নয়াদিল্লি, 1 মার্চ : রুশ সেনার আগ্রাসনে ইউক্রেনে এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিভ ৷ ছবির মতো সুন্দর শহর এখন কার্যত ধ্বংসস্তূপের নীচে ৷ আর খারকিভ থেকেই যুদ্ধের ষষ্ঠদিন মর্মান্তিক খবর ভেসে এল এদেশে ৷ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় পড়ুয়া ৷ রুশ সেনার বম্ব শেলিংয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত প্রথম ভারতীয় নবীন জ্ঞানগৌদর কর্নাটকের হাভেরি জেলার চালাগেরি গ্রামের বাসিন্দা (Karnataka student killed in shelling in Ukraine) ৷
ইউক্রেনের পশ্চিম প্রান্তে অবস্থিত রোমানিয়া, হাঙ্গেরির সীমান্ত দিয়ে এ যাবৎ দফায় দফায় উদ্ধার করা হয়েছে ভারতীয় পড়ুয়াদের ৷ কিন্তু পূর্ব প্রান্তে অবস্থিত খারকিভে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের ভারতীয় দূতাবাস সচেষ্ট নয় এখনও ৷ এমন অভিযোগ শোনা যাচ্ছিল শুরু থেকেই ৷ এদিন সন্তানকে হারিয়ে একই অভিযোগের সুর নবীনের বাবার গলায় ৷
আরও পড়ুন : রুশ মিসাইল হানায় ইউক্রেনে ভারতীয় পড়ুয়া হত
-
Shocked on death of Naveen Gyanagoudar, student from Karnataka, in bomb shelling in Ukraine. My deep condolences to the family. May his soul rest in peace.
— Basavaraj S Bommai (@BSBommai) March 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
We are constantly in touch with MEA and will make all efforts to bring back his mortal remains.
">Shocked on death of Naveen Gyanagoudar, student from Karnataka, in bomb shelling in Ukraine. My deep condolences to the family. May his soul rest in peace.
— Basavaraj S Bommai (@BSBommai) March 1, 2022
We are constantly in touch with MEA and will make all efforts to bring back his mortal remains.Shocked on death of Naveen Gyanagoudar, student from Karnataka, in bomb shelling in Ukraine. My deep condolences to the family. May his soul rest in peace.
— Basavaraj S Bommai (@BSBommai) March 1, 2022
We are constantly in touch with MEA and will make all efforts to bring back his mortal remains.
নিহত ভারতীয় পড়ুয়ার বাবা শেখর গৌড়া জানিয়েছেন, যুদ্ধ ষষ্ঠদিনে পড়লেও খারকিভে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করতে কোনও তৎপরতা দেখায়নি ভারতীয় দূতাবাস ৷ একইসঙ্গে তিনি জানান, বম্ব শেল্টারে আটকে থাকা নবীন এদিন ওষুধের খোঁজে বেরোলে শেলিংয়ে মৃত্যু হয় তাঁর ৷ ইতিমধ্যেই নিহত ভারতীয় পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi speaks to father of Indian student killed in Ukraine) ৷ নবীনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই ৷
টুইটে কর্নাটকের মুখ্যমন্ত্রী লেখেন, "ইউক্রেনে বম্ব শেলিংয়ে মৃত্যু কর্নাটকের পড়ুয়া নবীন জ্ঞানগৌদরের মৃত্যুর খবরে আমরা স্তম্ভিত ৷ নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ কীভাবে পড়ুয়ার মরদেহ দেশে নিয়ে আসা যায় সে ব্যাপারে বিদেশ মন্ত্রকের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলেছি ৷"