ETV Bharat / international

Narendra Modi : জি-20 সম্মেলনের আগেই পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে পারেন মোদি

author img

By

Published : Oct 28, 2021, 3:41 PM IST

দু’দিনের জি-20 সম্মেলন উপলক্ষে রোমে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে সম্মেলনে যোগ দেওয়ার আগেই ভ্যাটিক্যান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে পারেন তিনি ৷

PM Modi likely to meet Pope Francis at Vatican just hours ahead of G20 Summit in Rome
Narendra Modi : জি-20 সম্মেলনের আগেই পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে পারেন মোদি

রোম (ইতালি), 28 অক্টোবর : আসন্ন জি-20 সম্মেলনের আগেই পোপ ফ্রান্সিসের (Pope Francis) সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ উল্লেখ্য, জি-20 সম্মেলন উপলক্ষে রোম সফরে যাচ্ছেন তিনি ৷ সূত্রের খবর, এই সফরের দ্বিতীয় দিনেই পোপের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ৷ তবে ঠিক কখন ও কোথায় তাঁদের সাক্ষাৎ হবে, এই নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি ৷ যদিও মনে করা হচ্ছে সম্মেলন শুরুর আগেই আগামী 30 অক্টোবর ভ্য়াটিক্যানের ক্যাথলিক চার্চে পোপের সঙ্গে দেখা করতে যেতে পারেন মোদি ৷ প্রসঙ্গত, রোমান ক্যাথলিক চার্চের সদর দফতর হল এই ভ্য়াটিকান ৷ যাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে রোম ৷

আরও পড়ুন : Narendra Modi: শিগগিরই দেশের মেডিক্যাল হাব হয়ে উঠবে উত্তরপ্রদেশ : মোদি

তবে কী কারণে এই বৈঠক, সেটা স্পষ্ট নয় ৷ বস্তুত, এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সংশ্লিষ্ট সব পক্ষ ৷ যদিও মনে করা হচ্ছে, এই বৈঠক আসলে দু’পক্ষের তরফেই সৌজন্য সাক্ষাৎ ৷ একইসঙ্গে ইতালি ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও উন্নত ও দৃঢ় হয়, সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা করা হতে পারে ৷ প্রসঙ্গত, দু’দিনের জি-20 সম্মেলন শুরু হবে আগামী 30 অক্টোবর ৷ শেষ হবে তার পরদিন, অর্থাৎ 31 অক্টোবর ৷ সেই উপলক্ষেই রোমে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এটা জি-20 সম্মেলনের 16তম বর্ষ ৷ জি-20 সম্মেলনের পর গ্লাসগোয় আয়োজিত বিশ্ব নেতাদের সম্মেলন কপ 26-এও অংশ নেবেন মোদি ৷

আরও পড়ুন : PM Narendra Modi : ভারত বায়োটেক-সহ সাত ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, জি-20 সদস্য দেশগুলিতে বিশ্বের মোট জিডিপি-র 80 শতাংশেরও বেশি উৎপাদিত হয় ৷ এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্যের 75 শতাংশই হয় এই দেশগুলির মাধ্যমে ৷ এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 60 শতাংশই এই দেশগুলির বাসিন্দা ৷ এবছর ইতালির পরিচালনায় আয়োজিত হতে চলা জি-20 সম্মেলনের থিম হল, ‘মানুষ, গ্রহ এবং সমৃদ্ধি’ (People, Planet and Prosperity) ৷ জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতারা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ৷ থাকবেন ইউরোপীয় ইউনিয়ন এবং আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও ৷ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের কর্তাব্যক্তিরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন ৷

রোম (ইতালি), 28 অক্টোবর : আসন্ন জি-20 সম্মেলনের আগেই পোপ ফ্রান্সিসের (Pope Francis) সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ উল্লেখ্য, জি-20 সম্মেলন উপলক্ষে রোম সফরে যাচ্ছেন তিনি ৷ সূত্রের খবর, এই সফরের দ্বিতীয় দিনেই পোপের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ৷ তবে ঠিক কখন ও কোথায় তাঁদের সাক্ষাৎ হবে, এই নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি ৷ যদিও মনে করা হচ্ছে সম্মেলন শুরুর আগেই আগামী 30 অক্টোবর ভ্য়াটিক্যানের ক্যাথলিক চার্চে পোপের সঙ্গে দেখা করতে যেতে পারেন মোদি ৷ প্রসঙ্গত, রোমান ক্যাথলিক চার্চের সদর দফতর হল এই ভ্য়াটিকান ৷ যাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে রোম ৷

আরও পড়ুন : Narendra Modi: শিগগিরই দেশের মেডিক্যাল হাব হয়ে উঠবে উত্তরপ্রদেশ : মোদি

তবে কী কারণে এই বৈঠক, সেটা স্পষ্ট নয় ৷ বস্তুত, এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সংশ্লিষ্ট সব পক্ষ ৷ যদিও মনে করা হচ্ছে, এই বৈঠক আসলে দু’পক্ষের তরফেই সৌজন্য সাক্ষাৎ ৷ একইসঙ্গে ইতালি ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও উন্নত ও দৃঢ় হয়, সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা করা হতে পারে ৷ প্রসঙ্গত, দু’দিনের জি-20 সম্মেলন শুরু হবে আগামী 30 অক্টোবর ৷ শেষ হবে তার পরদিন, অর্থাৎ 31 অক্টোবর ৷ সেই উপলক্ষেই রোমে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এটা জি-20 সম্মেলনের 16তম বর্ষ ৷ জি-20 সম্মেলনের পর গ্লাসগোয় আয়োজিত বিশ্ব নেতাদের সম্মেলন কপ 26-এও অংশ নেবেন মোদি ৷

আরও পড়ুন : PM Narendra Modi : ভারত বায়োটেক-সহ সাত ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, জি-20 সদস্য দেশগুলিতে বিশ্বের মোট জিডিপি-র 80 শতাংশেরও বেশি উৎপাদিত হয় ৷ এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্যের 75 শতাংশই হয় এই দেশগুলির মাধ্যমে ৷ এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 60 শতাংশই এই দেশগুলির বাসিন্দা ৷ এবছর ইতালির পরিচালনায় আয়োজিত হতে চলা জি-20 সম্মেলনের থিম হল, ‘মানুষ, গ্রহ এবং সমৃদ্ধি’ (People, Planet and Prosperity) ৷ জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতারা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ৷ থাকবেন ইউরোপীয় ইউনিয়ন এবং আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও ৷ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের কর্তাব্যক্তিরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.