ডুসেলডর্ফ, 5 মার্চ : সংবাদমাধ্যমের জন্য নিয়ম আরও কঠিন হল ৷ রাশিয়ার ইউক্রেন আক্রমণ সংক্রান্ত কোনও খবর 'ভুয়ো' মনে হলে, তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করবে ক্রেমলিন ৷ শুক্রবার রাশিয়ার সংসদে এই সংক্রান্ত একটি আইন পাশ হয় ৷ এই আইন অনুযায়ী ইচ্ছাকৃত রাশিয়ার সামরিক বাহিনী, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব বিষয়ক কোনও 'ভুয়ো' খবর ছড়ালে, 15 বছরের জন্য রাশিয়ার জেলে পচতে হবে (Russia passes a law imposing a jail term of 15 years over fake news) ৷
এর ফলে আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি রাশিয়ায় কোনও খবর প্রচার করতে পারবে না ৷ ইতিমধ্যে ফেসবুক এবং টুইটারকে ব্লক করেছে ক্রেমলিন ৷ বিবিসি, আমেরিকা সরকারের 'ভয়েস অফ আমেরিকা' এবং রেডিয়ো ফ্রি ইউরোপ, রেডিয়ো লিবার্টি, জার্মান মিডিয়া ডাচেস ওয়েলি এবং লাতভিয়ার ওয়েবসাইট মেডুজ়াও রাশিয়ায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে ৷
আরও পড়ুন : Russia declares ceasefire : ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
দেশের সম্প্রচার সংস্থা রসকোমনাদজ়োর (Roskomnadzor) জানিয়েছে, রাশিয়ায় কেউ টুইটার এবং ফেসবুক ব্যবহার করতে পারবে না ৷ এর আগে টুইটার-এর বিরুদ্ধে রাশিয়ার নিষিদ্ধ খবর মুছে না ফেলার অভিযোগ এনেছিল ক্রেমলিন ৷
অন্য দিকে প্রতিবাদ জানিয়েছে রাশিয়ার মিডিয়া ৷ 'টিভি রেন' (TV Rain) নামক সংস্থা লাইভ সম্প্রচার বন্ধ রাখে ৷ 'নো টু ওয়ার' তাদের শেষ সম্প্রচার ৷ এই সংস্থার কর্মীরা একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে ৷
ওই চ্যানেলের অন্যতম প্রতিষ্ঠাতা নাতালিয়া সিনদেইয়েভা জানিয়েছেন, 'নো টু ওয়ার' (যুদ্ধ নয়) তাদের শেষ সম্প্রচার ৷ তারপর সবাই স্টুডিয়ো থেকে ওয়াক আউট করেন ৷ অনির্দিষ্ট সময়ের জন্য তাদের সম্প্রচার বন্ধ থাকবে ৷ এই মিডিয়ার মতো আরও অনেকগুলি সংস্থা নতুন আইনের হুমকিতে এবং ইউক্রেন হামলার প্রতিবাদে সম্প্রচার বন্ধ করেছে ৷
একই রকম ঘটনা ঘটেছিল সোভিয়েত ইউনিয়ন পতনের সময় ৷ 1991 সালে এই চ্যানেলটি 'সোয়ান লেক' ব্যালেট ভিডিয়ো দেখিয়েছিল ৷ সেটি রাশিয়ার নিজস্ব টিভি চ্যানেলেও সম্প্রচারিত হয় ৷ এখন ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