ETV Bharat / international

Russia-Ukraine Conflict : ইউক্রেন দাবি মানলে তবেই বন্ধ হবে যুদ্ধ, কড়া বার্তা পুতিনের

রবিবার একাদশ তম দিনে পড়েছে ইউক্রেনের উপর রুশ সেনা বাহিনীর আক্রমণ (Russia Ukraine Conflict ) ৷ দুপক্ষের মধ্যে সোমবার ফের আলচনা হওয়ার কথা ৷

Russia Ukraine war
ইউক্রেন দাবি মানলে তবেই বন্ধ হবে যুদ্ধ, কড়া বার্তা পুতিনের
author img

By

Published : Mar 6, 2022, 10:52 PM IST

মস্কো, 6 মার্চ : রবিবার একাদশ তম দিনে পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine Conflict) ৷ দিন যত যাচ্ছে ততই ইউক্রেনের উপর নিজেদের আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে রুশ সেনা বাহিনী ৷ ধুলোয় মিশছে একের পর এক শহর, হাসপাতাল, স্কুল, বাড়ি ৷ প্রাণ হারাচ্ছেন শয়ে শয়ে মানুষ ৷ উদ্বাস্তু হয়ে ইতিমধ্যেই ইউক্রেন ছেড়েছেন কয়েক লাখ মানুষ ৷ যুদ্ধ শুরুর পর আলোচনার মাধ্যমে সমাধান সূত্রে পৌঁছতে ইতিমধ্যেই দু'দফা আলোচনা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৷ সোমবার তৃতীয় দফার আলোচনায় বসার কথা দুই দেশের প্রতিনিধিদের ৷ তার আগের দিনই ইউক্রেনের উদ্দেশ্যে ফের কড়া বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) ৷ রবিবার তিনি বলেছেন, ইউক্রেন রাশিয়ার শর্ত মানলে তবেই সে দেশে রুশ সেনার অভিযান বন্ধ হবে ৷ মনে করা হচ্ছে আলোচনার টেবিলে ফের বসার আগে এভাবেই ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেনস্কির উপর চাপ বাড়ালেন পুতিন ৷

  • Russian President Vladimir Putin said that Russia’s military operation in Ukraine can be suspended only if Kiev ceases military actions and fulfills Moscow’s demands in a phone conversation with his Turkish counterpart Recep Tayyip Erdogan: Russian News Agency TASS

    — ANI (@ANI) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বজুড়ে প্রবল সমালোচনা, আর্থিক নিষেধাজ্ঞা, রাষ্ট্রসংঘের অনুরোধের পরেও ইউক্রেনের জমি থেকে তিনি যে এখনই সেনা প্রত্যাহার করবেন না তা এদিন বুঝিয়ে দিয়েছেন পুতিন ৷ রবিবার তাঁকে ফোন করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এর্দোগান ৷ রুশ প্রেসিডেন্টকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদসংস্থা তাস জানিয়েছে, এর্দোগানকে পুতিন বলেছেন, "যদি কিভ সেনা অভিযান বন্ধ করে মস্কোর দেওয়া সমস্ত শর্ত মেনে নেয় তাহলেই ইউক্রেনে রুশ সেনার আক্রমণ বন্ধ হবে, অন্যথায় নয় ৷" রাশিয়ার সেনা অভিযান যে পরিকল্পনা মতোই এগোচ্ছে এবং ডনবাস এলাকাকে ইউক্রেনের হাত থেকে মুক্ত করাই যে রাশিয়ার মূল লক্ষ্য এদিন তাও স্পষ্ট করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ৷

আরও পড়ুন : রাশিয়ার মিসাইল হানায় ধ্বংস ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর, সাহায্য চাইলেন জেলেনস্কি

এদিন ফরাসি রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও দীর্ঘক্ষণ কথা হয় রাশিয়ার প্রেসিডেন্টের ৷ আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এদিন পুতিনকে অনুরোধ করেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর অভিযান বন্ধ করতে ও সেখানকার পরমাণু কেন্দ্রগুলির সুরক্ষা নিশ্চিত করতে ৷ জবাবে পুতিন তাঁকে বলেছেন, পরমাণু কেন্দ্র আক্রমণের কোনও পরিকল্পনা নেই রাশিয়ার ৷ ইউক্রেনের কট্টরপন্থীরাই জাপোরিঝঝিয়া পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ৷ হয় দর কষাকষি নয়তো যুদ্ধ দিয়ে রাশিয়া তার লক্ষ্য পূরণ করে ছাড়বে ৷ শনিবারের পর রবিবারও মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া ৷ পুতিনের অভিযোগ, ইউক্রেনের সেনা বাহিনীই যুদ্ধবিরতি উলঙ্ঘন করায় এদিনও উদ্ধার অভিযান এখানে ব্যর্থ হয়েছে ৷

