লুবযানা(স্লোভেনিয়া), 18 মে : কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে । নতুন করে কোনও আক্রান্তের হদিস নেই । প্রয়োজন নেই অতিরিক্ত স্বাস্থ্য ব্যবস্থার । মহামারী কোরোনা পুরোপুরি নিয়ন্ত্রণে বলে দাবি করল স্লোভেনিয়া । এপর্যন্ত এটিই ইউরোপের প্রথম দেশ যারা জানাচ্ছে, তারা নিজেদের দেশে কোরোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে ।
4 মার্চ স্লোভেনিয়ায় প্রথম কোরোনা আক্রান্তের হদিস মেলে । তারপরই নড়েচড়ে বসে প্রশাসন । উপযুক্ত পদক্ষেপ করা হয় । শুরু হয় টেস্টিং । 14 মে পর্যন্ত এখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1465 । 14 দিন আগে যেখানে গড়ে আক্রান্তের সংখ্য়া ছিল 35 । এখন সেটা একজনেরও কমে এসে দাঁড়িয়েছে । স্লোভেনিয়া সরকারের তরফে জানানো হয়েছে, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে । কয়েকটি বিশেষ ক্ষেত্রে বিধিনিষেধ জারি রয়েছে । তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে । কোরোনার সমস্ত নিয়ম মেনে দেশের বিভিন্ন সংস্থা খুলে দেওয়া হচ্ছে ।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেল্থ কোরোনা নিয়ন্ত্রণে টেস্টিং, রোগীদের আলাদা রাখা, কোয়ারানটিন ও একাধিক প্রাথমিক স্বাস্থ্যবিধির কথা বলেছে । সেইমতো মেনে চলা হচ্ছে সমস্ত নিয়ম । এদিকে, পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও জনবহুল এলাকায় মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে । এর পাশাপাশি স্কুল ও নার্সারি স্কুলগুলিতে এখনই পঠন-পাঠন শুরু হচ্ছে না । গতকাল স্লোভেনিয়ার সরকার জানায়, নাগরিকদের জন্য যে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারানটিন ছিল, তা তুলে নেওয়া হচ্ছে ।