ETV Bharat / international

Joe Biden Helps Ukraine : রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র সাহায্য আমেরিকার - Joe Biden Helps Ukraine

রাশিয়ার সঙ্গে মুখোমুখি যুদ্ধ করবে না আমেরিকা ৷ কিন্তু রুশ সেনাকে রুখতে ইউক্রেনকে অস্ত্র, অর্থ, অন্য সব দিক দিয়ে পাশে থাকার আশ্বাস দিল জো বাউডেন প্রশাসন (Joe Biden Helps Ukraine) ৷

Joe Biden provides Ukraine with money and food
ইউক্রেনকে অর্থ সাহায্য় করছে আমেরিকা
author img

By

Published : Mar 15, 2022, 8:19 AM IST

ওয়াশিংটন, 15 মার্চ : অস্ত্র দেবে জো বাইডেন প্রশাসন ৷ রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে লড়তে ইউক্রেনবাসীদের হাতে অস্ত্রশস্ত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ শুধু তাই নয়, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থীরাও আমেরিকায় আশ্রয় পাবে, টুইটারে এই কথা জানিয়েছেন প্রেসিডেন্ট (President Joe Biden allows Ukrainian refugees and provide weapons to defend Russia) ৷

তিনি বলেন, "ইউক্রেন যাতে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, তা নিশ্চিত করতে আমরা তাদের অস্ত্র দেব ৷ ইউক্রেনবাসীদের রক্ষা করতে আমরা তাদের অর্থ, খাবার এবং অন্য সব সাহায্য করব ৷ আমরা ইউক্রেন শরণার্থীদের স্বাগত জানাচ্ছি ৷"

  • We will make sure Ukraine has weapons to defend against the invading Russian force.

    We will send money and food and aid to save Ukrainian lives.

    We will welcome Ukrainian refugees with open arms.

    — President Biden (@POTUS) March 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : US on Russia-Ukraine Crisis : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ন্যাটো গোষ্ঠী, স্পষ্ট করলেন বাইডেন

এর আগে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে অস্ত্র কিনতে 20 কোটি মার্কিন ডলার দিয়েছে, শনিবার এই কথা জানিয়েছে হোয়াইট হাউজ় ৷ একটি টুইট করে হোয়াইট হাউজ় জানায়, "আজ প্রেসিডেন্ট বাইডেন অতিরিক্ত অস্ত্র ও যুদ্ধ লড়ার প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে 20 কোটি মার্কিন ডলার অনুমোদন করেছেন ৷ 2021 জানুয়ারি থেকে এ পর্যন্ত, এক বছরের মধ্যে আমেরিকা চতুর্থবার সামরিক সাহায্য করল ইউক্রেনকে ৷ তাদের 120 কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ দিয়েছে আমেরিকা ৷"

  • Update: Today, President Biden authorized $200 million for additional arms and equipment to Ukraine. This unprecedented fourth drawdown in less than one year brings the total U.S. security assistance to Ukraine to over $1.2 billion since January 2021.

    — The White House (@WhiteHouse) March 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর মধ্যে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন টুইট করে লেখেন, "আমি ইউক্রেনকে অস্ত্র, সরঞ্জামের বন্দোবস্ত করতে 20 কোটি মার্কিন ডলার অনুমোদন করলাম ৷" তিনিও জানান, এক বছরের মধ্যে এ নিয়ে চারবার আমেরিকা ইউক্রেনকে সামরিক সাহায্য করল ৷

তবে জো বাইডেন বারে বারে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পথ এড়িয়ে গিয়েছেন ৷ কিন্তু তিনি এভাবে ভোলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন ৷

ওয়াশিংটন, 15 মার্চ : অস্ত্র দেবে জো বাইডেন প্রশাসন ৷ রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে লড়তে ইউক্রেনবাসীদের হাতে অস্ত্রশস্ত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ শুধু তাই নয়, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থীরাও আমেরিকায় আশ্রয় পাবে, টুইটারে এই কথা জানিয়েছেন প্রেসিডেন্ট (President Joe Biden allows Ukrainian refugees and provide weapons to defend Russia) ৷

তিনি বলেন, "ইউক্রেন যাতে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, তা নিশ্চিত করতে আমরা তাদের অস্ত্র দেব ৷ ইউক্রেনবাসীদের রক্ষা করতে আমরা তাদের অর্থ, খাবার এবং অন্য সব সাহায্য করব ৷ আমরা ইউক্রেন শরণার্থীদের স্বাগত জানাচ্ছি ৷"

  • We will make sure Ukraine has weapons to defend against the invading Russian force.

    We will send money and food and aid to save Ukrainian lives.

    We will welcome Ukrainian refugees with open arms.

    — President Biden (@POTUS) March 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : US on Russia-Ukraine Crisis : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ন্যাটো গোষ্ঠী, স্পষ্ট করলেন বাইডেন

এর আগে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে অস্ত্র কিনতে 20 কোটি মার্কিন ডলার দিয়েছে, শনিবার এই কথা জানিয়েছে হোয়াইট হাউজ় ৷ একটি টুইট করে হোয়াইট হাউজ় জানায়, "আজ প্রেসিডেন্ট বাইডেন অতিরিক্ত অস্ত্র ও যুদ্ধ লড়ার প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে 20 কোটি মার্কিন ডলার অনুমোদন করেছেন ৷ 2021 জানুয়ারি থেকে এ পর্যন্ত, এক বছরের মধ্যে আমেরিকা চতুর্থবার সামরিক সাহায্য করল ইউক্রেনকে ৷ তাদের 120 কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ দিয়েছে আমেরিকা ৷"

  • Update: Today, President Biden authorized $200 million for additional arms and equipment to Ukraine. This unprecedented fourth drawdown in less than one year brings the total U.S. security assistance to Ukraine to over $1.2 billion since January 2021.

    — The White House (@WhiteHouse) March 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর মধ্যে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন টুইট করে লেখেন, "আমি ইউক্রেনকে অস্ত্র, সরঞ্জামের বন্দোবস্ত করতে 20 কোটি মার্কিন ডলার অনুমোদন করলাম ৷" তিনিও জানান, এক বছরের মধ্যে এ নিয়ে চারবার আমেরিকা ইউক্রেনকে সামরিক সাহায্য করল ৷

তবে জো বাইডেন বারে বারে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পথ এড়িয়ে গিয়েছেন ৷ কিন্তু তিনি এভাবে ভোলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.