ETV Bharat / international

Vaccine for Children : পরীক্ষা শেষ, শিশুদের জন্য নাজ়াল স্প্রে ভ্যাকসিন আনছে রাশিয়া - Alexander Gintsburg

সম্প্রতি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে বিজ্ঞানী আলেকজ়েন্ডার গিনসবার্গ জানান, বিশেষভাবে ছোটদের জন্য তৈরি করা এই ভ্যাকসিন দেওয়া শুরু করা যেতে পারে 15 সেপ্টেম্বর থেকে ৷

russia will launch covid-19-vaccine-as-nasal-spray-for-children
russia will launch covid-19-vaccine-as-nasal-spray-for-children
author img

By

Published : Jun 14, 2021, 10:30 AM IST

Updated : Jun 14, 2021, 10:45 AM IST

মস্কো, 14 জুন : 8 থেকে 12 বছরের শিশুদের জন্য করোনার নাজ়াল স্প্রে ভ্যাকসিন (Nasal spray Vaccine for Children's) আনতে চলেছে রাশিয়া (Russia) ৷ ইতিমধ্যে এই ভ্যাকসিনের পরীক্ষানিরীক্ষা শেষ হয়েছে ৷ আগামী সেপ্টেম্বরে এই ভ্যাকসিন বাজারে আনতে চলেছে রাশিয়া ৷ শনিবার স্পুটনিক ভি (Sputnik V) ভ্যাকসিন আবিষ্কার করেছেন যাঁরা, সেই বিজ্ঞানিরা জানান একথা ৷

স্পুটনিক ভি-র আবিষ্কারক সংস্থা গামালিয়া ইন্সটিউটের (Gamaleya Institute) শীর্ষ বিজ্ঞানী আলেকজ়েন্ডার গিনসবার্গ (Alexander Gintsburg) জানান, ইঞ্জেকশনের বদলে শিশুদের নাকে করোনার স্প্রে ভ্যাকসিন দেওয়া হবে ৷

সম্প্রতি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে গিনসবার্গ জানান, বিশেষভাবে ছোটদের জন্য তৈরি করা এই ভ্যাকসিন দেওয়া শুরু করা যেতে পারে 15 সেপ্টেম্বর থেকে ৷

আরও পড়ুন: হাতে 1.29 কোটি ডোজ, ব্যবহার হয়েছে মাত্র 22 লাখ !

একটি সংবাদ মাধ্যমকে আলেকজ়েন্ডার গিনসবার্গ জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে 8 ও 12 বছরের শিশুদের নাজ়াল স্প্রে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি ৷ এমনকি জ্বরও আসেনি ৷

গিনসবার্গ বলেন, ‘‘আমরা ছোটদের নাসারন্ধ্র মারফৎ ভ্যাকসিন দিয়েছি ৷ একই ভ্যাকসিন, এটি কেবল নাজ়াল স্প্রে ৷’’

মস্কো, 14 জুন : 8 থেকে 12 বছরের শিশুদের জন্য করোনার নাজ়াল স্প্রে ভ্যাকসিন (Nasal spray Vaccine for Children's) আনতে চলেছে রাশিয়া (Russia) ৷ ইতিমধ্যে এই ভ্যাকসিনের পরীক্ষানিরীক্ষা শেষ হয়েছে ৷ আগামী সেপ্টেম্বরে এই ভ্যাকসিন বাজারে আনতে চলেছে রাশিয়া ৷ শনিবার স্পুটনিক ভি (Sputnik V) ভ্যাকসিন আবিষ্কার করেছেন যাঁরা, সেই বিজ্ঞানিরা জানান একথা ৷

স্পুটনিক ভি-র আবিষ্কারক সংস্থা গামালিয়া ইন্সটিউটের (Gamaleya Institute) শীর্ষ বিজ্ঞানী আলেকজ়েন্ডার গিনসবার্গ (Alexander Gintsburg) জানান, ইঞ্জেকশনের বদলে শিশুদের নাকে করোনার স্প্রে ভ্যাকসিন দেওয়া হবে ৷

সম্প্রতি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে গিনসবার্গ জানান, বিশেষভাবে ছোটদের জন্য তৈরি করা এই ভ্যাকসিন দেওয়া শুরু করা যেতে পারে 15 সেপ্টেম্বর থেকে ৷

আরও পড়ুন: হাতে 1.29 কোটি ডোজ, ব্যবহার হয়েছে মাত্র 22 লাখ !

একটি সংবাদ মাধ্যমকে আলেকজ়েন্ডার গিনসবার্গ জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে 8 ও 12 বছরের শিশুদের নাজ়াল স্প্রে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি ৷ এমনকি জ্বরও আসেনি ৷

গিনসবার্গ বলেন, ‘‘আমরা ছোটদের নাসারন্ধ্র মারফৎ ভ্যাকসিন দিয়েছি ৷ একই ভ্যাকসিন, এটি কেবল নাজ়াল স্প্রে ৷’’

Last Updated : Jun 14, 2021, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.