা আন্তর্জাতিকস্তর, সর্বত্রই অপ্রয়োজনীয় যাতায়াতে রাশ টানতে চায় বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷

আরও পড়ুন : Zika Virus : আরও 4 জন, কেরালায় চিন্তা বাড়িয়ে জ়িকায় আক্রান্ত 23

হু-এর সমীক্ষা অনুযায়ী, এখনও পর্যন্ত করোনার আলফা ভ্যারিয়্যান্ট 178টি দেশে ছড়িয়েছে ৷ বিটা ভ্যারিয়্যান্ট ছড়িয়েছে 123টি দেশে এবং গামা ভ্যারিয়্যান্ট ছড়িয়েছে 75টি দেশে ৷ সেই নিরিখে আলফা ও বিটার থেকে পিছিয়ে রয়েছে ডেল্টা ৷ কিন্তু এই ভ্যারিয়্যান্টের করোনা ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ যা করোনার আগের ভ্যারিয়্যান্টগুলির মধ্যে দেখা যায়নি ৷

এই পরিস্থিতিতে হু চায় করোনার টিকাকরণ আরও বাড়ুক ৷ এখনও পর্যন্ত সারা বিশ্বের মোট জনসংখ্যার 24.7 শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন ৷ তার সঙ্গে করোনার টিকার বণ্টনেও সমস্যা রয়েছে ৷

আরও পড়ুন : Covid-19 : করোনা মোকাবিলায় কোভিড ভাইরাসের বিকৃত সিন্থেটিক সংস্করণ ব্য়বহারের ভাবনা গবেষকদের

একই সঙ্গে হু-এর মত, করোনার বিভিন্ন ভ্যারিয়্যান্টে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বদলে যাচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে ৷ প্রয়োজনে ভবিষ্যতে সেই বদলকে সামনে রেখে করোনার টিকাতেও প্রয়োজনীয় হেরফের ঘটাতে হবে ৷

বিশ্বস্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক হিসেব বলছে, চলতি বছরের জুলাই মাসের 5 থেকে 11 তারিখের মধ্যে সারা বিশ্বে 3 মিলিয়ন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ অথচ এর আগে টানা নয় সপ্তাহ করোনার সংক্রমণ কমেছিল ৷ তাছাড়া আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যাও 3 শতাংশ বেড়েছে ৷ এটা নিয়ে চিন্তিত বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷

আরও পড়ুন : অনৈতিক জিনোম এডিটিং বন্ধে আন্তর্জাতিক ডেটাবেসের পক্ষে সওয়াল রাষ্ট্রসংঘের

জেনেভা (রাষ্ট্রসঙ্ঘ), 14 জুলাই : করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট (Delta Variant) দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ তাতে সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ এর ফলে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ তৈরি হচ্ছে ৷ বিশেষ করে করোনার টিকাকরণের প্রক্রিয়া কম হওয়ায় এই চাপ ক্রমশ ভয়ানক আকার ধারণ করছে ৷ এমনই সতর্কবার্তা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (World Health Organization) বা হু ৷

গতকাল, মঙ্গলবার হু-এর কোভিড-19 (Covid-19) সংক্রান্ত সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেট প্রকাশিত হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে বিভিন্ন এলাকায় ডেল্টা ভ্যারিয়্যান্টে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ 13 জুলাই পর্যন্ত বিশ্বের 111টি দেশ, অঞ্চল ও এলাকায় এই ডেল্টা ভ্যারিয়্যান্টের অস্তিত্ব পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন : Coronavirus India: দেশে বাড়ল সংক্রমণ, তবে নিম্নমুখী মৃত্যুর হার

হু (WHO)-এর আশঙ্কা, এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হওয়ার সংখ্যা আগামিদিনে আরও বৃদ্ধি পাবে ৷ আর আগামী কয়েকমাস এই ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর প্রভাব ফেলবে সারা বিশ্বে ৷ যেহেতু করোনার টিকাকরণ (Covid Vaccination) এখনও পর্যন্ত সেইভাবে গতি পায়নি, তাই স্বাস্থ্য ব্যবস্থায় এই ডেল্টা ভ্যারিয়্যান্ট ক্রমশ ভয়ঙ্কর চাপ তৈরি করছে ৷

তার উপর করোনা সংক্রমণ কমলেই যেভাবে বিধি না মেনে মানুষ বাইরে বের হচ্ছেন, তাতে ভয় আরও বাড়ছে বলেই হু-এর অভিমত ৷ কারণ, এতে সংক্রমণ বাড়ছে ৷ হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷ মৃত্যুও বাড়ছে৷ তাই স্থানীয় হোক বা আন্তর্জাতিকস্তর, সর্বত্রই অপ্রয়োজনীয় যাতায়াতে রাশ টানতে চায় বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷

আরও পড়ুন : Zika Virus : আরও 4 জন, কেরালায় চিন্তা বাড়িয়ে জ়িকায় আক্রান্ত 23

হু-এর সমীক্ষা অনুযায়ী, এখনও পর্যন্ত করোনার আলফা ভ্যারিয়্যান্ট 178টি দেশে ছড়িয়েছে ৷ বিটা ভ্যারিয়্যান্ট ছড়িয়েছে 123টি দেশে এবং গামা ভ্যারিয়্যান্ট ছড়িয়েছে 75টি দেশে ৷ সেই নিরিখে আলফা ও বিটার থেকে পিছিয়ে রয়েছে ডেল্টা ৷ কিন্তু এই ভ্যারিয়্যান্টের করোনা ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ যা করোনার আগের ভ্যারিয়্যান্টগুলির মধ্যে দেখা যায়নি ৷

এই পরিস্থিতিতে হু চায় করোনার টিকাকরণ আরও বাড়ুক ৷ এখনও পর্যন্ত সারা বিশ্বের মোট জনসংখ্যার 24.7 শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন ৷ তার সঙ্গে করোনার টিকার বণ্টনেও সমস্যা রয়েছে ৷

আরও পড়ুন : Covid-19 : করোনা মোকাবিলায় কোভিড ভাইরাসের বিকৃত সিন্থেটিক সংস্করণ ব্য়বহারের ভাবনা গবেষকদের

একই সঙ্গে হু-এর মত, করোনার বিভিন্ন ভ্যারিয়্যান্টে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বদলে যাচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে ৷ প্রয়োজনে ভবিষ্যতে সেই বদলকে সামনে রেখে করোনার টিকাতেও প্রয়োজনীয় হেরফের ঘটাতে হবে ৷

বিশ্বস্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক হিসেব বলছে, চলতি বছরের জুলাই মাসের 5 থেকে 11 তারিখের মধ্যে সারা বিশ্বে 3 মিলিয়ন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ অথচ এর আগে টানা নয় সপ্তাহ করোনার সংক্রমণ কমেছিল ৷ তাছাড়া আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যাও 3 শতাংশ বেড়েছে ৷ এটা নিয়ে চিন্তিত বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷

আরও পড়ুন : অনৈতিক জিনোম এডিটিং বন্ধে আন্তর্জাতিক ডেটাবেসের পক্ষে সওয়াল রাষ্ট্রসংঘের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.