রোম, 20 মার্চ: হোলি সি প্রশাসনের দীর্ঘ প্রতিক্ষীত সংস্কার নীতি প্রকাশ করলেন পোপ ফ্রান্সিস (Pope releases Vatican reform) ৷ যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের ভূমিকার উপর বিশেষ জোর দিয়েছেন তিনি ৷ পাশাপাশি যৌন নিগ্রহের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টাকে প্রাতিষ্ঠানিক ভাবে আরও মজবুত করার কথা বলা হয়েছে নয়া সংস্কার নীতিতে (Vatican reform gives weight to fighting abuse) ৷
'প্রেডিকেট ইভাংলিয়াম' বা 'প্রোক্লেইমিং দ্য গসপেল' অর্থাৎ ধর্মের বাণী ঘোষণা ৷ এই নামে 54 পাতার সংস্কার নীতি প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস (Pope Francis releases Vatican reform) ৷ 1988 সালে সেন্ট জন পলের লেখা 'পাস্তর বোনাস' ছিল ভ্যাটিকানের প্রতিষ্ঠাতা সংবিধান ৷ তার জায়গাতেই আনা হল নয়া সংস্কার নীতি ৷
2013 সালে পোপ হিসেবে নির্বাচিত হন ফ্রান্সিস (Pope Francis news) ৷ তাঁর প্রতিশ্রুতি ছিল ভ্যাটিকান প্রশাসনের অযথা স্ফীত ও অপ্রয়োজনীয় দিকগুলিকে বাদ দেবেন তিনি ৷ এই সংবিধান মেনেই 1.3 বিলিয়ন ক্যাথলিক চার্চের কেন্দ্রীয় প্রশাসন পরিচালিত হয় ৷ বেশ কয়েক বছর ধরে ধাপে ধাপে বেশ কিছু প্রশাসনিক সংস্কার আনা হয়েছে ৷ দফতরগুলিকে একত্র করা হয়েছে, আর্থিক সংস্কার করা হয়েছে ৷ তবে ইতালীয় ভাষায় সংস্কারের যে নয়া নীতি প্রকাশিত হয়েছে, তাতে যাবতীয় প্রক্রিয়ার নিয়ম নীতি চূড়ান্ত করা হয়েছে এবং এটি আগামী জুন মাস থেকে কার্যকর হবে ৷
আরও পড়ুন: Pope Francis Meets Ukrainian Children : ইউক্রেনে জখম শিশুর কপালে ব্যান্ডেজ ছুঁলেন পোপ ফ্রান্সিস
ফ্রান্সিস পোপের দায়িত্ব পাওয়ার নবম বর্ষপূর্তিতে শনিবার এই নয়া নীতি প্রকাশিত হয় ৷ এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর ৷ স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, শুধুমাত্র ফাদার, বিশপ বা পোপই নন, সাধারণ মানুষও ভ্যাটিকানের গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষে থাকতে পারেন ৷ পাশাপাশি ভ্যাটিকানের সব কর্মীদের মধ্যে যাতে ভৌগোলিক বিশ্বজনীনতাও প্রতিফলিত হয়, সেটিও নিশ্চিত করার কথা বলা হয়েছে নয়া নীতিতে ৷
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনগুলি আনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, যৌন হেনস্থা রুখতে নেওয়া ব্যবস্থা ৷ যৌন হেনস্থা প্রতিরোধে পোপের পরামর্শদাতা কমিশনকে ভ্যাটিকানের শক্তিশালী ডকট্রিন অফিসে পরিণত করা হয়েছে ৷ এটি যৌন হেনস্থার ঘটনাগুলির ধর্মসম্মত তদন্ত চালাবে ৷
আরও পড়ুন: Narendra Modi : জি-20 সম্মেলনের আগেই পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে পারেন মোদি