ETV Bharat / international

Russian Casualties in Ukraine War : ইউক্রেনের যুদ্ধে মৃত রাশিয়ার 7000-15000 সৈনিক, জানাল ন্যাটো - NATO estimates Russian casualties in Ukraine war

ইউক্রেনের যুদ্ধে (Russia Ukraine War) এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে রাশিয়ার 7,000 থেকে 15,000 সৈনিকের ৷ জানালেন ন্যাটোর এক শীর্ষ আধিকারিক (NATO Estimates Russian Casualties in Ukraine War) ৷

War in Ukraine
ইউক্রেনের যুদ্ধে মৃত রাশিয়ার 7000-15000 সৈনিক: নেটো
author img

By

Published : Mar 24, 2022, 10:43 AM IST

কিভ, 24 মার্চ : ইউক্রেনের সঙ্গে যুদ্ধে (Russia Ukraine War) গত চার সপ্তাহে প্রাণ গিয়েছে রাশিয়ার 7,000 থেকে 15,000 সৈনিকের ৷ ইউক্রেন প্রশাসনের দেওয়া তথ্য, রাশিয়ার প্রকাশিত তথ্য ও বিশেষ সূত্র মারফৎ পাওয়া খবরের ভিত্তিতে এই হিসেব দিয়েছেন ন্যাটোর এক শীর্ষ আধিকারিক (NATO Estimates Russian Casualties in Ukraine War) ৷ তিনি এ প্রসঙ্গে আফগানিস্তানের সঙ্গে তুলনা টেনে বলেছেন যে, সে দেশে গত 10 বছরে রাশিয়া প্রায় 15,000 সৈনিককে হারিয়েছিল ৷

যুদ্ধে তারা কতজন সেনা জওয়ানকে হারিয়েছে, সে ব্যাপারে সামান্যই তথ্য প্রকাশ করেছে ইউক্রেন ৷ পশ্চিমি দেশগুলিও এ ব্য়াপারে কোনও হিসেব দেয়নি ৷ তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (President Volodymr Zelenskyy) জানিয়েছেন, প্রায় দু-সপ্তাহ আগে পর্যন্ত ইউক্রেনের প্রায় 1,300 জন কর্মীর মৃত্যু হয়েছে ৷

24 ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ করার পর থেকেই জোর লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন ৷ সংকটের সময়ে সব দেশের কাছে সেনা সাহায্য চেয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷ বিশ্বজুড়ে সব মানুষ যাতে একজোট হয়ে তাঁদের পাশে দাঁড়ান সেই আর্জি জানিয়েছেন তিনি ৷ তিনি বলেছেন, "এই গ্রহের প্রত্যেক মুক্ত মানুষের মন ভেঙে দিয়েছে এই যুদ্ধ ৷ আপনারা নিজেদের রাস্তাতেই জড়ো হন ৷ যেন আপনাদের দেখতে পাওয়া যায়, আপনাদের কথা শুনতে পাওয়া যায় ৷"

আরও পড়ুন: Russia Destroys Chernobyl Laboratory : রুশ সেনার হাতে ধ্বংস চেরনোবিলের গবেষণাগার, বাড়বে তেজস্ক্রিয়তা ?

ইংরেজি ভাষায় জাতির উদ্দেশে ভাষণে একটি আবেগী বক্তব্য পেশ করেছেন জেলেনস্কি ৷ কিভে রাষ্ট্রপতির দফতরের কাছে অন্ধকারাচ্ছন্ন ফ্রেমে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে ৷ সেখানে জেলেনস্কি বলেছেন, "মানুষের কথা বলুন, স্বাধীনতার কথা বলুন ৷ ইউক্রেনের কথা বলুন ৷"

রাশিয়ান ভাষায় ইউক্রেনের রাষ্ট্রপতি রাশিয়ার মানুষকে তাঁদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আর্জি জানিয়েছেন ৷ তিনি বলেন, "যুদ্ধের জন্য কর হিসেবে আপনার টাকা দেবেন না ৷" ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর ইতিমধ্যেই হাজার হাজার রাশিয়ান দেশ ছেড়েছেন ৷ যুদ্ধবিরোধীদের গ্রেফতার করা, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা - পুতিনের এই পদক্ষেপে ভীত সে দেশের নাগরিকদের একাংশ ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল নিল রাশিয়া, রেডিয়েশন লিকের শঙ্কা !

