ETV Bharat / international

Indian Student Killed In Ukraine : দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বাবা, নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর - Karnataka student killed in shelling in Ukraine

বম্ব শেল্টারে আটকে থাকা নবীন এদিন ওষুধের খোঁজে বেরোলে শেলিংয়ে মৃত্যু হয় তাঁর ৷ ইতিমধ্যেই নিহত ভারতীয় পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi speaks to father of Indian student killed in Ukraine) ৷

Indian Student Killed In Ukraine
দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বাবা, নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর
author img

By

Published : Mar 1, 2022, 6:28 PM IST

Updated : Mar 1, 2022, 7:05 PM IST

নয়াদিল্লি, 1 মার্চ : রুশ সেনার আগ্রাসনে ইউক্রেনে এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিভ ৷ ছবির মতো সুন্দর শহর এখন কার্যত ধ্বংসস্তূপের নীচে ৷ আর খারকিভ থেকেই যুদ্ধের ষষ্ঠদিন মর্মান্তিক খবর ভেসে এল এদেশে ৷ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় পড়ুয়া ৷ রুশ সেনার বম্ব শেলিংয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত প্রথম ভারতীয় নবীন জ্ঞানগৌদর কর্নাটকের হাভেরি জেলার চালাগেরি গ্রামের বাসিন্দা (Karnataka student killed in shelling in Ukraine) ৷

ইউক্রেনের পশ্চিম প্রান্তে অবস্থিত রোমানিয়া, হাঙ্গেরির সীমান্ত দিয়ে এ যাবৎ দফায় দফায় উদ্ধার করা হয়েছে ভারতীয় পড়ুয়াদের ৷ কিন্তু পূর্ব প্রান্তে অবস্থিত খারকিভে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের ভারতীয় দূতাবাস সচেষ্ট নয় এখনও ৷ এমন অভিযোগ শোনা যাচ্ছিল শুরু থেকেই ৷ এদিন সন্তানকে হারিয়ে একই অভিযোগের সুর নবীনের বাবার গলায় ৷

আরও পড়ুন : রুশ মিসাইল হানায় ইউক্রেনে ভারতীয় পড়ুয়া হত

নিহত ভারতীয় পড়ুয়ার বাবা শেখর গৌড়া জানিয়েছেন, যুদ্ধ ষষ্ঠদিনে পড়লেও খারকিভে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করতে কোনও তৎপরতা দেখায়নি ভারতীয় দূতাবাস ৷ একইসঙ্গে তিনি জানান, বম্ব শেল্টারে আটকে থাকা নবীন এদিন ওষুধের খোঁজে বেরোলে শেলিংয়ে মৃত্যু হয় তাঁর ৷ ইতিমধ্যেই নিহত ভারতীয় পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi speaks to father of Indian student killed in Ukraine) ৷ নবীনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই ৷

টুইটে কর্নাটকের মুখ্যমন্ত্রী লেখেন, "ইউক্রেনে বম্ব শেলিংয়ে মৃত্যু কর্নাটকের পড়ুয়া নবীন জ্ঞানগৌদরের মৃত্যুর খবরে আমরা স্তম্ভিত ৷ নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ কীভাবে পড়ুয়ার মরদেহ দেশে নিয়ে আসা যায় সে ব্যাপারে বিদেশ মন্ত্রকের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলেছি ৷"

নয়াদিল্লি, 1 মার্চ : রুশ সেনার আগ্রাসনে ইউক্রেনে এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিভ ৷ ছবির মতো সুন্দর শহর এখন কার্যত ধ্বংসস্তূপের নীচে ৷ আর খারকিভ থেকেই যুদ্ধের ষষ্ঠদিন মর্মান্তিক খবর ভেসে এল এদেশে ৷ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় পড়ুয়া ৷ রুশ সেনার বম্ব শেলিংয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত প্রথম ভারতীয় নবীন জ্ঞানগৌদর কর্নাটকের হাভেরি জেলার চালাগেরি গ্রামের বাসিন্দা (Karnataka student killed in shelling in Ukraine) ৷

ইউক্রেনের পশ্চিম প্রান্তে অবস্থিত রোমানিয়া, হাঙ্গেরির সীমান্ত দিয়ে এ যাবৎ দফায় দফায় উদ্ধার করা হয়েছে ভারতীয় পড়ুয়াদের ৷ কিন্তু পূর্ব প্রান্তে অবস্থিত খারকিভে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের ভারতীয় দূতাবাস সচেষ্ট নয় এখনও ৷ এমন অভিযোগ শোনা যাচ্ছিল শুরু থেকেই ৷ এদিন সন্তানকে হারিয়ে একই অভিযোগের সুর নবীনের বাবার গলায় ৷

আরও পড়ুন : রুশ মিসাইল হানায় ইউক্রেনে ভারতীয় পড়ুয়া হত

নিহত ভারতীয় পড়ুয়ার বাবা শেখর গৌড়া জানিয়েছেন, যুদ্ধ ষষ্ঠদিনে পড়লেও খারকিভে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করতে কোনও তৎপরতা দেখায়নি ভারতীয় দূতাবাস ৷ একইসঙ্গে তিনি জানান, বম্ব শেল্টারে আটকে থাকা নবীন এদিন ওষুধের খোঁজে বেরোলে শেলিংয়ে মৃত্যু হয় তাঁর ৷ ইতিমধ্যেই নিহত ভারতীয় পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi speaks to father of Indian student killed in Ukraine) ৷ নবীনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই ৷

টুইটে কর্নাটকের মুখ্যমন্ত্রী লেখেন, "ইউক্রেনে বম্ব শেলিংয়ে মৃত্যু কর্নাটকের পড়ুয়া নবীন জ্ঞানগৌদরের মৃত্যুর খবরে আমরা স্তম্ভিত ৷ নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ কীভাবে পড়ুয়ার মরদেহ দেশে নিয়ে আসা যায় সে ব্যাপারে বিদেশ মন্ত্রকের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলেছি ৷"

Last Updated : Mar 1, 2022, 7:05 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.