লন্ডন, 11 অক্টোবর : রাজপুত্র উইলিয়ামের (Prince William) ইকো অস্কারের (Eco Oscars) আসরে হাজির থাকছেন দু'জন ভারতীয় ৷ 15 জন ফাইনালিস্টদের মধ্যে একজন হলেন তামিলনাড়ুর 14 বছরের এক কন্যা ৷ আর অপর জন দিল্লির উদ্যোগপতি ৷ তারকাখচিত ফাইনালে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তাঁরা ৷
সৌরচালিত আয়রনিং কার্ট প্রজেক্টের জন্য বিনিশা উমাশঙ্কর (Vinisha Umashankar) ও সস্তা প্রযুক্তিতে ফসলের অবশিষ্টাংশকে বিক্রয়যোগ্য জৈব-পণ্যে রূপান্তর করার জন্য বিদ্যুৎ মোহন (Vidyut Mohan) উইলিয়ামের তৈরি আর্থশট প্রাইজের (Earthshot Prize) ফাইনালে উঠেছেন ৷ বিশ্বব্যাপী অন্যান্য ফাইনালিস্টদের সঙ্গে টক্কর দেবেন তাঁরা ৷
2019 সালের ডিসেম্বর মাসে এই পুরস্কার প্রদানের ব্যবস্থা করেন ডিউক অব কেমব্রিজ ৷ ফাইনালে যে পাঁচজন বিজেতা হবেন, তাঁরা প্রত্যেকে পুরস্কার হিসেবে পাবেন 1 মিলিয়ন পাউন্ড ৷ রবিবার আর্থশট প্রাইজ ঘোষণা করেছে যে, "এটা একটা বিশ্বব্যাপী ইভেন্ট ৷ এই অনুষ্ঠান বিশ্বের ফাইনালিস্ট ও বিজেতাদের সঙ্গে লন্ডনের সংযোগ স্থাপন করে ৷ আমাদের গ্রহটাকে মেরামত করতে সারা বিশ্বের বহু মানুষ চেষ্টা চালাচ্ছেন, তাঁদের সঙ্গে সংযোগ স্থাপনের এটাই মাধ্যম ৷"
আরও পড়ুন: India-China 13th Meet : এলএসি-র মলডোতে ভারত-চিন 13তম বৈঠক
লন্ডনের অ্যালেক্সান্দ্রা প্যালেসে এক ঘণ্টার অনুষ্ঠানে থাকবে নানা পারফরম্যান্স ও স্টোরিটেলিং ৷ কোল্ডপ্লে, এড শিরন, শন মেন্ডিস-সহ আরও অনেকের পারফরম্যান্স দেখার সুযোগ মিলবে ৷ অনুষ্ঠানটি 17 অক্টোবর, রবিবার বিবিসি ও ডিসকভারি চ্যানেলের ফেসবুকের পাতায় সম্প্রচারিত হবে ৷
দিনকয়েক আগেই প্রিন্স উইলিয়াম বলেছিলেন, "অর্ধশতক আগে আমেরিকার প্রেসিডেন্ট কেনেডির মুনশট কর্মসূচি চাঁদে যাওয়ার লক্ষ্য পূরণে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ৷ এর থেকে অনুপ্রেরণা পেয়ে আমাদের গ্রহকে মেরামত করতে ও তার সমস্যা দূর করতে সারা বিশ্বের মিলিত সৃজনশীলতাকে একত্র করাই উদ্দেশ্য আর্থশট প্রাইজের ৷"
আরও পড়ুন: India's economy: এই অর্থবর্ষে ভারত অর্থনৈতিক বৃদ্ধিতে রেকর্ড গড়তে পারে, জানাল বিশ্বব্যাঙ্ক
গত মাসে ফাইনালিস্টদের নাম ঘোষণা করেন প্রিন্স উইলিয়াম ৷ তিনি জানান, ভারত ছাড়াও বাংলাদেশ, চিন, নাইজেরিয়া, কোস্টা রিকা, স্যুইৎজারল্যান্ডের মতো বিভিন্ন দেশ ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পেতে চলেছে ৷
আরও পড়ুন: Nobel Prize in chemistry : অণু তৈরির নতুন পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতিতে রসায়নে নোবেল দুই বিজ্ঞানীকে