কিভ, 24 মার্চ : ইউক্রেনের সঙ্গে যুদ্ধে (Russia Ukraine War) গত চার সপ্তাহে প্রাণ গিয়েছে রাশিয়ার 7,000 থেকে 15,000 সৈনিকের ৷ ইউক্রেন প্রশাসনের দেওয়া তথ্য, রাশিয়ার প্রকাশিত তথ্য ও বিশেষ সূত্র মারফৎ পাওয়া খবরের ভিত্তিতে এই হিসেব দিয়েছেন ন্যাটোর এক শীর্ষ আধিকারিক (NATO Estimates Russian Casualties in Ukraine War) ৷ তিনি এ প্রসঙ্গে আফগানিস্তানের সঙ্গে তুলনা টেনে বলেছেন যে, সে দেশে গত 10 বছরে রাশিয়া প্রায় 15,000 সৈনিককে হারিয়েছিল ৷

যুদ্ধে তারা কতজন সেনা জওয়ানকে হারিয়েছে, সে ব্যাপারে সামান্যই তথ্য প্রকাশ করেছে ইউক্রেন ৷ পশ্চিমি দেশগুলিও এ ব্য়াপারে কোনও হিসেব দেয়নি ৷ তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (President Volodymr Zelenskyy) জানিয়েছেন, প্রায় দু-সপ্তাহ আগে পর্যন্ত ইউক্রেনের প্রায় 1,300 জন কর্মীর মৃত্যু হয়েছে ৷

24 ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ করার পর থেকেই জোর লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন ৷ সংকটের সময়ে সব দেশের কাছে সেনা সাহায্য চেয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷ বিশ্বজুড়ে সব মানুষ যাতে একজোট হয়ে তাঁদের পাশে দাঁড়ান সেই আর্জি জানিয়েছেন তিনি ৷ তিনি বলেছেন, "এই গ্রহের প্রত্যেক মুক্ত মানুষের মন ভেঙে দিয়েছে এই যুদ্ধ ৷ আপনারা নিজেদের রাস্তাতেই জড়ো হন ৷ যেন আপনাদের দেখতে পাওয়া যায়, আপনাদের কথা শুনতে পাওয়া যায় ৷"

আরও পড়ুন: Russia Destroys Chernobyl Laboratory : রুশ সেনার হাতে ধ্বংস চেরনোবিলের গবেষণাগার, বাড়বে তেজস্ক্রিয়তা ?

ইংরেজি ভাষায় জাতির উদ্দেশে ভাষণে একটি আবেগী বক্তব্য পেশ করেছেন জেলেনস্কি ৷ কিভে রাষ্ট্রপতির দফতরের কাছে অন্ধকারাচ্ছন্ন ফ্রেমে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে ৷ সেখানে জেলেনস্কি বলেছেন, "মানুষের কথা বলুন, স্বাধীনতার কথা বলুন ৷ ইউক্রেনের কথা বলুন ৷"

রাশিয়ান ভাষায় ইউক্রেনের রাষ্ট্রপতি রাশিয়ার মানুষকে তাঁদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আর্জি জানিয়েছেন ৷ তিনি বলেন, "যুদ্ধের জন্য কর হিসেবে আপনার টাকা দেবেন না ৷" ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর ইতিমধ্যেই হাজার হাজার রাশিয়ান দেশ ছেড়েছেন ৷ যুদ্ধবিরোধীদের গ্রেফতার করা, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা - পুতিনের এই পদক্ষেপে ভীত সে দেশের নাগরিকদের একাংশ ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল নিল রাশিয়া, রেডিয়েশন লিকের শঙ্কা !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.