ETV Bharat / international

"UK-তে এখন সামার টাইম, কিন্তু গলার কাঁটা লকডাউন", বলছেন বঙ্গতনয়া - lockdown in london

"লকডাউন মেনে চলুন । বাড়িতে থাকুন ,সুস্থ থাকুন" সাত সমুদ্র তেরো নদীর পার ইংল্যান্ডের ব্রিস্টল শহর থেকে বার্তা দিলেন বাংলার মেয়ে মধুমিতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি । ইংল্যান্ডে বর্তমান কী পরিস্থিতি,নিজের অভিজ্ঞতার কথা ETV ভারতের সঙ্গে ভাগ করে নিলেন ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা মধুমিতা বন্দ্যোপাধ্যায় ৷

lockdown in london
lockdown in london
author img

By

Published : May 5, 2020, 8:12 PM IST

Updated : May 7, 2020, 9:49 AM IST

ব্রিস্টল ,(ইংল্যান্ড) 3 মে: covid-19-র প্রকোপে গোটা বিশ্বজুড়ে মৃত্যু মিছিল । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত, মৃতের সংখ্যা ৷ সারা বিশ্বে লকডাউন জারি রয়েছে ৷ এই পরিস্থিতিতে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে ঘরবন্দী রাজ্যের মেয়ে মধুমিতা বন্দ্যোপাধ্যায় ৷ জন্মসূত্রে মধুমিতার বাড়ি কলকাতায় । স্বামী অর্ণব বন্দ্যোপাধ্যায় কর্মসূত্রে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে বাসিন্দা । তিন বছর আগে বিয়ে হয় তাঁদের ৷ তারপর থেকে লন্ডনের ব্রিস্টল শহরে রয়েছেন তাঁরা । অর্ণব TCS-এর সফটওয়্যার কনসালটেন্ট ৷

ইংল্যান্ডে এই সময় গ্রীষ্মকাল । প্রাকৃতিক সৌন্দর্য্য ইংল্যান্ডজুড়ে । অন্যান্য বছর এই সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যান এখানের মানুষ । কিন্তু এইবছর covid-19-র প্রকোপে ইংল্যান্ডের ছবিটা কেমন যেন বদলে গেছে ।

অন্য বছর এই সময় রাস্তায় মানুষের সমাগম জানান দেয় গ্রীষ্ম এসেছে ৷ কিন্তু এবছর রাস্তা-ঘাট সুনসান ৷ খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরচ্ছেন না কেউই ৷ ইংল্যান্ডে এই রকম জনহীন রাস্তা-ঘাটা আগে দেখেননি কখনও বলে জানিয়েছেন মধুমিতা ৷

বাড়িতে থাকুন ,সুস্থ থাকুন বলছেন মধুমিতা

তিনি বলেন, এই মুহূর্তে ইংল্যান্ডে লক্ষাধিক মানুষ কোরোনা আক্রান্ত । তাই প্রত্যেককে বাড়িতে থাকতে নির্দেশ দিয়েছে এদেশের প্রশাসন । শুনেছি কলকাতাতেও খুব খারাপ অবস্থা ৷ মা-বাবা, পরিবারের সকলে সেখানে রয়েছেন । তাঁদের কথা মনে পড়লে একটু খারাপ লাগছে । চিন্তাও হচ্ছে সেই সঙ্গে ৷

প্রতিনিয়ত খোঁজখবর রাখছি পরিবারের সবার সঙ্গে । খবরে শুনেছি সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কোরোনা যুদ্ধে আপ্রাণ লড়াই চালাচ্ছেন । আমি তরফে সেই সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ । সকলে বাড়িতে থাকুন সুস্থ থাকুন ৷"

lockdown in london
UK-তে এখন সামার টাইম

ব্রিস্টল ,(ইংল্যান্ড) 3 মে: covid-19-র প্রকোপে গোটা বিশ্বজুড়ে মৃত্যু মিছিল । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত, মৃতের সংখ্যা ৷ সারা বিশ্বে লকডাউন জারি রয়েছে ৷ এই পরিস্থিতিতে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে ঘরবন্দী রাজ্যের মেয়ে মধুমিতা বন্দ্যোপাধ্যায় ৷ জন্মসূত্রে মধুমিতার বাড়ি কলকাতায় । স্বামী অর্ণব বন্দ্যোপাধ্যায় কর্মসূত্রে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে বাসিন্দা । তিন বছর আগে বিয়ে হয় তাঁদের ৷ তারপর থেকে লন্ডনের ব্রিস্টল শহরে রয়েছেন তাঁরা । অর্ণব TCS-এর সফটওয়্যার কনসালটেন্ট ৷

ইংল্যান্ডে এই সময় গ্রীষ্মকাল । প্রাকৃতিক সৌন্দর্য্য ইংল্যান্ডজুড়ে । অন্যান্য বছর এই সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যান এখানের মানুষ । কিন্তু এইবছর covid-19-র প্রকোপে ইংল্যান্ডের ছবিটা কেমন যেন বদলে গেছে ।

অন্য বছর এই সময় রাস্তায় মানুষের সমাগম জানান দেয় গ্রীষ্ম এসেছে ৷ কিন্তু এবছর রাস্তা-ঘাট সুনসান ৷ খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরচ্ছেন না কেউই ৷ ইংল্যান্ডে এই রকম জনহীন রাস্তা-ঘাটা আগে দেখেননি কখনও বলে জানিয়েছেন মধুমিতা ৷

বাড়িতে থাকুন ,সুস্থ থাকুন বলছেন মধুমিতা

তিনি বলেন, এই মুহূর্তে ইংল্যান্ডে লক্ষাধিক মানুষ কোরোনা আক্রান্ত । তাই প্রত্যেককে বাড়িতে থাকতে নির্দেশ দিয়েছে এদেশের প্রশাসন । শুনেছি কলকাতাতেও খুব খারাপ অবস্থা ৷ মা-বাবা, পরিবারের সকলে সেখানে রয়েছেন । তাঁদের কথা মনে পড়লে একটু খারাপ লাগছে । চিন্তাও হচ্ছে সেই সঙ্গে ৷

প্রতিনিয়ত খোঁজখবর রাখছি পরিবারের সবার সঙ্গে । খবরে শুনেছি সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কোরোনা যুদ্ধে আপ্রাণ লড়াই চালাচ্ছেন । আমি তরফে সেই সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ । সকলে বাড়িতে থাকুন সুস্থ থাকুন ৷"

lockdown in london
UK-তে এখন সামার টাইম
Last Updated : May 7, 2020, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.