ETV Bharat / international

Nobel for Physics : কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম বুঝিয়ে পদার্থবিদ্যায় নোবেল তিন বিজ্ঞানীর - Physics

সুকুরো মানাবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেটেরোলজিস্ট ৷ ক্লাউস হ্যাসেলম্যান জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ মেটেরোলজির অধ্যাপক ৷ জিওরজিও পারিসি রোমের সাপেনঞ্জা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ৷

three scientist got nobel prize 2021 for physics
Nobel for Physics : এবার পদার্থবিদ্যায় তিন বিজ্ঞানীকে নোবেল
author img

By

Published : Oct 5, 2021, 5:09 PM IST

Updated : Oct 5, 2021, 6:43 PM IST

কলকাতা, 5 অক্টোবর : পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার (Nobile Prize for Physics) ঘোষণা করা হল মঙ্গলবার ৷ এবার পদার্থবিদ্যায় তিনজনকে নোবেল দেওয়া হল ৷ ওই তিনজন হলেন সুকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান ও জিওরজিও পারিসি ৷ কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেমকে বোঝার জন্য অবদান রাখায় তাঁদের এবার পুরস্কার দেওয়া হল বলে জানিয়েছে নোবেল কমিটি ৷

সুকুরো মানাবে (Syukuro Manabe) প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেটেরোলজিস্ট ৷ ক্লাউস হ্যাসেলম্যান (Klaus Hasselmann) জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ মেটেরোলজির অধ্যাপক ৷ জিওরজিও পারিসি (Giorgio Parisi) রোমের সাপেনঞ্জা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ৷

আরও পড়ুন : Nobel Prize: নোবেল মেডিসিন পুরস্কার জয় 2 মার্কিন বিজ্ঞানীর

সুকুরো মানাবে তাঁর গবেষণায় দেখিয়েছেন পরিবেশে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার জন্য কীভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে ৷ অন্যদিকে ক্লাউস হ্যাসেলম্যান একটি মডেল তৈরি করেছেন যা দেখিয়েছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে কী সম্পর্ক রয়েছে ৷ আর জিওরজিও পারিসি ডিসঅর্ডার্ড কমপ্লেক্স মেটিরিয়ালসের লুকানো প্যাটার্ন আবিষ্কার করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রতি বছর মোট পাঁচটি বিষয়ে নোবেল দেওয়া হয় ৷ সেগুলি হল - পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তি ৷ গতকাল, সোমবার থেকে এবারের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Hungry Photographer : খাবার চেয়ে পাননি, বন্ধুর বিয়ের সব ছবি মুছে দিলেন ফোটোগ্রাফার

প্রথম দিন চিকিৎসা বিজ্ঞান নিয়ে নোবেল দেওয়া হয় ৷ এবার ওই বিভাগে নোবেল পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপৌশনের ৷ তাঁরা আবিষ্কার করেছেন এমন রিসেপ্টর, যা মানবদেহের তাপমাত্রা ও সংস্পর্শ অনুভব করতে সাহায্য করে ৷

কলকাতা, 5 অক্টোবর : পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার (Nobile Prize for Physics) ঘোষণা করা হল মঙ্গলবার ৷ এবার পদার্থবিদ্যায় তিনজনকে নোবেল দেওয়া হল ৷ ওই তিনজন হলেন সুকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান ও জিওরজিও পারিসি ৷ কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেমকে বোঝার জন্য অবদান রাখায় তাঁদের এবার পুরস্কার দেওয়া হল বলে জানিয়েছে নোবেল কমিটি ৷

সুকুরো মানাবে (Syukuro Manabe) প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেটেরোলজিস্ট ৷ ক্লাউস হ্যাসেলম্যান (Klaus Hasselmann) জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ মেটেরোলজির অধ্যাপক ৷ জিওরজিও পারিসি (Giorgio Parisi) রোমের সাপেনঞ্জা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ৷

আরও পড়ুন : Nobel Prize: নোবেল মেডিসিন পুরস্কার জয় 2 মার্কিন বিজ্ঞানীর

সুকুরো মানাবে তাঁর গবেষণায় দেখিয়েছেন পরিবেশে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার জন্য কীভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে ৷ অন্যদিকে ক্লাউস হ্যাসেলম্যান একটি মডেল তৈরি করেছেন যা দেখিয়েছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে কী সম্পর্ক রয়েছে ৷ আর জিওরজিও পারিসি ডিসঅর্ডার্ড কমপ্লেক্স মেটিরিয়ালসের লুকানো প্যাটার্ন আবিষ্কার করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রতি বছর মোট পাঁচটি বিষয়ে নোবেল দেওয়া হয় ৷ সেগুলি হল - পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তি ৷ গতকাল, সোমবার থেকে এবারের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Hungry Photographer : খাবার চেয়ে পাননি, বন্ধুর বিয়ের সব ছবি মুছে দিলেন ফোটোগ্রাফার

প্রথম দিন চিকিৎসা বিজ্ঞান নিয়ে নোবেল দেওয়া হয় ৷ এবার ওই বিভাগে নোবেল পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপৌশনের ৷ তাঁরা আবিষ্কার করেছেন এমন রিসেপ্টর, যা মানবদেহের তাপমাত্রা ও সংস্পর্শ অনুভব করতে সাহায্য করে ৷

Last Updated : Oct 5, 2021, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.