মস্কো, 6 মার্চ : রবিবার একাদশ তম দিনে পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine Conflict) ৷ দিন যত যাচ্ছে ততই ইউক্রেনের উপর নিজেদের আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে রুশ সেনা বাহিনী ৷ ধুলোয় মিশছে একের পর এক শহর, হাসপাতাল, স্কুল, বাড়ি ৷ প্রাণ হারাচ্ছেন শয়ে শয়ে মানুষ ৷ উদ্বাস্তু হয়ে ইতিমধ্যেই ইউক্রেন ছেড়েছেন কয়েক লাখ মানুষ ৷ যুদ্ধ শুরুর পর আলোচনার মাধ্যমে সমাধান সূত্রে পৌঁছতে ইতিমধ্যেই দু'দফা আলোচনা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৷ সোমবার তৃতীয় দফার আলোচনায় বসার কথা দুই দেশের প্রতিনিধিদের ৷ তার আগের দিনই ইউক্রেনের উদ্দেশ্যে ফের কড়া বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) ৷ রবিবার তিনি বলেছেন, ইউক্রেন রাশিয়ার শর্ত মানলে তবেই সে দেশে রুশ সেনার অভিযান বন্ধ হবে ৷ মনে করা হচ্ছে আলোচনার টেবিলে ফের বসার আগে এভাবেই ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেনস্কির উপর চাপ বাড়ালেন পুতিন ৷

  • Russian President Vladimir Putin said that Russia’s military operation in Ukraine can be suspended only if Kiev ceases military actions and fulfills Moscow’s demands in a phone conversation with his Turkish counterpart Recep Tayyip Erdogan: Russian News Agency TASS

    — ANI (@ANI) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বজুড়ে প্রবল সমালোচনা, আর্থিক নিষেধাজ্ঞা, রাষ্ট্রসংঘের অনুরোধের পরেও ইউক্রেনের জমি থেকে তিনি যে এখনই সেনা প্রত্যাহার করবেন না তা এদিন বুঝিয়ে দিয়েছেন পুতিন ৷ রবিবার তাঁকে ফোন করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এর্দোগান ৷ রুশ প্রেসিডেন্টকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদসংস্থা তাস জানিয়েছে, এর্দোগানকে পুতিন বলেছেন, "যদি কিভ সেনা অভিযান বন্ধ করে মস্কোর দেওয়া সমস্ত শর্ত মেনে নেয় তাহলেই ইউক্রেনে রুশ সেনার আক্রমণ বন্ধ হবে, অন্যথায় নয় ৷" রাশিয়ার সেনা অভিযান যে পরিকল্পনা মতোই এগোচ্ছে এবং ডনবাস এলাকাকে ইউক্রেনের হাত থেকে মুক্ত করাই যে রাশিয়ার মূল লক্ষ্য এদিন তাও স্পষ্ট করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ৷

আরও পড়ুন : রাশিয়ার মিসাইল হানায় ধ্বংস ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর, সাহায্য চাইলেন জেলেনস্কি

এদিন ফরাসি রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও দীর্ঘক্ষণ কথা হয় রাশিয়ার প্রেসিডেন্টের ৷ আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এদিন পুতিনকে অনুরোধ করেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর অভিযান বন্ধ করতে ও সেখানকার পরমাণু কেন্দ্রগুলির সুরক্ষা নিশ্চিত করতে ৷ জবাবে পুতিন তাঁকে বলেছেন, পরমাণু কেন্দ্র আক্রমণের কোনও পরিকল্পনা নেই রাশিয়ার ৷ ইউক্রেনের কট্টরপন্থীরাই জাপোরিঝঝিয়া পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ৷ হয় দর কষাকষি নয়তো যুদ্ধ দিয়ে রাশিয়া তার লক্ষ্য পূরণ করে ছাড়বে ৷ শনিবারের পর রবিবারও মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া ৷ পুতিনের অভিযোগ, ইউক্রেনের সেনা বাহিনীই যুদ্ধবিরতি উলঙ্ঘন করায় এদিনও উদ্ধার অভিযান এখানে ব্যর্থ হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.